আসসালামু আলাইকুম। মোবাইল এ ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড এর অ্যাপ্লিকেশান সম্বন্ধে আজকে পোস্ট করব। এই এন্ড্রেইড অ্যাপ্লিকেশান টার নাম tubemate।যারা আগে এই সফটওয়্যার ব্যবহার করেন নাই তাদের জন্য এই পোস্ট। এখান থেকে ডাউনলোড দিন। এটা দিয়ে ইউটিউব থেকে কোন ভিডিও ফাইল আপনার পছন্দ মত রেজোলিউশান এর ডাউনলোড করতে পারেন। ফাইল রিজিউম ডাউনলোড করা যায়। নিচে এর ব্যবহার বিস্তারিত দেয়া হল।প্রথমে ফাইল টা ইন্সটল করার পর ওপেন করুন। ১>>>সার্চ বক্স এ আপনি যা খুজতে চান তা লেখে সার্চ আইকন এ ক্লিক দেন।নিচে স্ক্রীনশট দেয়া হল।আমি অ্যাপেল লেখে সার্চ করছি।অ্যাপেল এর উপর কয়েকটি ভিডিও ফাইল শো করছে। এই উইন্ডো তে নিচের দিকে কয়েকটি আইকন আছে লাল চিহ্নিত অংশ কিন্তু কোন ডাউনলোড আইকন এখানে পাবেন না।
২>>>এখন যে কোন একটা ভিডিও ফাইল এ ক্লিক করলে যে পেজ টা আসবে ওটাতে নিচের দিকে সবুজ রঙের তির চিন্ন দেখতে পাবেন।
৩>>>ওটাতে ক্লিক করলে একটা বক্স আসবে .download এবং watch লেখা অপশন আছে। ডাউনলোড এ ক্লিক করে কিছু সময় ওয়েট করলে একটা পেজ আসবে স্ক্রীনশট এর মত। আপনার পছন্দ অনুযায়ী যে কোন রেজোলিউশান এ ক্লিক করলে ওই রেজোলিউশান এর ভিডিও ডাউনলোড শুরু হবে ।
৪>>>ফাইল টা ডাউনলোড হচ্ছে কিনা তা দেখার জন্য ফোল্ডার আইকন ক্লিক (নিচে স্ক্রীনশট এর চিহ্নিত অংশ) করুন।
৫>>>যে পেজটা আসবে এটাতে ফাইল ডাউনলোড কত কিলোবাইট হয়েছে তা সবুজ রঙের দেখা যাবে (নিচের ছবির চিহ্নিত অংশ)
৬>>> ফাইল ডাউনলোড বন্ধ হয়ে গেলে সবুজ লেখা লাল রঙের হবে।আবার চালু করতে লাল রঙ এ ক্লিক দিলে একটা পেজ আসবে ,ওখানে resume download এ ক্লিক দিলে আবার ডাউনলোড শুরু হবে।
কোন সমস্যা হলে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx