ফ্রি কল নিয়ে টেকটিউনসে অনেক টিউন হয়েছে। কিন্তু সবগুলো কাজের না। আবার কিছু কিছু অ্যাপ আছে যেগুলাতে দুইজনেরই আইডি থাকতে হয়। মোবাইল ফোনে কল করতে হলে ক্রেডিট কিনতে হয়। যেমন ঃ Nimbuzz, Fring, Skype ইত্যাদি।
VOIP কল কি? আশাকরি সবাই জানেন। বেশি ভেঙ্ঘে বলতে পারবো না। জারা জানেন না শুধু তাদেরকে বলছি মোবাইল থেকে মোবাইল এ ইন্টারনেট এর মাধ্যমে কল করার পদ্ধতি কে সাধারনত VOIP কল বলে।
আমি আজকে আপনাদের সাথে অ্যান্ড্রএড ফোন এর একটি অ্যাপ শেয়ার করবো, যা দিয়ে আপনি বিশ্বের যেকোনো দেশে ফ্রি VOIP কল করতে পারবেন। অপর প্রান্তের লোকের কোন প্রকার আইডি বা ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন নেই। আপনি যখন কল দিবেন, অপর প্রান্তের লোকটার কাছে সাধারন মোবাইল টু মোবাইল এর মত একটা কল যাবে এবং রিসিভ করলে কথা বলতে পারবেন।
অ্যাপ টা ইন্সটল করার পর ওপেন করুন। তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট করুন। একাউন্ট একটিভ হলে আপনি ১ ডলার পাবেন।
এখন Account টেব এ ক্লিক করুন। সেখান থেকে Invite friends & Earn credit এ ক্লিক করে আপনার বন্ধুদের ইনভাইট করুন আর ক্রেডিট আয় করুন।
এবার Keypad টেব এ আপনার নাম্বারটি তুলুন। Comfi call এ ক্লিক করুন। এখন আপনার মোবাইলে একটি কল আশবে। কলটি রিসিভ করে কিচ্ছুক্ষণ ওপেক্ষা করুন। তারপর আপনার কানক্ষিত নাম্বারটিতে কথা বলতে পারবেন।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
মোবাইল দিয়ে টিউন করা। তাই টিউনটি মার্জিত হল না। এর জন্য খুবই দুঃখিত। আশাকরি ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিঃ দ্রঃ এফ এল স্টুডিও নিয়ে একটা চেইন টিউন করবো ভাবছি। আপনাদের সাড়া পেলে প্রেরনা পাব। দুইদিন আগে আমার মিক্স করা দুইটা গান রিলিজ দিলাম। আপনারা অবশ্যই শুনে দেখেবেন।
1. Arefin Rumi - Sohena Jatona (Remix) - DJ ANIK [www.djpagol.blogspot.com]
2. 100% Love (Cinta Ta Ta Mix Re-Edit) - DJ ANIK [www.djpagol.blogspot.com]
আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.
ধন্যবাদ আপনার টিউনের জন্য। আরও একটু বিস্তারিত লিখলে আরও ভাল হত।