প্রথমেই বলে রাখি, এর জন্য একটি গ্রামীণ সিম এবং Android মোবাইল আবস্যক। এখানে আমি দুইটি ট্রিক বলব। একটি শুধু মাত্র Rooted মোবাইলের জন্য, আরেকটি Rooted/Unrooted সবার জন্য... তো শুরু করা যাকঃ
১. Rooted মোবাইলের জন্যঃ এর জন্য আপনার মোবাইল অবস্যই রুটেড হতে হবে। প্রথমে ORbot: Proxy with Tor নামক সফটওয়্যারটা ডাউনলোড করে নিন প্লেয় স্টোর অথবা এখান থেকে। এরপর একটি নতুন Access Point খুলুন নিচের মত করেঃ
Name: Orbot (চাইলে ইচ্ছে মত নাম দিন)
Apn: gpmms
Proxy, Port এ কিছু লিখবেন না। আপনাদের সুবিধার্থে Screenshot দিলামঃ
এরপর Orbot নামক সফটওয়্যারটা ইন্সটল করে ওপেন করুন। নেক্সট দিতে থাকুন, সুপারইউজার পারমিশন চায়লে Allow করুন।
এরপর Proxy All apps through Tor এ ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক দিনঃ
এরপর নেক্সট/ফিনিশ দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত নিচের স্ক্রীনটা না আসেঃ
এরপর দাগ দেয়া অপশনটাতে যানঃ
এরপর একটু নিচে স্ক্রল করুন। দেখবেন, নিচের মত তিনটি অপশন আছেঃ
এবার অপশন গুলা নিচের মত পূরণ করুনঃ
Outbound Proxy Type: HTTPS (সব বড় হাতের হলে ভাল হয়)
Outbound Proxy Host: 10.128.1.2
Outboud Proxy Port: 8080
এরপর Back বাটন দিয়ে নিচের দেখানো স্ক্রীনে ফিরে আসুনঃ
এরপর Option/Menu বাটনে প্রেস করে Start এ ক্লিক দিন। তবে সবচেয়ে ভাল হয়, যদি Start এ ক্লিক দেয়ার আগে Screen Timeout/Sleep timer বাড়িয়ে দেন। আমি ৩০ মিনিটে রেখেছিঃ
স্টার্ট বাটোনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন, অনেকটা এরকম দেখাচ্ছেঃ
কিছুক্ষণ পর নিচের মত একটা লেখা আসবেঃ
এবং মেইন স্ক্রীনটা নিচের মত সবুজ হয়ে যাবেঃ
ব্যাস, আপনার আসল কাজ শেষ। আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েহে কি না, তা জানতে নিচের দেখানো অপশনে ক্লিক দিন এবং Okay তে ক্লিক দিয়ে যেকোন ব্রাউজারের আইকনে ক্লিক দিনঃ
দেখবেন, কিছুক্ষণ লোড নেয়ার পর এরকম একটা পেইজ আসছে(অপেরা মিনি তে অন্যরকম পেইজ আসবে, তাতেও সমস্যা নেই। একটা পেইজ আসলেই হল) ঃ
অর্থাৎ আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েছে। যদি কোন পেইজ না আসে, Orbot এ ঢুকে একবার Stop এ ক্লিক দিয়ে আবার Start এ ক্লিক দিন। আশা করি হয়ে যাবে...
এরপর আপনার যেই সফটওয়্যারে ইচ্ছে সেই সফটওয়্যার দিয়ে ফ্রী নেট চালান। আমি Weather আপডেট করেছি, Skype ও ব্যবহার করেছি। প্রমাণ হিসেবে Screenshot দিলামঃ
২. Unrooted/Rooted সবার জন্যঃ
প্রথমে একটা Access Point খুলুন নিচের মত করেঃ
Name: Free (ইচ্ছা মত দিতে পারেন)
Apn: gpmms
Proxy: 10.128.1.2
Port: 8080
এরপর নিচের লিস্ট থেকে যেকোন ওয়েবসাইটে মেইন ওয়েব ব্রাউজার কিংবা এনিমেটেড পিকচার সাপোর্ট করে এমন যেকোন ওয়েব ব্রাউজার, যেমন: Dolphin browser, boat browser, UC browser দিয়ে ঢুকেনঃ
আরো অনেক ওয়েবসাইট আছে। তবে আশা করি, এতেই আপনাদের কাজ চলবে। উপরের দেয়া ওয়েবসাটগুলার যেকোন একটাতে ঢুকার পর দেখবেন, পেইজে একটা বক্স আছে। সেখানে আপনি যেই ওয়েবসাইটের নাম দিবেন, সেই ওয়েবসাইটেই আপনাকে নিয়ে যাবে ফ্রী ঃ-)
আশা করি, এরপর ফ্রী ইন্টারনেট ব্যবহারে কোন সমস্যা হবে না। তবুও যদি সমস্যা হয়, আমাকে ফেইসবুকে এড করতে পারেন। ফেইসবুকে আমিঃ http://www.facebook.com/p32929
Apology: এর আগে যদি এই পোস্ট কেও করে থাকে, আমি দুঃখিত এবং কোন বানান ভুল হলে দয়া করে জানাবেন...
আমি ফাইয়াজ বিন সালাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 159 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম ফাইয়াজ বিন সালাম। আমার বয়স ১৭ বছর। আমি চট্টগ্রামে থাকি... যদি এটা ফেইসবুক হত তাহলে আমি আমার Biographical Info টা দিতাম এভাবেঃ I am a simple looking, complex minded, compound boy. I'm happy with whatever I am and whatever I have. I'm like no one and no one...
detail plz… amar mobile root kora na.