আসলে বর্তমান সময়ে এন্ডোয়েড ফোন গুলি একের পর এক জনপ্রিয় এপ্লিকিশন ডেভলপ করছে । আমি এন্ডয়েড সেট কেনার আগে ভাবতাম কি আছে এন্ডয়েড এ , তখন বুঝতাম না । যে সময় থেকে এন্ডয়েড সেট আমি ব্যাবহার করা শুরু করি তখন জানলাম আসলে এন্ডয়েড একটা চরম অপারেটিং সিস্টেম , কি নেই এতে । আপনি যে ধরনের কাজ করতে চান তাই পারেন এই অপারেটিং সিস্টেম । যাই হোক না কেন আমরা আমাদের মুল বিষয়ে চলে আসি । আসলে এন্ডয়েড সেট দিয়ে কি একটা কনসার্ট এর আয়োজন করা যায় ? আপনার খেয়াল করে দেখবেন যে একটা কনসার্টে প্রধানত চারটা ইনস্টুমেন্ট লাগে
১- সাউন্ড বক্স ,
২- একটা ভাল মানের ইলেকট্রিক গিটার,
৩ – একটা ড্রাম সেট
৪ – একটা পিয়ানো
আমি আপনাদের তিনটা ইনস্টুমেন্ট এর ব্যাবস্থা করে দেব আপনাদের শুধু সাউন্ড বক্স এর ব্যাবস্থা করতে হবে ।
প্রথমে এখান থেকে ড্রাম সেট ডাউনলোড করুন ইনস্টল দিন
এর পরে গিটার এখান থেকে নামিয়ে নিন
ও আর একটা কথা আপনাদের কনসার্টের আয়োজন করতে হলে তিনটা এন্ডয়েড ফোন লাগবে একটা সেটে গিটার বাজাবেন, আর একটা সেটে পিয়ানো আর একটা সেটে ড্রাম সেট । সেট এর হেডফোন এর জ্যাকে আপনার সাউন্ড বক্স এর পিন ঢুকিয়ে দিন আর দেখুন কেমন লাগে ।
সতর্কতা – আপনাকে আগে ভাল করে গিটার , পিয়ানো ও ড্রাম সেট বাজানো শিখতে হবে
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ha ha last line ta valo chilo..