ফেসবুকের বাঁধা ভেঙ্গে দিয়ে আমরা বাংলাদেশে ফেসবুক হোম ব্যবহার করবো। শুধু বাংলাদেশে করবো তাই না যে কোনো এন্ড্রয়েড ডিভাইসে ফেসবুক হোম ব্যবহার করবো। বাঙ্গালীদের কেউ কখনো রুখতে পারে নাই। আর ফেসবুক রুখবে কিভাবে? আমরা হলাম বাঁধ ভাঙ্গা বাঙ্গালী। আসুন কিভাবে করবো তাই দেখি। প্রথমে এই দুইটা ফাইল ডাউনলোড করে নিন। ১- ফাইল এক (রার) ২- ম্যাসেঞ্জার ফাইল আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার, ফেসবুক হোম রিমোভ করে নিন। ( যদি ইন্সটল করা থাকে ) এখন রার ফাইলটা আনরার করুন। সিরিয়াল মত এখন ইন্সটল করুন ১- com.facebook.katana ( এটা ফেসবুক অ্যাপ ) ২- com.facebook.home ( এটা ফেসবুক হোম অ্যাপ ) 3- com.facebook.orca ( এটা ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ ) এখন আপনার মোবাইলের মেনু তে ঢুকে ফেসবুক হোম ওপেন করুন। ১০ সেকেন্ড অপেক্ষার পর দেখবেন ফেসবুক অ্যাপ ওপেন হয়েছে এবং লগিন এর জন্য আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন হওয়ার পর লোড হওয়ার জন্য সময় দিন। লোড হওয়ার পর দেখবেন আপনাকে দেখাচ্ছে যে আর এক ধাপ আছে ফেসবুক হোম ইন্সটলের জন্য। নিচে ফিনিস সেটাপ লিখা আছে ওইটাতে ক্লিক করুন। ব্যস আপনার মোবাইলে ফেসবুক হোম চলছে। আশা করি আপনারা সবাই করতে পেরেছেন। হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন
যদি হাতে সময় থাকে তাহলে আমাদের এন্ড্রয়েড ফোরামে একটু ঘুরে আসবেন। 1st Bangladeshi android forum ফেসবুকে আমি যদি এসব বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে এই পেজ এ করতে পারেন। Barno24 আমাদের কয়েকজনের মিলিত চেষ্টায় তৈরী বাংলাদেশী পোর্টাল। www.Barno24.com
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, ভাই জান ।