আসসালামুয়ালাইকুম । অ্যান্ড্রয়েড User দের জন্য নতুন একটা Apps যা আপনার বন্ধু কে খুশি করবে। এই Apps টার কাজ হল আপনার বন্ধুর Message কে Auto Reply করবে বিভিন্ন ইভেন্ট এ। যেমন, আপনাকে আপনার বন্ধু Eid এর শুভেচ্ছা জানালো আপনি হয়তোবা তাকে Reply করবেন কিন্তু মনে থাকল না তখন আপনার বন্ধুটি Message এর Reply না পেয়ে মনে কষ্ট পেতে পারে। কিন্তু এই Apps টি Automatic Reply করে দিবে আপনার সেট করা Message টি। এই Appআমাদের নিজস্ব ভাবে Develop করা। যেহেতু আপনার Smart Phone টি Automatic Reply করবে সাই জন্য এর নাম দিয়েছি হয়েছে Androgenious.
এখন দেখি Apps এর Feature গুলো কি ।
Reply status এ সিলেক্ট বলতে Message এর Reply হবে deselect ও করা যাবে যদি Reply না করতে চান।
Change Default এ ক্লিক করলে নিচের মত দেখাবে। কোন কোন ইভেন্ট এ Message Reply করতে চান।
যে কোন এ ইভেন্ট এ প্রবেস করে Reply Message আপডেট করা যাবে। যেমন,
Add Custom Tags এ নতুন ইভেন্ট যুক্ত করা যাবে এবং তার Message টা সেট করা যাবে।
আর Delete Tags এর মাধ্যমে ইভেন্ট ডিলিট করা যাবে।
ডাউনলোড লিঙ্ক এইখানে।
post টি দেখার জন্য ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করে দিবেন।
ফেসবুক এ আমি......।
আমি ফয়সাল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ !