ভাল আছেন তো সবাই ?
এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এয়ারটেল সিম দিয়ে পিসিতে ফ্রি ইন্টারনেট চালানো যায় । পদ্ধতি টা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে । অরিজিনাল পোস্ট করেছিলেন সাগর ভাই । তাই ক্রেডিট টা তার আমি শুধু শেয়ার করছি আপনাদের সাথে ।
তাহলে সুরু করি :
০১. নিচ থেকে অপেরা Handler for PC ডাউনলোড করুন এবং ডেক্সটপে রেখে Winrar দিয়ে এক্সাট করুন ।
০২. ফোল্ডারটা ওপেন করে Setting.exe নামের ফাইলটা ওপেন করুন ।
০৩. Manualy setting এ টিক দিন । তারপর প্রক্সি দিন : proxy: 10.6.0.2
port : 8080
০৪. Save এ ক্লিক করুন ।
০৫. এখন Operamini71.exe ওপেন করুন । একটা Handler Menu পাবেন মোবাইল এর মত ।
০৬. Handler menu যে Fornt quary নামে একটা ঘর আছে ওখানে লিখুন :
0.facebook.com.server4.operamini.com?0.facebook.com/tipsview
অথবা , Handler menu তে দেখুন Back quary নামে একটা ঘর আছে ওখানে লিখুন ঃ
?0.facebook.com/tipsview
০৭. Save all and start এ ক্লিক করুন
০৮. প্রথম বার ইনস্টল হতে একটু সময় লাগবে । ইনস্টল হয়ে গেলে ডানদিকের Opera icon এ ক্লিক করুন তারপর Setting-advance এ গিয়ে Http/socket কে HTTP করে Save করে দিন ।
০৯.ডাউনলোড করার সময় ফোনের মত
e://
c://
এমন আসবে যে কোন একাটা সিলেক্ট করে ডাউনলোড দিন । আপনি যে ফোল্ডারে এক্সাট করেছিলেন সেখানে দেখুন File system নামে একটা ফোল্ডার আছে ওটা ওপেন করলে উক্ত ফোল্ডার পাবেন ।
১০. কোন সমস্যা থাকলে কমেন্ট করুন ।
DOWNLOAD LINK : (Mediafire)
Tutorial : Written by Sagor and Modified by Chinmoy (Me)
Download L : Collected from Internet (Mediafire)
Tested On : Friend's PC
আমি ItzChinmoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন প্যাকেজ একটিভেট করতে হবে …?
আর এয়ারটেল এ p1 কিভাবে এক্টিভেট করব?