আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । বিভিন্ন ধরনের Fingerprint Lock অ্যাপ আছে কিন্তু আশা করি এটি সবার ভাল লাগবে । নিচের ধাপগুলো ভাল ভাবে পড়ুন , তারপর অ্যাপ ইন্সটল দিন ।
১। এখান থেকে Fingerprint Lock apk download করুন । ইন্সটল দিন ।ওপেন করুন ।
২। Divice locked লেখার বামপাশে লাল পয়েন্টটিতে ক্লিক করে কিছুক্ষণ hold করুন ।
৩। নিচের মত অপশন পাবেন । Help button – show আছে , এটি hide করে দিন । Hidden button – hide আছে show করুন । এবার apply করুন ।
৪। এবার Home স্ক্রিনে আপনি একটি লক দেখতে পাবেন ।
৫। লকটিতে ক্লিক করে আনলক করুন । তারপর Home স্ক্রিনে Fingerprint scan এর জায়গায় আপনার Finger ( আঙ্গুল) কিছুক্ষণ hold করুন । ফোন আনলক হয়ে যাবে ।
৬। এবার মুল কথা – ক) ফোন লক করতে চাইলে Fingerprint Lock ওপেন করবেন ।
খ) ফোন আনলক করতে চাইলে লক/তালা টিতে( যেটা hide অবস্থায় থাকবে/রাখবেন) ১ বার ক্লিক করে Home স্ক্রিনে Fingerprint scan এর জায়গায় আপনার Finger ( আঙ্গুল) কিছুক্ষণ hold করুন ।
৭। তালাটি Home স্ক্রিনে কোথায় থাকবে এটি শুধু আপনি জানবেন । তাই অপশন থেকে Hidden button এখন থেকে hide করে রাখুন । option-hidden button-hide-apply . button position থেকে আপনি লক/তালা টিকে আপনার ইচ্ছামত বিভিন্ন জায়গায় রাখতে পারেন ।
অপশন থেকে আপনি থিম , ক্লক ইত্যাদি সেটিং পরিবর্তন করতে পারবেন ।
সবাই ভাল থাকবেন ।
আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এইটা জাস্ট ফানের লাইগা! LOL!