আমাযন, iMDB Streaming এবং অসহায় এক বাংলাদেশী সফটওয়্যার প্রতিষ্ঠানের কথা

iMDB Streaming

বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অন্যধরণের মজার আর গর্বের(?) খবরঃ বাংলাদেশের একটা ছোট্ট সফটওয়্যার কম্পানির সাফল্যে আমেরিকার Amazon.com-এর ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাংলাদেশী এই প্রথিষ্ঠানটি মাস ছয়েক আগে গুগলের অ্যান্ড্রয়েড মার্কেট গুগল প্লে-তে ‘iMDb Streaming’ নামে একটা ফ্রী অ্যাপ ছাড়ে।সিনেমার প্রতি ভালোবাসা আর প্রিয় এবং পরিচিত একটা সাইটের তথ্যের উপর নির্ভর করে সিনেমাপ্রেমিক অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদেরকে গুগল প্লে-তে একটা সুন্দর অ্যাপ উপহার দেয়াই ছিল এই অ্যাপ তৈরীর পিছনের কাহিনী।

কিন্তু তারপরে যে অভাবনীয় ঘটনাটা ঘটেছে তার জন্য বোধহয় এই প্রথিষ্ঠানটি একেবারেই প্রস্তুত  ছিলনা।কিছুদিন যেতে না যেতে দেখা গেল অ্যাপটির জনপ্রিয়তা আমেরিকান মার্কেটে ক্রমেই বেড়ে চলেছে। iMDb-র নিজের অ্যাপের তুলণায় এই অ্যাপটির ফীচার এবং functionality বেশী হওয়া এবং বিভিন্ন ফর্ম ফক্টরে ভালো প্যান আউট করা অ্যাপটির আমেরিকার মত high end device-এর অধিক ব্যবহৃত এক মার্কেটে সাফল্যের মূল কারণ বলে মনে করা হচ্ছে। এক পর্যায়ে এসে অ্যাপটি দিনে ৪০০ থেকে ৫০০ পর্যন্ত ডাউনলোড পেতে শুরু করে এবং এই ট্রেন্ড জানামতে এখনো চলছে।অ্যাপটির মোট ডাউনলোড এ পর্যন্ত ৫০ হাজারের কাছাকাছি পৌছেছে যা বাংলাদেশে তৈরী যে কোনো অ্যাপের জন্য একটা বড় ব্যাপার।

এই সাফল্যের বলীই অবশ্য এখন অ্যাপটিকে হতে হচ্ছে – কারণ iMDb-র প্যারেন্ট কম্পানি Amazon ব্যাপারটাকে মোটেই মজাদার কিছু মনে করতে পারছে না।iMDb Streaming যে বাংলাদেশী কম্পানিটি (সূর্যমুখী) তৈরী করেছে, সেই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি Amazon তাদেরকে ইমেইলের মাধ্যামে অ্যাপটি সরিয়ে নেওয়ার জন্য উকিল নোটিস পাঠিয়েছে। চিঠিতে Amazon-এর উকিল শুধু যে অ্যাপে iMDb নাম ব্যবহার করাকে কপিরাইটের লঙ্ঘন মনে করছে তা নয়, তারা সবার জন্য উন্মক্ত iMDb ওয়েবসাইট থেকে অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহকেও আইনানুগ নয় বলে মনে করছে।

কিন্তু আরেক মজার ব্যাপার হলো এই ব্যাপারে iMDb-র নিজের প্যাটেন্ট-টি – যা Amazon বাংলাদেশী প্রতিষ্ঠানটিকে পাল্টা উকিল নোটিসের কারনে পাঠিয়েছে – প্রহসনতুল্য।US Patent & Trademark Office-এ দাখিলকৃত রেজিস্ট্রেশনটি – অন্যান্য বিষয়ের মধ্যে – অনলাইনে বিজ্ঞাপণের মাধ্যমে অর্থোপার্জনের জন্য অন্যের পণ্য এবং সেবাকে নথিকরণের অনুমতি পেয়েছে।

প্রতিষ্ঠানটির এই কর্মকর্তার মতে Google বা Youtube বা amazon বা iMDB – এদের সবারই অভাবনীয় সাফল্য এবং বিশাল অর্থোপার্জনের মূল চালিকাশক্তি হচ্ছে ইন্টারনেটে বিনামূল্যে পাওয়া অন্যের উপাত্তকে দক্ষতার সাথে এবং কিছুটা চতুরতার সাথে ব্যবহার করা।তাদেরই একজন - এবং Amazon-এর মত এক প্রতিষ্ঠান - যখন বাংলাদেশের এই ছোট্ট প্রতিষ্ঠানটিকে ‘বন্ধ কর এবং বিলুপ্ত হয়’ উকিল নোটিস পাঠায়, তখন একটু বাঁকা করে মুচকি হাসি হেসে বলতে ইচ্ছা করে ‘Amazon দূরে গিয়া মর’।

Level 0

আমি technocrat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

The digital revolution will not be televised


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুহ,আমাজন বললেই হল।

Amazon দূরে গিয়া মর 😀

NICE

iMDb এর নাম ব্যবহার করা উচিত হয়নি । আমি যদি এখন গুগলের নামে বা মাইক্রসফট এর নামে কোনো ভাল কোনো soft বানাই, তারা অব্জেকশন করতেই পারে । এটা সফটওয়্যার কম্পানির একটি চরম ভুল । ব্যপারটি আমারো ভাল লাগে না । ইউনিক নাম থাকা ব্যবসার অন্যতম দিক ।

দুনিয়ায় আর কোনো নাম নাই ?

    ডেভেলপার এপ এর কি নাম দেবেন সেটা সম্পূর্ণ তার নিজের ব্যপার।এতে অন্যের কি যায় আসে? 😎

এ্যাপের লিংক দেন।

Level 0

আপনি কি সূর্য রাজ্যের কেউ???

Level 0

আমাজনকে আমার ইন্টারনেটের সাথে পরিচয়ের শুরু থেকেই দেখতে পারিনা।

Amazon-এর মত এক প্রতিষ্ঠান – যখন বাংলাদেশের এই ছোট্ট প্রতিষ্ঠানটিকে ‘বন্ধ কর এবং বিলুপ্ত হয়’ উকিল নোটিস পাঠায়, তখন একটু বাঁকা করে মুচকি হাসি হেসে বলতে ইচ্ছা করে ‘Amazon দূরে গিয়া মর’।

nice