কালে কালে বহু জিনিস ই দেখলাম।আরো কত কি দেখব। রিয়েল এপিকে লিচার, ব্লুস্ট্যাক, এয়ারড্রয়েড আরও কত কি। কিন্তু কাজের কাজ কোনটাতেই হয় না। ব্লুস্ট্যাক ২ গিগা র্যাম ছাড়া কাজ করে না আর এপিকে লিচার এর কথা নাই বা বলি। আসেন আমি দেখাই আমার দ্বারা আপনি কিভাবে এ সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
যা যা লাগবে...
১. অবশ্যই একটি এন্ডু মোবাইল
২. ডাটা কেবল
৩. সফটওয়্যার {klik this} অথবা this (টুশিফাইলে যদি সমস্যা হয়)
৪. ইচ্ছা।
চলুন শুরু করি।
সফট টা ডাউনলোড করুন। নিচের ছবিতে দেখানো মত ডাউনলোডের আগে বক্সের টিক তুলে দিন। (টুশিফাইলের জন্য প্রযোজ্য)
যিপ ফাইল এর ভেতর রীড মি দেওয়া আছে আশা করি প্যাচ করতে কোন অসুবিধা হবে না । এবার আপনার ফোনের সেটিংসে যেয়ে ডেভেলপার অপশনে গিয়ে ইউএসবি ডিবাগিং অন করে দিন। সফট টা ওপেন করুন। এমন দেখবে। আশা করি ফুল করতে পেরেছেন।
এবার ফোনের সাথে ইউএসবি দিয়ে পিসি কানেক্ট করুন। কানেক্ট হয়ে গেলে এমন দেখাবে।
মোবাইলে যা কিছু আছে তা ব্যাকাপ করতে চান ?? One Click BackUp এ ক্লিক করুন।
এসএমএস করতে চান ??? সেন্ড এসএমএস এ ক্লিক করুন।
কিন্তু বক বক করে তো লাভ নাই! তাই না ? তাই ক্লিক করুন গুগল প্লে অ্যাপ এ।
জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করুন। এরপর এরকম আসবে
যেকোন অ্যাপ এ ক্লিক করুন তারপর ইন্সটল এ ক্লিক করুন। দেখুন যাদু।
ডাউনলোডেড ফাইল টা দেখুন এখানে
আরো মজার ব্যাপার হল এই সফট এর মাধ্যমে যে অ্যাপ গুলো ডাউনলোড করা হবে তা অটোমেটিক ফোনে ইন্সটল হয়ে যাবে। তবে আপনার পিসি তে আগে থেকে সেভ করা কোন এপিকে ফাইল ইন্সটল করতে চাইলে জাস্ট সেই অ্যাপ এ ক্লিক করুন ইন্সটলেশন শুরু হয়ে যাবে।
নতুন কোন সাইট থেকে যদি অ্যাপ নামাতে চান তাহলে নিচে দেখানো " + " এ ক্লিক করুন তারপর সাইটের অ্যাড্রেস ও টাইটেল দিয়ে সেভ করুন।
তবে বিশেষ দ্রষ্টব্য , শুধু ফ্রী অ্যাপ গুলোই ডাউনলোড করা যাবে। গেমের এসডি ডাটা এর মাধ্যমে ডাউনলোড করা যাবে না. এ কাজের জন্য নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নিলে ভাল হয় ........।
এই সফট টা নিয়ে একজন পোস্ট করেছিলেন। তবে তা না করারই মতো। তাও লিংক দিয়ে দিলাম।পরে যেন দোষ না হয়। আরও অনেক ফিচার আছে যা সময় সল্পতায় আলোচনা করতে পারলাম না। আশা করি আপনারা বুঝে যাবেন। ভুল হলে ক্ষমাপ্রার্থী।
আজ তাহলে এই পর্যন্তই। সমস্যা হলে ফেসবুকে মেসেজ করতে পারেন। বেশি বেশি কমেন্ট করুন । আর ভাল থাকুন প্রিয় মানুষটিকেও ভাল রাখুন।
আমি অলস আমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুয়ে থাকতে ভালবাসি। সারা রাত জেগে থাকি দিনের বেলা ঘুমাই। পিসি ছাড়া থকতে পারিনা।
চমতকার ! অসংখ্য ধন্যবাদ !