এন্ড্রয়েড এর জন্য দারুন একটি অ্যাপ্লিকেশন "Easy Focus"
মেবাইল ফেনের ক্যামেরায় সাধারনত ফোকাস করার সুবিধা থাকে না। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেটে "Easy Focus" ব্যাবহার করে এই সুবিধা নেওয়া সম্ভব।
অ্যাপটিতে ইমেজ জুম ইন , জুম আউট এর পাশাপাশি ফোকাস করার জন্য আছে সার্কুলার ফোকাস , ইমেজ রেটেশন , আনডু রিসেটের মত বেশ কিছু সুবিধা ।
ছবি তোলার যে অংশ প্রয়োজন হবে , শুধু সেই অংশটুকু নির্বাচন করেও “ফোকাস ইফেক্ট” দেওয়া যাবে।
সাকুলার ফোকাস সুবিধা পেতে কাঙ্খিত স্থানে সার্কুলার লেন্সটি টেনে এনে ছেড়ে দিতে হবে ।
ফোকাস সাইজ কাষ্টমাইজ করা যাবে ফোকাস কন্ট্রোল বাটন ব্যবহার করে ।
রয়েছে রেকট্যাঙ্গল ফোকাস , সিলেকটিভ ফোকাস, ফোকাস ফ্লিপের মত সুবিধাও।
ইমেজ এনহান্সমেন্ট টুল ব্যবহার করে বাড়ানো যাবে ছবির মান।
গত বছরের শেষের দিকে অ্যাপটি বাজারে আসে ।
অ্যাপটির সাইজ মাত্র ২৬৬ কিলোবাইট অ্যাপ্লিকেশনটি বিনা মূল্যে ডাউনলোড করা যাবে।
এইখানে ক্লিক করুন ডাউনলোড এর জন্য
ভাল লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না
আমার ওয়েব সাইট ভাল লাগলে ঘুরে আসবেন সকল নতুন মুভির জন্য
আমি skdurjoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই লিখাটা কালের কন্ঠে আমি লিখেছি। আশা করি সোর্স লিঙ্ক সাথে দিয়ে দিবেন। 🙂