আসসালামু আলাইকুম।সবাইকে ঈদের শুভেচ্ছা। এটাই আমার প্রথম পোস্ট তাই ভুল হলে মাফ করবেন । আমি একটা এন্ড্রইড সফটওয়্যার নিয়ে আলোচনা করব যেটা দিয়ে মোবাইল টু মোবাইল ব্লুটুথ এর চেয়ে দ্রুত গতিতে যে কোন ফাইল এমণকি মোবাইল এর ইন্সটল করা অ্যাপ্লিকেশান ও পাঠাতে এবং নিতে পারেন।মাত্র ১ সেকেন্ডে ৫ মেগাবাইটের মত ফাইল ট্রান্সফার করা যায়। এই সফটওয়্যার ছাড়া আর কোন সফটওয়্যার আছে কিনা আমি জানিনা। যারা ব্লুটুথ ছাড়া অন্য কোন সফটওয়্যার দিয়ে ফাইল ট্রান্সফার করেন নাই তারা এটা ব্যবহার করলে খূব দ্রুত ট্রান্সফার করতে পারবেন। যার কাছে পাঠাবেন তারও এই সফটওয়্যার থাকতে হবে । অ্যাপ্লিকেশান টি ডাউনলোড এখান থেকে করুন। অ্যাপ্লিকেশান ডাউনলোড এর পর ইন্সটল করুন। এরপর ১> অ্যাপ্লিকেশান ইন্সটল হলে ওপেন করুন ২>এরপর ৫ বার উইন্ডো ডান থেকে বায়ে সুইপ করুন ৩> নিচে স্ক্রীনশট এর মত আসবে। সাদা বক্স এ মোবাইল মডেল নাম্বার আছে সেখানে আপ্নার নাম দিতে পারেন,এরপর সেভ করুন।
৪> এখন two quick tranciver এই লেখা উইন্ডো আসবে। এখানে সেন্ড এবং রিসিভ দুইটা অপশন আছে।
৫>সেন্ড ক্লিক করার পর ডানে বায়ে সুইপ করলে নিচের স্ক্রীনশট এর মত বিভিন্ন ক্যাটাগরি ফাইল শো করবে
৬> যে ফাইল টা সেন্ড করতে চান ধরুন নিচের স্ক্রীনশট এ UC browser সেন্ড করতে চান,ওটাতে ক্লিক করুন তারপর স্ক্রীন এর উপর এ কোনায় next এ ক্লিক দেন।
৭>নিচের স্ক্রীনশট এর মত select receiver উইন্ডো আসবে,অন্য মোবাইল খুজবে।যার মোবাইল এ পাঠাবেন তাকেএই অ্যাপ্লিকেশান ওপেন করার পর two quick tranciver লেখা উইন্ডো তে রিসিভ অপশন ক্লিক করতে হবে।
৮> রিসিভ অপশন ক্লিক করলে যে সেন্ড করছেন তার মোবাইল এ রিসিভার মোবাইল মডেল নাম্বার দেখা যাবে । ওই টাতে ক্লিক করলে ফাইল সেন্ডিং শুরু হবে।
কোন ফাইল রিসিভ করতে চাইলে>>> আপনি যেভাবে ফাইল সেন্ড করেছেন একই ভাবে অন্য মোবাইল থেকে সেন্ড করলে আপনার মোবাইল এ রিসিভ হবে।
ফাইল রিসিভ হয়ে গেলে যদি সেটা অ্যাপ্লিকেশান হয় তাহলে ইন্সটল লেখা বাটন এ ক্লিক করলে আপনার মোবাইল এ ইন্সটল হয়ে যাবে । আশা করি টিউন্ টা ভাল লাগবে । সবাইকে ধন্যবাদ।
আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিখছেন “মোবাইল টু মোবাইল ব্লুটুথ এর চেয়ে দ্রুত গতিতে যে কোন ফাইল এমণকি মোবাইল এর ইন্সটল করা অ্যাপ্লিকেশান ও পাঠাতে এবং নিতে পারেন।মাত্র ১ সেকেন্ডে ৫ মেগাবাইটের
মত ফাইল ট্রান্সফার করা যায়” ভালো কথা………… কিন্তু এটা কি ব্লুটুথ এর সাহায্যে হয় নাকি ওয়াই-ফাই এর সাহায্যে হয় তাতো বললেন না……… যদি ব্লুটুথ এর সাহায্যে কাজটা হয় তাহলে “ব্লুটুথ এর চেয়ে দ্রুত গতিতে” এটা না লিখে এটা লিখা উচিৎ এবং ঠিক হবে যে “ব্লুটুথ এর সাহায্যে এবং সাধারন ভাবে পাঠানো ব্লুটুথ এর চেয়ে দ্রুত গতিতে” তাই নয় কি!!!