হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভাল আজ বেশ কিছু দিন । পর টিটি তে লিখতে বসলাম আর এত দিন গ্যাপ জন্য মাফ করবেন । আর ৫,৬ নং টিউন এ যেমন সারা পেয়েছি ,কিন্তু ৭ নং এ টিউন এ তেমন একটা সারা পাই নি । হইতো আমারই ভুল আমি আপনাদের ভাল ও উপযুক্ত টিউন উপহার দিতে পারিনাই । তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে ১০ নং টিউনের পর আমি আর চেইন টিউন করব না। কারন আমাকে ৭ নং টিউনে কমেন্ট করে গালি গালাজ করে ।এরকম গালি গালাজ না করে বলতে পারত যে তোমার টিউন করো না, তাহলেই তো আমি আমার টিউন অফ করে দিতাম । আজকে অনেক দুঃক্ষে ও কষ্টে টিউন করতে বসেছি।
হ্যা এই গেমস টি gta: vice city style এর গেমস ।আর এই গেমস এ একটি ওপেন ওয়ার্ল্ড আছে যাতে আপনি ঘুরে বেড়াতে পারবেন আর তা ছাড়া এই গেমস এ একটি মজাই আলাদা যেমন জঙ্গল,পাহার,সমুদ্র,রাস্তা-ঘাট তো আছেই ।
আর এই গেমস এর মধ্যে মারা-মারি ,গুলা-গুলি ,কাটা-কাটি same as vice city style যেখানে আপনাকে মিশিন কমপ্লিট করতে হবে ।
এটি একটি ফার্স্ট পারসন সুটিং গেমস, এর গ্রাফিক্স এর কথা না বললেই নয় আর এটিতে আপনার পানির , বিল্ডিং এর কাজ ,রাস্তা ,মানুষ ,ঘর-বাড়ি,সব কিছু ভাল ভাবে মেইন্ট টেইন করছে।
আপনি পদে পদে গাড়ি ছিনতাই করতে পারবেন। আর আপনি সাহসী হন তাহলে তো পুলিশের গাড়ি ছিনতাই করবেন।
এবং আপনি গাড়ির আগুন ,ব্লাস্ট ,ড্রিফট ,ব্রেক ,টায়ার স্পট, accident এ অনেক কাজ করা হয়েছে
আর ফ্লাইং জেট প্যাক তো আছেই জা দিয়ে আপনি উড়তে পারবেন
ভয়ানক অস্র দিয়ে সাজানো এই গেমস
আর আপনি জামা ,প্যান্ট, বেল্ট, চুল, বদলাতে, পারবেন এই হল গেমস আদ্যন্ত প্ত্র
এই কাহানি হল এক দম ভাইস সিটির মত এবং আপনাকে একটি ক্রিমিনাল নিয়ে খেলতে হবে। আর আপনি প্রথমে মাস্তান থাকবেন ,আঞ্জেল নিয়ে খেলতে হবে তারপর শুরু হবে অরজিনাল অ্যাকশন। আপনি জাবেন বড় বড় মিশনে যেমনঃ
মানুষ খুন,ব্যাংক ডাকাতি, ভাড়াতে খুনি,বম্ব ব্লাস্ট ও আরও অনেক কিছু এই গেমসের মধ্যে পাবেন এখন আপনি শুধু
ডাওনলোড করুন আর মজা নিন এই অসাধারন গেমস টার।
আর প্লিস বাজে কমেন্ট করবেন না।
আমি অ্যান্ড্রয়েড গেমওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
What is the pass key??