ওয়াইফাই দিয়ে আপনার এ্যান্ড্রোয়েড ফোন এ দ্রুত ফাইল ট্রান্সফার, কল বা চ্যাট সবই করুন ফ্রীতে…!!!

সবাইকে সালাম জানিয়ে অনেকদিন পর আরেকটি টিউন করতে বসলাম। আশা করি ভাল লাগবে।

আজ আমি আপনাদেরকে একটি এ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে দুই বা ততোধিক

এন্ড্রোয়েড ফোনের মধ্যে ওয়াইফাই এর মাধ্যমে ফোন-ফোন দ্রুতগতিতে ফাইল ট্রান্সফার, ফ্রি কল,

চ্যাট ইত্যাদি খুব সহজেই করা যায়। একটু বুঝতে পারলেই হবে...

প্রথমে এই সফটয়্যারটি নামিয়ে যেসব ফোনের মধ্যে ট্রান্সফার করবেন, বা চ্যাট/কল করবেন সেগুলোতে ইন্সটল দিন।

Play Store:
https://play.google.com/store/apps/details?id=com.remaller.android.wifitalkie&feature=search_result

Full (মাফ করবেন, কিছু করার নাই...বিডিতে বেশিরভাগ ইউজারদের ক্রেডিটকার্ড নাই):
http://www.4shared.com/rar/r9MY_f9k/Wi-fi_Talkie_apk_.htm

এবার যেকোন একটা ফোনকে ওয়াইফাই হটস্পট বানিয়ে ওই নেটয়ার্কে সবাই ওয়াইফাই দিয়ে কানেক্ট হন। এরপর সবাই এ্যাপটি ওপেন করুন। এবার যার যার স্ক্রিনে available ডিভাইসগুলো দেখা যাবে। এবার আপনার দরকার অনুযায়ী ডিভাইসের উপর প্রেস করে Call/Send File/Chat করতে পারবেন। বাকীটা আপনারা বুঝে নিন...! এভাবে আপনারা কল, চ্যাট, ফাইল সেন্ড সবই করতে পারবেন। (**একই বিল্ডিং এ গার্লফ্রেন্ড থাকলে তো কথাই নাই...!! ফ্রি কল 😛 **)
স্ক্রিনশট দিতে না পারায় দুঃখিত...
বিঃদ্রঃ
১. ফোনে কোন ইন্টারনেট থাকার দরকার নাই।
২. কল, চ্যাট, ফাইল সেন্ড করতে কোন পয়সা লাগবেনা।
৩. এই এ্যাপটি শুধু আপনার ওয়াইফাই ইউজ করবে (সবই ওয়াইফাই এর মাধ্যমে হবে)।

ধন্যবাদ...! 🙂

Level 0

আমি ওয়াহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াইফাই রাউটার দিয়ে একই নেটয়ার্ক এ কানেক্ট হলেও চলবে… 🙂

Level 0

vai wifi zone thaka lagbe?

    @amisawon9: না ভাই ওয়াইফাই জোন থাকা লাগবে না, জাস্ট যেকোন একটি মোবাইল কে হটস্পট বানিয়ে অন্যান্য ফোনকে ওই নেটওয়ার্কে কানেক্ট হতে হবে… 🙂

Level 0

ভাই দারুন

Level 0

joss to..

আগে তো টেস্ট কইরা দেখি।

আচ্ছা Wi-Fi-এর দূরত্ব সীমা কতো?

Level 0

vaiya wi-fi hotspot banabo kivabe

    @mrahaman: go to -> Settings -> Wireless & Network -> More Settings -> Tethering & Mobile Hotspot -> Enable

    apni iccsa korle ekhan theke apnar network name change & password dite parben.

SHOBAI PROSNO KORLO . KEO KORE DAKHLO NA?

Level 0

এটা কি সুধু এ্যান্ড্রোয়েড – এ্যান্ড্রোয়েড ফোনের জন্ন্য? নাকি অন্ন্য ফোনেও কাজ করবে। ধরুন এ্যান্ড্রোয়েড – সিম্বিয়ান ফোনে কি কাজ করবে?

computer এর সাথে কিভাবে file শেয়ার করব?

joss hoise vai….