Android এর Paid Apps গুলো ডাউনলোড করুন Free-তে, ব্যবহার করুন সারা জীবন__কাজ এবার হবেই !!![1000%]

http://nimga.com/f/m5pDK.gif

টেকটিউনসে এই বিষয় নিয়ে টিউন হয়নি তা না । কিন্তু ঐ পদ্ধতিগুলো ছিল বেশ কঠিন এবং Maximum সময় কাজ হয় না (lolzz..)

তো আমি এবার একটা পদ্ধতি দিচ্ছি, দেখুন তো ভাল লাগে কি না !!

প্রথমে,

আপনার মোবাইলের Settings-এ ঢুকুন ।

এবার,

Scroll down করে Application-এ চলুন ।

তারপর,

Unknown Source-এ টিক চিহ্ন দিন ।

এবার,

এখান থেকে Astro File Manager ডাউনলোড করুন ।

এরপর,

ইন্টারনেট-এ ঢুকে m.4shared.com এ প্রবেশ করুন ।

এখন,

আপনি যেই Apps টি চান তা Search করুন ।

এখন আপনাকে,

২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর ডাউনলোড শুরু হবে ।

সবশেষে,

আমাকে একটা কমেন্ট করুন (:P)

টিউনটি করার আগে ভেবেছিলাম টেকটিউনসে আর টিউন করব না। গত পরশু রাতে (প্রায় ১ টার দিকে) একটা টিউন করলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি টিউন উধাও!!! টিউনের কোন দোষ আমি খুজে পেলাম না । হয়ত Moderator এর টিউনটি পছন্দ হয়নি। যাই হোক খুব অনুরধ করলাম টিউনটি ফিরিয়ে দিতে, উনি দিলেন না__এমনকি একটা রিপ্লাই-ও পেলাম না। টিউনারদের বোধ হয় কোন সম্মান নেই।

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনের মডাটেররা এরকমই। এতে আপনি কিছু মনে করবেন না। আপনি আপনার টিউন চালায়া যান।

Level 0

valo hoice vai, ami try kore dekhbo, tx

ভাই বিভাগটা ‘হ্যাকিং’ না দিয়ে ‘অ্যান্ড্রয়েড Apps’ দিলে ভাল হত।

মডারেটরদের কথা ভাই আর কি বলবেন, শুরুতে আমিও এরকম হয়রানির শিকার হয়েছিলাম। আপনি আপনার টিউন চালিয়ে যান। কি নিয়ে টিউনটা করেছিলেন ভাই ???

টিউন Pending করার মত এমন অবৈধ কিছু কি ছিল আপনার টিউনে ???

হতাশ হবার কোন কারন নেই! মডারেটর কাজ ভালোর জন্য করে, আমারও ২টি টিউন পেন্ডিং হয়েছিল চিন্তা করে দেখলাম আমার নিজের কারনে পোষ্ট পেন্ডিং হয়েছে, এতে যদি আমরা ধয্য হারিয়ে ফেলি তাহলে তো আর হবে না। সত্যিয় কথা আপনার টিউন গুলো অনেক সুন্দর হচ্ছে চালিয়ে যান, থামাথামির চিন্তা মাথা থেকে বাদ দিন। আর আপনাকে জানাই আগাম (ঈদ মোবারক)

চরম মামু !!!

আমি অহন Paid অ্যাপস এর আড়ত বসামু !!!

আপনার রেফারেন্স দিয়ে এই লিখাটি অন্য কোথাও পোস্ট করা যাবে?

Boro bhai tune koran ato kosto kora but kano gusai likhan na astro file manager to direct google plat store a chola jao r play store a to paid app taka chara diba na so akto gusai likban asha kori anyways free shopping card lagla call me 01836795898