জানি আপনারা সবাই ভালোই আছেন। আমি অনেক ঝামেলায় আছি। যদি পারেন তাহলে একটু দোয়া করবেন আমার জন্য। এখন কাজের কথা শুনুন।
বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিলাম ফেসবুক হোম টা আমার সিম্ফোনি w90 তে ব্যবহার করার জন্য। গত ১২ এপ্রিল এটা অবমুক্ত হয়েছে। আমি প্লে স্টোরে অনেক খুজেও পেলাম না। পরে পিসি দিয়ে সার্চ দিয়ে পেলাম। কিন্তু কষ্টের কথা হলো আমার মোবাইলে সাপোর্ট করে না। তারপর অনেক খুজে অন্য একটা লিঙ্ক পেলাম। মনে অনেক আশা নিয়ে ডাউনলোড করে ইন্সটল করলাম। ইন্সটল হউয়ার পর ফেসবুক এর ডিফল্ট অ্যাপ টা আপডেট চাইলো। দিলাম আপডেট। তারপরেই বুঝলাম যে আমার মরা রাশি। ফেসবুক হোম নামের শয়তান টা আমাকে বলে যে আমার ডিভাইস সাপোর্ট করে না। যদি কখনো করে তাহলে আমাকে মেইল করে জানাবে। মনটাকে সান্তনা দিলাম যে যাই হোক কমদামি একটা মোবাইল চালাই তাই হয়তো চলে না। আজকে একটা স্যামসাং s3 এবং s2 তে ট্রাই করেও হলো না। পরে বুঝলাম যে মরা রাশি শুধু আমার না। ফেসবুক শুধু US ছাড়া সব দেশের মানুষের মরা রাশি করে দিয়েছে।
যাই হোক কেউ আমার মত কষ্ট পাবেন না। আমি এক্সটারনাল লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা ডাউনলোড করে দেখুন। যদি ভুল করে কারো রাশি যদি হাতি রাশি হয়ে যায়। যদি এমন কোন পুন্যবান মানুষের টা হয়ে যায় তাহলে কষ্ট করে জানাবেন।
চাইলে আমার এই ফেসবুক পেজ এ জয়েন করতে পারেন
আমি কার্জন জাহাঙ্গীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Get Facebook Home on your own Android in 3 steps. Add the Messenger and Facebook apps for the full experience. Facebook Home for Android is available for download from the Google Play Store on certain devices, including the HTC One X, HTC One X+, Samsung Galaxy S III and Samsung Galaxy Note II.