প্রথমেই বলছি এই টিউনটি কেউ আগে করলে আমি দু:খিত। অনেকে সুন্দর করে টিউন করে যা দেখে না লিখে পড়তেই মন চায় বেশি! আমি যে apps টির কথা বলছি তার নাম Exoplanet Explorer. এর সাহায্যে অফলাইন এ স্পেস ভিজিট করতে পরবেন। গ্রহগুলোর নামের পাশে আবিষ্কারের সালও দেয়া আছে। আপনি গ্রহগুলো কিভাবে চলছে সেটা দেখতে পারবেন।গতি কম-বেশি করেও দেখতে পারবেন। যে গ্রহ সম্পর্কে জানতে চান সেই গ্রহ সম্পর্কে জানতে পারবেন show the information panel ব্যবহার করে। apps টি ব্যবহার করলে বুঝতে পারবেন।
এখান থেকে apps টি install দিতে পারবেন। অথবা এখান খেকে download দিতে পারেন।
সবশেষে এটাই বলতে চায় অনেকদিন পর লিখছি, আমি ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি ফারহানুল হাসান পাপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ছাত্র শ্রেণী: দ্বাদশ (বিঞ্জান) পুলিশ লাইন্স হাই স্কুল আ্যান্ড কলেজ, বগুড়া।
Thanks