আজকের দিনে বোধ হয় একটাই মন্ত্র,স্মার্ট হতে হয়। তবে এ স্মার্ট ঝিংচ্যাক জামাকাপড়,জুতো পরে কেতাবাজি করা নয়। এখানে টেকনোলজির দিক দিয়ে স্মার্ট হওয়ার কথা বলা হচ্ছে। মানে হাতে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন না থাকলে যেন কিছুই নেই মনে হয়। স্মার্ট ফোন হাতে নিয়ে শুধু যে স্টাইল মারা যায় তা কিন্তু নয়। বেজায় কাজের এই ধরনের ফোনগুলোতে রয়েছে গুগল মার্কেট যা থেকে নামিয়ে ফেলা যেতে পারে বেশ কয়েকটি কাজের অ্যাপ্লিকেশন। একটু খোঁজ নিলে দেখা যাবে দৈনন্দিন জীবনে বেশ কাজের এই অ্যাপ্লিকেশন বা অ্যাপসগুলো।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক মোবাইল হেলথ কোম্পানি ফার্মাসিকিউওর লঞ্চ করেছে একটি ফ্রি অ্যাপ্লিকেশন যার সাহায্যে গ্রাহক ঔষধের দোকান থেকে ঔষধ কেনার সময় মোবাইল হেলথ প্লাটফর্ম pcConnectTM-এ গিয়ে জেনে নিতে পারবে ঔষধগুলো আসল কিনা! জাল কিংবা মেয়াদ উত্তীর্ণ ঔষধ কিনে বড় ধরণের সমস্যায় পড়েছেন এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। তাই আপনার ফোনে যদি এই ধরণের অ্যাপস থাকে তাহলে সহজেই আপনি জেনে যেতে পারবেন ওই নির্দিষ্ট ঔষধটির বৈধতা।
download link koy?