এবার ফ্রি VOIP কল করুন আপনার অ্যান্ড্রএড ফোন দিয়ে বিশ্বের যেকোনো দেশে।

ফ্রি কল নিয়ে টেকটিউনসে অনেক টিউন হয়েছে। কিন্তু সবগুলো কাজের না। আবার কিছু কিছু অ্যাপ আছে যেগুলাতে দুইজনেরই আইডি থাকতে হয়। মোবাইল ফোনে কল করতে হলে ক্রেডিট কিনতে হয়। যেমন ঃ Nimbuzz, Fring, Skype ইত্যাদি।

VOIP কল কি? আশাকরি সবাই জানেন। বেশি ভেঙ্ঘে বলতে পারবো না। জারা জানেন না শুধু তাদেরকে বলছি মোবাইল থেকে মোবাইল এ ইন্টারনেট এর মাধ্যমে কল করার পদ্ধতি কে সাধারনত VOIP কল বলে।

আমি আজকে আপনাদের সাথে অ্যান্ড্রএড ফোন এর একটি অ্যাপ শেয়ার করবো, যা দিয়ে আপনি বিশ্বের যেকোনো দেশে ফ্রি VOIP কল করতে পারবেন। অপর প্রান্তের লোকের কোন প্রকার আইডি বা ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন নেই। আপনি যখন কল দিবেন, অপর প্রান্তের লোকটার কাছে সাধারন মোবাইল টু মোবাইল এর মত একটা কল যাবে এবং রিসিভ করলে কথা বলতে পারবেন।

আপটি ডাউনলোড করুন এখান থেকে।

অ্যাপ টা ইন্সটল করার পর ওপেন করুন। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করুন। একাউন্ট একটিভ হলে আপনি ১ ডলার পাবেন।

এখন Account টেব এ ক্লিক করুন। সেখান থেকে Invite friends & Earn credit এ ক্লিক করে আপনার বন্ধুদের ইনভাইট করুন আর ক্রেডিট আয় করুন।

এবার Keypad টেব এ আপনার নাম্বারটি তুলুন। Comfi call এ ক্লিক করুন। এখন আপনার মোবাইলে একটি কল আশবে। কলটি রিসিভ করে কিচ্ছুক্ষণ ওপেক্ষা করুন। তারপর আপনার কানক্ষিত নাম্বারটিতে কথা বলতে পারবেন।

আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

মোবাইল দিয়ে টিউন করা। তাই টিউনটি মার্জিত হল না। এর জন্য খুবই দুঃখিত। আশাকরি ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিঃ দ্রঃ এফ এল স্টুডিও নিয়ে একটা চেইন টিউন করবো ভাবছি। আপনাদের সাড়া পেলে প্রেরনা পাব। দুইদিন আগে আমার মিক্স করা দুইটা গান রিলিজ দিলাম। আপনারা অবশ্যই শুনে দেখেবেন।

1. Arefin Rumi - Sohena Jatona (Remix) - DJ ANIK [www.djpagol.blogspot.com]

2. 100% Love (Cinta Ta Ta Mix Re-Edit) - DJ ANIK [www.djpagol.blogspot.com]

ফেসবুকে আমি......

Level 0

আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনার টিউনের জন্য। আরও একটু বিস্তারিত লিখলে আরও ভাল হত।

ভাই এটা কি দিলেন এটা তো ফ্রি না এটাই তো ক্রেডিট কিনতে হবে। এর থেকে তো স্কাইপ ভাল। এই রকম ফালতু টিউন কে করেন।

ভাল লেগেছে। তবে এটি ফ্রী না।

@একরামুল হক মোহাম্মদ: ১ ডলার ফ্রি পাবেন। তারপর আপনার বন্ধুদের ইনভাইট করে ১১ ডলার ফ্রি পাবেন। তাহলে ফ্রি কিভাবে হল না?

