আস-সালামু আলাইকুম সবাই কে Dragon ball Z কার্টুন দেখে নাই এমন মানুষ খুব কম ই পাওয়া যাবে । Action ধর্মী animation series টা এক কথায় অসাধারন । তবে android এ dragon ball z এর offficial কোন গেম না থাকলেও Dragon ball Z এর অসাধারণ একটা Gameboy ভার্সন আছে।Gameboy Advance console এ বা PC তে Emulaor দিয়ে অনেকেই হয়ত খেলে থাকবেন তবে Android এ কিভাবে খেলতে পারবেন তা নিয়েই এই Tune । First এ এই লিঙ্ক হতে .zip archive টি ডাউনলোড করে Phone এর Memory Card এ extract করেন । তারপর Gameboid.apk ইনস্টল করে ওপেন করেন ।Bios file select করতে .zip ফাইল টা যেখানে extract করেছেন সেখান থেকে gba_bios.zip সিলেক্ট করেন। অবশেষে Dragon Ball Z-Supersonic Warriors.zip(Extract করা লাগবে না) ফাইল টা সিলেক্ট করে খেলা start করেন । Screenshot:
তাছাড়া Gameboy এর সব গেমই Gameboid.apk দিয়ে খেলা যাবে । Android এ বেশির ভাগ প্লাটফর্ম এর গেম ই Emulator দিয়ে খেলা যায় । তবে আমার মতে gameboy advance এর টাই সবচেয়ে ভালো । কারণ গেম গুলাতো ভালোই আর যেকোনো Phone এ কোন প্রকার lag ছাড়া ই চলে ।এছাড়াও Gameboy এর অন্যান্য গেম এখান থেকে ডাউনলোড করতে পারবেন । কারো ও কোন problem হলে comment করেন ।
আমি Raisul Kibria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Dekhe to valoi mone hochche………..asha kori khelte o valo hobe…..thanks for the post……
http://financepostbd.blogspot.com/