ফেসবুকের বাঁধা ভেঙ্গে দিয়ে আমরা বাংলাদেশে ফেসবুক হোম ব্যবহার করবো। তাও আবার যে কোন এন্ড্রয়েড মোবাইলে। বাঁধ ভাঙ্গা পোষ্ট। পড়ে দেখুন

ফেসবুকের বাঁধা ভেঙ্গে দিয়ে আমরা বাংলাদেশে ফেসবুক হোম ব্যবহার করবো। শুধু বাংলাদেশে করবো তাই না যে কোনো এন্ড্রয়েড ডিভাইসে ফেসবুক হোম ব্যবহার করবো।
বাঙ্গালীদের কেউ কখনো রুখতে পারে নাই। আর ফেসবুক রুখবে কিভাবে? আমরা হলাম বাঁধ ভাঙ্গা বাঙ্গালী।
 আসুন কিভাবে করবো তাই দেখি।
প্রথমে এই দুইটা ফাইল ডাউনলোড করে নিন।
১- ফাইল এক (রার)
২- ম্যাসেঞ্জার ফাইল
আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ, ফেসবুক ম্যাসেঞ্জার, ফেসবুক হোম রিমোভ করে নিন। ( যদি ইন্সটল করা থাকে )
এখন রার ফাইলটা আনরার করুন।
সিরিয়াল মত এখন ইন্সটল করুন
১- com.facebook.katana ( এটা ফেসবুক অ্যাপ )
২- com.facebook.home ( এটা ফেসবুক হোম অ্যাপ )
3- com.facebook.orca ( এটা ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ )
এখন আপনার মোবাইলের মেনু তে ঢুকে ফেসবুক হোম ওপেন করুন। ১০ সেকেন্ড অপেক্ষার পর দেখবেন ফেসবুক অ্যাপ ওপেন হয়েছে এবং লগিন এর জন্য আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। লগিন হওয়ার পর লোড হওয়ার জন্য সময় দিন। লোড হওয়ার পর দেখবেন আপনাকে দেখাচ্ছে যে আর এক ধাপ আছে ফেসবুক হোম ইন্সটলের জন্য। নিচে ফিনিস সেটাপ লিখা আছে ওইটাতে ক্লিক করুন।
ব্যস আপনার মোবাইলে ফেসবুক হোম চলছে।
আশা করি আপনারা সবাই করতে পেরেছেন।
হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন
আমার ফেসবুক হোম এর স্ক্রিনশট
যদি হাতে সময় থাকে তাহলে আমাদের এন্ড্রয়েড ফোরামে একটু ঘুরে আসবেন। 1st Bangladeshi android forum
ফেসবুকে আমি
যদি এসব বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে এই পেজ এ করতে পারেন। Barno24
আমাদের কয়েকজনের মিলিত চেষ্টায় তৈরী বাংলাদেশী পোর্টাল। www.Barno24.com

Level 0

আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ, ভাই জান ।

আহারে,মাত্র কয়েক দিন আগেই মটো-এন্ড্রয়েডটা নষ্ট করে ফেলছি। ট্রাই করার সুযোগ নাই।তবে দেখে ভালো লাগ্লো।

Level 0

ভাইয়া, আমার Symphony W10 এ Facebook Home app টা ইন্সটল করতে গেলে বলে যে, There is a problem parching the package. তাহলে কি ভাইয়া হবেনা???

Facebook Home apk ফাইলে সমস্য আছে। Parching error দেখায়। দয়াকরে নতুন apk আপলোড করুন। ধন্যবাদ।

Parching error দেখায়। Amar Samsung Galaxy Ace. রুট করা আছে।

Level 0

vai, amar walton primo 2.3.6 te com.facebook.hom install hosce na?

খুব সুন্দর একটি পোস্ট!!! এর অপেক্ষাতেই ছিলাম!!! অনেক ধন্যবাদ আপনাকে! আগামীতে আরও ভালো ভালো পোস্ট পাবো আশা করছি!!!
http://mojargonit.blogspot.com/

Level 2

Parching error দেখায়

যারা এই উপায়ে বিফল হয়েছেন তাদের বলছি , অতি শীগ্রই ফেসবুক হোম যে কোন ডিভাইসে ইন্সটল করার ২/৩ টি উপায় নিয়ে পোস্ট করব । পরীক্ষার জন্য টিউন করতে দেরি হতে পারে । ধন্যবাদ ।

Level 0

Using facebookhome app on my symphony w80, great.

Vhi amar play store kaj korche na, connection timed out dekhai. Ami clear data korechi kaj hoini. ics chalai 4.0.2. Help me plz….