@Reaz Ul Islam: কে বলেছে ফ্রি না? আপনি প্রথমে ১ ডলার ফ্রি পাবেন। তারপর বন্ধুদের ইনভাইট করে আরো ডলার ইনকাম করতে পারবেন। আর এই ডলার গুলো দিয়ে আপনি কথা বলতে পারবেন। তাহলে এটা কি ফ্রি না? ভাই একটু ভেবে চিন্তে টিউন কে ফালতু বলবেন।

    @অনিক সরকার: এ বিষয়ে বিস্তারিত লেখলেন না কেন্? এখন পিসি থেকে এটার ব্যাপারে বিস্তারিত টিউন আশা করছি কি ভাবে কল করতে হয় কি ভাবে বন্দু দের ইনভাইট করতে হয়। আপনার টিউন পড়ে যদি কেউ সেটা কাজে না লাগাতে পারে তবে সেই টিউন ও টিউনার এর সার্থকতা কোথায় তাই এ বিষয়ে বিস্তারিত টিউন আশা করছি। ও যখন কোন টিউন করবেন তখন অবশ্যই বিস্তারিত (সুবিধ+অসুবিধা) লিখবেন, পারলে স্কিন শট দিবেন। আমার পূর্বের মন্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে এই আপস টা ব্যবহার বিধি জানিয়ে পুনরায় টিউন অথবা কমেন্ট আশ করছি যাতে আমরা আ্যাপটা কাজে লাগাতে পারি।

এ বিষয়ে বিস্তারিত লেখলেন না কেন্? এখন পিসি থেকে এটার ব্যাপারে বিস্তারিত টিউন আশা করছি কি ভাবে কল করতে হয় কি ভাবে বন্দু দের ইনভাইট করতে হয়। আপনার টিউন পড়ে যদি কেউ সেটা কাজে না লাগাতে পারে তবে সেই টিউন ও টিউনার এর সার্থকতা কোথায় তাই এ বিষয়ে বিস্তারিত টিউন আশা করছি। ও যখন কোন টিউন করবেন তখন অবশ্যই বিস্তারিত (সুবিধ+অসুবিধা) লিখবেন, পারলে স্কিন শট দিবেন। আমার পূর্বের মন্তব্যের জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে এই আপস টা ব্যবহার বিধি জানিয়ে পুনরায় টিউন অথবা কমেন্ট আশ করছি যাতে আমরা আ্যাপটা কাজে লাগাতে পারি।

দেখি ডাউনলোড করে।

অ্যান্ড্রএড নাই সিম্বিয়ান s60 আছে ।

vai koto jon friend k invite korla 1$ pawa jaba ???????????

11 dollar tokhon pawa jabe, jokhon sei friend tar account e dollar recharge korbe. tai amar bonus pawar kono somvabona nai… karon amr kono frnd dollar recharge korbe na!!

Level 0

Darun kaje lagse vayya…………….. ami 1$ paye gesi………..Thank you…………

1doller payesi amr mobile number diye active koresi and katha o bolesi.invite koresi,setato amr mobile theke sms jay mone hoy invite kore balance barano jabena.kivabe balance barano jabe?kindly bolle amader upokar hot

Level 5

ababe kotojonke invite diye dollar kamabo..faltu tune….

অনিক ভাই হাজার বছর ধরে…………………….. আমি পথ চেয়ে আছি……………… একদিন কেউ না কেউ আসবে এফএল স্টুডিও এর ফুল চেইন টিউন নিয়ে। কিন্তু কেউ আসেনি। আজ আবার আপনি সেই পুরোনো চাওয়াটাকে তীব্র করে দিলেন। সত্যি ভাই করবেন একটি চেইন টিউন এফএল স্টুডিও নিয়ে। যদিও শুরু করেননি তবু আশা আপনি অন্তত্য একজন এগিয়ে আসবেন আমার মত অভাগাদের পথ দেখাতে। কিছু অনুরোধ অবশ্যই এফএল স্টুডিও এর লেটেস্ট ভার্সন নিয়ে টিউন করবেন। আর পারলে ভিডিও টিউটোরিয়াল করবেন। অপেক্ষায় রইলাম রে ভাই।

Er theke voxox bhalo.Ami reg er shomoy 1 dollar paisilam..Kintu call korle shei 1 dollar kaate na.Mane fully free choltase…:D