ভাল আছেন সবাই ? এটা আমার ২য় টিউন । এই টিউনে আমি আপনাদের দেখাব কিভাবে রুট ইউজাররা সকল হাই ডেফিনেশন গেম খেলতে পারবেন ।
তাহলে সুরু করি ।
যা যা লাগবে ঃ
০১. একটি রুটেড এনড্রইড মোবাইল ।
০২. Chainfire 3D with Plugin (নিচে দেয়া আছে)
প্রছেস ঃ
০১. প্রথমে একটি গেম পছন্দ করুন যা আপনার মোবাইল এ চলে না বা গ্রাফিক্স পায় না । (যেমন : Gangstar West Coast Hostile)
০২. ফাইল ডাউনলোড করে extract করে এস ডি কার্ড এ রাখুন । তিন টা প্লুগিন জিপ আকারে পাবেন ।
০২. Chainfire 3D ইন্সটল করে ওপেন করুন । Choose the “CF3D driver” option
০৩. প্লাগিন ইন্সটল হবে এবং ফোন রিস্টার্ট হবে । রিস্টার্ট না হলে নিজে রিস্টার্ট দিন ।
০৪. Chainfire 3D ওপেন করুন এবং Install plaugin/shaders এ টাস করুন ।
০৫. ইমেজ এর মত তিন টা জিপ এ টাস করুন
০৬. ইন্সটল হয়ে গেলে অ্যাপ টি ক্লোজ করে এবার ওপেন করুন ।
০৭. Default OpenGL settings এ যান । সেখান থেকে Use Plugin ওপেন করে QUALCOMM সিলেক্ট করুন । তাহলে যেসব গেম গ্রাফিক্স পেত না তারা গ্রাফিক্স পাবে । গেম slow চললে Reduce Texture Quality এবং Reduce Texture size অপশন এনাবল করতে পারেন
আমি নিজে এ পধতিতে Gangstar West Coast Hostile , Asphalt 6, Brother in arms 2 , etc খেলতে পেরেছি ।
DOWNLOAD LINK : (mediafire)
Tutorial : Written by me (Chinmoy Sarker Anik)
Images : Collected from Internet
DL link : Collected from internet (Mediafire)
Tested On : SYMPHONY W20
আমি ItzChinmoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai amar Walton Primo G1 e jelly bean update deyar por chain fire 3D install dite partasi na …install driver e click korle phn off hoe jay and r chalu hoy na…abar flash dile phn on hoy…. please help koren