সবাইকে সালাম জানিয়ে আমি আমার টিউনটি শুরু করছি।এখনতো মোবাইল মানেই আন্ড্রয়েড ট্যাব মানেই এন্ড্রয়েড।এই এন্ড্রয়েডের যোগে নতুন গেমস আর এপস যোগ হচ্ছে গুগুল মার্কেটে।কিন্তু গুগুল মামাতো আর সব কিছু ফ্রিতে দিবে এমন না তার এটার দাম ধরেছে ৪.৯৯ ডলার মানে ৫ ডলারই বলা যায়।কিন্তু গুগুল মামা শুধু ব্যাবসা করে যাবে মানুষ দেখবে এটা তা হয় তাই তারা এটা ফ্রিতে নেয়ার ব্যাবস্থা করে ফেলছে।মনুষ্য জাতিতো ফ্রি ছাড়া কিছুই বুঝেনা বিশেষ করে বাংগালী ফ্রি পেলে কি আর ছাড়ে।আজকে দারুন একটি একশন গেমসের ডাইরেক্ট ডাউনলোড লিংক নিয়ে এলাম।গেমসটি সেইরকম চরম একটি গেমস তা মোটামুটি স্ক্রিন শর্টেই বুঝতে পারবেন।তবে কিছু লোকের কাছে ভালো নাও লাগতে পারে।গেমসের নামতো বলাই হলো না।গেমসের নাম Grand Theft Auto III ।যাই হোক গেমসের কিছু ফিউচার বলছি।
১) টোটাল হাই ডেফিনিশন(এস ডি) গেমস।
২) সময়ের কোন লিমিটেশন নাই।
৩) ইউএসবি কন্ট্রলার সাপোর্ট করে।
৪)ভালো গ্রাফিক্স ডিজাইন
৫) প্রায় ৭/৮ টি ভাষায় এটি চালানো যায়।
গেমটি খেলার জন্য আপনার ১ জিবির মত খালি স্পেস লাগবে।তবে গেমটি ৬০০ মেগাবাইটের একটু বেশি।
গেমটির ফিচার সম্পুর্ন নেয়া হয়েছে এখান থেকে
আন্ড্রয়েড এপস গেমসের আপডেট পেতে পারেন ফেইসবুকে
আমি টেকাটুকা চাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুণ!!!!!! তবে,,,,,ওয়াইফাই ছাড়া ডাউনলোডের সাহস পাচ্ছিনা।।।।।।। আপনাকে অনেক ধন্যবাদ।