আজকাল অনেকেই অ্যান্ড্রয়েড সমর্থিত মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। কম্পিউটারের যেমন এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি দরকার তেমনি মোবাইলেরও দরকার রয়েছে ভালো একটি এন্টি-ভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি। কারন আপনার ডিভা্ইসটি ভাইরাস আক্রমণের শিকার হতে পারে যে কোন সময়। ইন্টারনেট সার্ফ করতে গিয়ে, অজানা অ্যাপ ইন্সটল করতে গিয়ে এমনটি অহরহ হয়ে থাকে।
এ থেকে রক্ষার জন্যে আপনি ব্যবহার করতে পারেন অত্যাধুনিক শক্তিশালী Kaspersky Mobile Security এতে রয়েছে:
Features-
- Protecting phone against theft or loss
- Defending against web-based threats
- Protecting phone against malware
- Filter unwanted calls and texts
- Privacy protection
অনেকের মতে ক্যাসপারস্কি হল সবচেয়ে শক্তিশালী একটি এন্টিভাইরাস। যা সব কিছুই সনাক্ত করতে পারে। তাহলে যাদের আর দেরি না করে ফ্রি ডাউনলোড করে ফেলুন ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ফুল ভার্সন।
ফ্রি ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ডাউনলোড - Download Free Kaspersky Mobile Security
ডাউনলোডের পর .apk ফাইলটি আপনার মোবাইলে ইন্সটল(পিসি সুট সফটওয়্যার বা মোবাইলের সাথে দেয়া অন্য সফটওয়্যারের সাহায্যে) করে ফেলুন ফুল ভার্সন। এজন্য অবশ্যই মোবাইলের Application Settings এ "Unknown Sources" অপশনে টিক চিহ্ন দিতে হবে। নতুবা পিসি থেকে .apk ফাইলটি ইন্সটল করতে পারবেন না।
System Requirements
Supported Platforms:
Android Minimum System Requirements:
* Android 2.2 – 4.2
* Minimum screen resolution: 320 x 480
Total Size: 4.27 MB
যাদের ক্যাসপারস্কি ২০১৩ প্রয়োজন তারা নিচের লিংক অনুসরন করুন-
ফ্রি ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ডাউনলোড
আর যাদের ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি প্রয়োজন তারা নিচের লিংক অনুসরন করুন-
ফ্রি ক্যাসপারস্কি ট্যাবলেট সিকিউরিটি ডাউনলোড
নিচের সাইট থেকেও নিয়মিত একটিভেশন পাবেন, যদিও সাইটটি ক্যাসপারস্কি এন্টিভাইরাস ব্লক করে রেখেছে(ফ্রি একটিভেশন সরবরাহ করার কারনে), অন্য এন্টিভাইরাস এই সাইটকে নিরাপদ হিসাবেই দেখছে-
সাইটটিকে ক্যাসপারস্কি সেটিং থেকে whitelist করে নিন যদি ঢুকতে না পারেন, অথবা কিছুক্ষণের জন্য ক্যাসপারস্কি ডিজেবল করে সাইটে ঢুকুন।
সূত্র: ফ্রি ক্যাসপারস্কি মোবাইল সিকিউরিটি ডাউনলোড - Download Free Kaspersky Mobile Security
আমি সাখাওয়াত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student, Web Developer, WordPress Expert
Thanks