এয়ারটেল সিম দিয়ে পিসিতে ফ্রি ইন্টারনেট চালান (নতুন ট্রিক)

ভাল আছেন তো সবাই ?
এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন যে কিভাবে এয়ারটেল সিম দিয়ে পিসিতে ফ্রি ইন্টারনেট চালানো যায় । পদ্ধতি টা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে । অরিজিনাল পোস্ট করেছিলেন সাগর ভাই । তাই ক্রেডিট টা তার আমি শুধু শেয়ার করছি আপনাদের সাথে ।

তাহলে সুরু করি :

০১. নিচ থেকে অপেরা Handler for PC ডাউনলোড করুন এবং ডেক্সটপে রেখে Winrar দিয়ে এক্সাট করুন ।

০২. ফোল্ডারটা ওপেন করে Setting.exe নামের ফাইলটা ওপেন করুন ।

০৩. Manualy setting এ টিক দিন । তারপর প্রক্সি দিন : proxy: 10.6.0.2
port : 8080

০৪. Save এ ক্লিক করুন ।

০৫. এখন Operamini71.exe ওপেন করুন । একটা Handler Menu পাবেন মোবাইল এর মত ।

০৬. Handler menu যে Fornt quary নামে একটা ঘর আছে ওখানে লিখুন :
0.facebook.com.server4.operamini.com?0.facebook.com/tipsview

অথবা , Handler menu তে দেখুন Back quary নামে একটা ঘর আছে ওখানে লিখুন ঃ
?0.facebook.com/tipsview

০৭. Save all and start এ ক্লিক করুন

০৮. প্রথম বার ইনস্টল হতে একটু সময় লাগবে । ইনস্টল হয়ে গেলে ডানদিকের Opera icon এ ক্লিক করুন তারপর Setting-advance এ গিয়ে Http/socket কে HTTP করে Save করে দিন ।

০৯.ডাউনলোড করার সময় ফোনের মত
e://
c://
এমন আসবে যে কোন একাটা সিলেক্ট করে ডাউনলোড দিন । আপনি যে ফোল্ডারে এক্সাট করেছিলেন সেখানে দেখুন File system নামে একটা ফোল্ডার আছে ওটা ওপেন করলে উক্ত ফোল্ডার পাবেন ।

১০. কোন সমস্যা থাকলে কমেন্ট করুন ।

DOWNLOAD LINK : (Mediafire)

http://tny.cz/41cd0ad7

Tutorial : Written by Sagor and Modified by Chinmoy (Me)
Download L : Collected from Internet (Mediafire)
Tested On : Friend's PC

Level 0

আমি ItzChinmoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন প্যাকেজ একটিভেট করতে হবে …?
আর এয়ারটেল এ p1 কিভাবে এক্টিভেট করব?

    Level 0

    @dreamsboyarif: P1 is a pre activated package . When you have no package you have P1 .No need to active it. Opera install korar somoy net ba taka lagbe

বোঝলাম ।। কিন্ত এয়ারটেলের মোবাইলের জন্য কোন ট্রিক্স আছে কি ???

Priyanka Chopra – Exotic ft. Pitbull
1080p Engish HD Video Song
===========================
http://www.oneblog24.com/2013/08/exotic-by-priyanka-chopra-feat-pitbull.html
=============================================================

For Desktop HD Wallpaper = http://www.chobighor.com

Level 0

ভাই, পিসির জন্য opera mini handler প্রচুর পাইছি । কিন্তু আসল opera mini একটাও পাইনি । সমস্যা হল handler গুলা দিয়ে ২ নাম্বারি ছাড়া সাধারন সময় নেট ইউজ করা যায় না। তাই পিসির জন্য অরিজিনাল একটা opera mini দিলে খুশি হতাম ।

    Level 0

    @niaj: Vai apni ja cheyechen tai amar kache ache . Kalkei apnake opera mini for PC dite parbo . Wait Please

Level 0

ধন্যবাদ।

valo buddhi

Level New

thanks….download speed koto paowa jai….gp theke ki beshi?

