টেকটিউনসে এই বিষয় নিয়ে টিউন হয়নি তা না । কিন্তু ঐ পদ্ধতিগুলো ছিল বেশ কঠিন এবং Maximum সময় কাজ হয় না (lolzz..)
তো আমি এবার একটা পদ্ধতি দিচ্ছি, দেখুন তো ভাল লাগে কি না !!
প্রথমে,
আপনার মোবাইলের Settings-এ ঢুকুন ।
এবার,
Scroll down করে Application-এ চলুন ।
তারপর,
Unknown Source-এ টিক চিহ্ন দিন ।
এবার,
এখান থেকে Astro File Manager ডাউনলোড করুন ।
এরপর,
ইন্টারনেট-এ ঢুকে m.4shared.com এ প্রবেশ করুন ।
এখন,
আপনি যেই Apps টি চান তা Search করুন ।
এখন আপনাকে,
২০ সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর ডাউনলোড শুরু হবে ।
সবশেষে,
আমাকে একটা কমেন্ট করুন (:P)
টিউনটি করার আগে ভেবেছিলাম টেকটিউনসে আর টিউন করব না। গত পরশু রাতে (প্রায় ১ টার দিকে) একটা টিউন করলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি টিউন উধাও!!! টিউনের কোন দোষ আমি খুজে পেলাম না । হয়ত Moderator এর টিউনটি পছন্দ হয়নি। যাই হোক খুব অনুরধ করলাম টিউনটি ফিরিয়ে দিতে, উনি দিলেন না__এমনকি একটা রিপ্লাই-ও পেলাম না। টিউনারদের বোধ হয় কোন সম্মান নেই।
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
টেকটিউনের মডাটেররা এরকমই। এতে আপনি কিছু মনে করবেন না। আপনি আপনার টিউন চালায়া যান।