কাল Fb তে chat করার সময় আমার frnd আমাকে বলল,"dosto play store theke pc te apps ki kore nababo.TT te dekhlam ki habizabi chrome extension niya kisu lekhse bt kaz hoy nai" তখন খুজে দেখলাম আসলেই তো এই বিসয় নিয়ে সহজ ও কার্যকরি Tune নাই। তাই আবারো মুখ উঠিয়ে চলে এলাম কিছু ফালতু tune করতে। আর কথা না বারিয়ে কাজের কথায় আসি......
যা যা লাগবেঃ
chrome browser এর extension সম্পরকে জ্ঞান......। sorry মজা করছিলাম । আগে যা জেনে এসেছেন তা কিছুই লাগবে না শুধু আমাকে follow করুন।
১. Java installed on ur pc (যদি না থাকে এহান থেকে jre software download করে নিন)
২. Real Apk leecher by Rayhan.exe এখান থেকে
যেভাবে শুরু করবেনঃ
১.প্রথমে আপনার C: drive এ গিয়ে apk_apps নামে একটা ফোল্ডার বানাবেন।
২.এখন যে leecher টা download করেছেন ওই ফাইলটাতে double click করলে ছবির মত দেখা যাবে(আপনার pc তে java সঠিক ভাবে install করা থাকলে)। (start এর পর error massage আসলে ok দিবেন)
৩.এবার search android market by বক্স এ যেকোন apps এর নাম লিখে enter চাপুন। দেখবেন কিছুক্ষন পর ওই নামের apps এর list আসবে।
৬.download করার জন্য left click করে সিলেক্ট করুন then right click করে download this app চাপুন।
৭.download complete হলে ওই যে একটা apk_apps ফোল্ডার বানিয়েছিলেন সেখানে গেলে আপনার নামানো গুপ্তধন পেয়েযাবেন।
সীমাবদ্ধতাঃ এই সফটওয়্যার টা দিয়ে আপনি শুধু Google play store এর free apps গুলো নামাতে পারবেন। paid apps গুলোর পাসে $usd দেখতে পাবেন সেগুলো download হবে না।
দেখলেন তো কত সহজে কাজ টা শেষ। এখন download করে করে google paly store কে ফতুর করে দিন।
আমার এই লেখার মাঝে ওনেক ভুল ত্রুটি আছে।তবুও সব screen shot দিয়ে বোজানোর try করেছি। সবাই এই নতুন অতিথীকে উতসাহ দিয়ে আর ভাল tune করার প্রেরনা দিবেন। যেকোন বিসয় নিয়ে comment করতে পারেন। না বুঝলে তো অবশ্যই করবেন.........!!
আপনারা ইচ্ছা করলে আমার আগের টিউন গুলো দেখতে পারেনঃ
১.খুব সহজেই বানিয়ে নিন নিজের পিসির জন্য একটি টাচ প্যাড আমার সাথে ফ্রী…!!!
২.আপনার firefox কে বানিয়ে ফেলুন password stealer..(hacker)!! কি বিশ্বাস হচ্ছে না,আসুন আমার সাথে…!!
৩.বিদ্যুৎ নাই আর cd rom এর ভিতরে জরুরী সিডি? এখন কী করবেন? আসুন দেখি এই ক্ষুদ্র টিউন…!!!
আর আমিতো আছি ই facebook এ http://facebook.com/rayhanrm
আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো হয়েছে এরকম টিউন ভবিষ্যতে আরও আসা করবো আপনার কাছ থেকে ।