    Level 0

    @nil.akash: Vai Download speed Gp r cheye valo na . Asole disconnect na thakle gp best

Level 0

Online এ তো সবাই টাকা আয় করতে চান, কিন্তু কেউই পরিশ্রম করতে রাজী না। আর কম পরিশ্রমে বেশি টাকা আয় কেবল মাত্র black পথেই সম্ভব। যেমন ধরুন, কোন legal কাজ হালকা illegal ভাবে করতে পারলে অল্প সময়ে প্রচুর পরিমাণে বেশি লাভ করা সম্ভব। কিন্তু google এ সার্চ করে এরকম ট্রিকস খুব একটা পাওয়া যায় না, তাই আমি dark web (Deep Web) অনেক ঘাটাঘাটি করে এমনই একটা PDF (EBook) খুজে পেলাম, যাতে এমন সব ট্রিকস আছে যা কল্পনাও করা কয় না! বইটির নাম Ways to Black money. তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। size 4mb.
তবে এই ট্রিকস গুলা ফলো করার আগে আপনার আইপি হাইড করে নিবেন। বইটির লিঙ্ক নিচে দিলাম। আর এই সব ট্রিকস খুব বেশি public হওয়া ঠিক না, তাই একটু কষ্ট করতে হবে। Download করতে অসুবিধা হলে us আইপি দিয়ে চেষ্টা করবেন।
http://dollarupload.com/download.php?file=121947

    Level 0

    Media Fire Lind Den?

      Level 0

      @Himadri: Media Fire Link Den?

আমার এই পোস্ট টা যদি একটু দেখতেন https://www.techtunes.io/help-ask/tune-id/236554 ,
ধন্যবাদ ।

বড় ফাইল ডাওনলোড করা যাবে?

আমি চেষ্টা করেছি কিন্তু আমার টাকা কেটে ফেলেছে।আমি ব্লুটুথ ডিভাইস দিয়ে নেট সংযোগ করেছি। হেল্প চাই। আমার এ ই -মেইল এর মাধ্যমে জানান। এয়-মাইল আই ডিঃ [email protected]

চেষ্টা করেছি।কিন্তু ……….No Profit> lol

Level 0

vai onk try korar poro opera mini install korte partesi na … kono solution ase ki ??? nd ei trick ta ki choltese ?????

Level 0

আমি SIM গুলো আমি বগুড়া customer
care হতে কিনেছিলাম । আর আমার
নামে, আমার ID card, Photo
দিয়ে কেনা ছিল। আমি একবার SIM
গুলো হারিয়ে ফেলি। যেহেতু
আমার নামে, আমার ছবি দিয়ে SIM
কিনেছিলাম। তাই SIM
গুলো দিয়ে কেউ যেন
কোনো খারাপ কাজ
করতে না পারে এই
ভয়ে বগুড়া থানায়
জিডি করেছিলাম । এখন SIM
গুলো যেহেতু অন্যদের
নামে registration করা তাই ঐ ভয় আর নাই।
আমি SIM গুলো ব্যবহার করতাম না।
কিন্তু মনের মদ্ধে ভয় ছিল SIM
গুলো নিয়ে। কারন নিজের
নামে registration করা SIM তো তাই ।
আমি ইচ্ছা করলে SIM গুলো documents
দিয়ে তুলতে পারব। বগুড়া customer
care যত কথাই বলুক। কিন্তু তুলব না।
আর রেজিস্ট্রেশন করা SIM
নিয়া জিডি করতে চাই না।
আমার নামে registration
না থাকলে কি থানা আমাকে জিডি করতে দিত?
থানা আমার কাগজ দেখেই
তো জিডি নিয়েছিল , তাই না?
আবার তারাও আমার নামে registration
আছে দেখেই Bogra customer care SIM
replacement করে দিয়েছিল । আমার
কাছে প্যাকেট, registration Form,
replacement paper সব আছে। এখন আমি GP
ব্যবহার করছি। তাছাড়া Airtel এর
network coverage ও ভালো না। তাই
বেচে গেছি জিডি এর
ঝামেলা থেকে।
আমার খারাপ লেগেছে এই Airtel operator
এর কান্ড দেখে। যে SIM
গুলো তারা একটু বেশি দিন বন্ধ
দেখতাছে ঐ গুলো তারা ভিন্ন
নামে বাজারে ছেড়ে দিচ্ছে,
নতুন SIM এ তো সরকারকে নতুন
করে ভ্যাট-ট্যাক্স দিতে হতো।
আর পপুরনো SIM e তো আর
তা দিতে হচ্ছে না। যার
ফলে আমাদের সরকার তথা আমাদের
দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ
রাজস্ব। আর airtel দিচ্ছে ভ্যাট
ফাঁকি। কারন তারা পুরনো SIM ই
বাজারে ছাড়ছে। আমাদের
সরকারের এই বিষয়ে নজর দেয়া দরকার।
অন্য কোনো operator এই কাজ
করলে তাদেরও শাস্তির
ব্যবস্থা করা দরকার। কারন
যে কম্পানি রাজস্ব
ফাঁকি দিতে চায় তার motive কখনোই
ভালো হতে পারে না।