আস্সালামুআলাইকুম। আল্লাহ তা'আলা আপনাকে কেমন রেখেছেন? আমাকে আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। এই টিউনের শিরোনামের সাথে আমার একটু ক্ষোভ আছে। আমি আশা করছিলাম যে টেকটিউনস এর মেগা টিউনাররা এর একটা সহজ ও স্থায়ী সমাধান দিবেন। কিন্তু এই সম্পর্কিত তাদের পোস্টগুলো পড়তে গেলে আমার নিজের ই মাথা ঘুরায়। যাই হোক, আপনারা যারা ফ্রি নেটের মাধ্যমে কম্পিউটারে অ্যান্ড্রয়েড এর পেইড কিংবা ফ্রী এপ্স নামাতে চান, তারা ইতোমধ্যেই এ ব্যাপারে অনেক Google করেছেন, এমনকি টেকটিউনস সাইটেও। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। .........বরং এগুলোর জন্য ব্রাউজারে এই যোগ-বিয়োগ কর, নয়তো এই সফটওয়্যার ডাউনলোড দাও, নাহলে ওই এক্সটেনশান এড কর......শেষকালে যদি তাও না হয়, তাহলে পুরা অ্যান্ড্রয়েড SDK ইন্সটল মারো............হুদাই হাংকি-পাংকি!!!
আরে ভাই, এগুলা কিচ্ছু করার দরকার নাই। বিশ্বাস হয় না? হবে কিভাবে? ট্রাই তো আর কম করেন নাই! যাই হোক, এখন এই এক ক্লিকে পুরা মাখন গিলতে গেলে আপনার রেজিস্টার্ড IDM এ কিছু এদিক-সেদিক করতে হবে।
নিচের চিত্রের মতো Internet Download Manager >> Options >> File Types >> উপরের বক্সে Capital অক্ষরে APK লিখে নিচে ওকে করুন।
পুনরায়, Options >> Save to >> New তে ক্লিক করুন।
একটি পপ-আপ উইন্ডো আসবে।
নিচের চিত্রের মতো ৩নং ধাপে আপনার পছন্দমত একটি নাম দিন।
৪নং ধাপে বক্সে ছোট হাতের apk লিখুন।
৫নং ধাপে Browse বাটনে ক্লিক করে ডাউনলোডেড এপ্স কোথায় সেভ করে রাখবেন, সেই লোকেশন দেখিয়ে দিন।
তারপর বেরিয়ে আসুন। ব্যাস, এখন এক ক্লিকে এপস ডাউনলোড হওয়ার জন্য আপনার IDM তৈরি।
এখন প্রশ্ন করতে পারেন যে কোন ওয়েবসাইট টি এক ক্লিকে এপস ডাউনলোডের সুযোগ দিবে? সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইট টি হল-
:::ভোগা৩৬০:::
এই ওয়েবসাইটটিতে ৪ ক্যাটাগরিতে দুনিয়ার সকল এপস আপলোড করা আছে।
সার্চ বক্সে আপনার কাঙ্খিত এপ্সটির নাম লিখুন আর জোরেসোরে এন্টার মারুন। ব্যাস, আপনার সামনে আলাদিনের দৈত্য হাজার হাজার এপ্স নিয়ে হাজির হয়ে যাবে। যেটি ডাউনলোড করতে মন সায় দেয়, তার পাশের ডাউনলোড বাটনে জাস্ট একটা ক্লিক করুন।
আর তারপরই দেখুন, ওঁত পেতে থাকা IDM কিভাবে তাকে জব্দ করে।
কি?......খুব খুশি!!! জিপির ফ্রী নেট দিয়ে এখন কোপাইয়া ডাউনলোড দেন আর মজা লুটুন......!!!
সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা।
ভালো থাকুন, ভালো রাখুন।
ও হ্যাঁ...... কাজের সময় কাজী, আর কাজ ফুরালে পাজী হবেন না। কমেন্ট বক্সে একবার লাব্বাইক বলে যাবেন।
আবারো ধন্যবাদ।
আমি iMaster। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
onek tnx share korar jonno