প্রয়োজনীয় কিছু বিজনেস সফটওয়্যার (অ্যান্ড্রয়েডের জন্য)

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আর কোন গেমস নয়, অ্যান্ড্রয়েডের জন্য  প্রয়োজনীয় কিছু পেইড বিজনেস সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব।আশা করি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১.অফিস ফাইল রিডারঃ  মাইক্রোসফট অফিস ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও পিডিএফ ফাইল রিড করার জন্য গুগল প্লেতে অনেক অ্যাপস রয়েছে।আমি মোটামুটি সব গুলোই ইন্সটল করে দেখিছি। তার মাঝে ডকুমেন্টস টু গো, অফিস সুইট প্র এবং কুইক অফিস প্র এই তিনটি অ্যাপস আমার কাছে সব চাইতে ভাল লেগেছে।  এই আপসগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে যেকোনো কোন ডক ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) রিড, এডিট এমনকি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন।আর পিডিফ ফাইল শুধু ভিউ করতে পারবেন।

1. Office Suite Pro (PDF & HD): Version (7.0.1186)

                                               Download

 

2. Quickoffice Pro (Office & PDF): Version 5.7.327

Download 

পিডিএফ রিডারঃ পিডিএফ ফাইল রিড করার করার জন্য আমার দেখা সব চাইতে ভাল অ্যাপস দুটি হচ্ছে ই-যেড পিডিএফ রিডার ও রেপ্লিগো পিডিএফ রিডার। তাই এই দুটি অ্যাপস  শেয়ার করলাম।

 3. ezPDF Reader Multimedia PDF : Version 2.1.0.1 

                                                       Download

4. RepliGo PDF Reader : Version 4.2.4

Download 

 

5. CamScanner-Phone PDF Creator (FULL) :  Version 1.70.20121225 : আপনারা অনেকই কেমস্কানার অ্যাপটি ব্যাবহার করেন। আর যারা ব্যাবহার করেননি, তাদেরকে বলছি এই অ্যাপটির মাধ্যমে আপনি যে কোন ডকুমেন্ট এর ছবি তুলে স্কেন করতে পারবেন, এমনকি ক্রপিং,ব্রাইটনেস অ্যাডজাস্টমেনট সহ ছবি তুলে তাতখনাত স্কেন করতে পারবেন। খোঁজা খুজির পর ফুল ভার্সনটি পেয়েছিলাম তাই শেয়ার করলাম।

                                                                              Download

6. Call Reminder Notes Full : Version 4.1.3 : গুরুত্বপূর্ণ কোন কল করার কথা যেন সময়মত ভুলে না যান তাই আগে থেকেই নোট সহ রিমাইনডার দিয়ে রাখুন।আর প্রয়োজনের সময় অ্যাপটিই আপনাকে মনে করিয়ে দিবে কল করার কথা। ব্যাবহার করে দেখুন ভাল লাগবে আশা করি।

                                                                 Download

                                                                                                                                                                                                                                                         আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

aj onk khn dhore quick office ta khujsilam,….onk thanx. dekhi kaj kore kina

    কাজ না করার কোন কারন দেখি না। আপনার অ্যান্ড্রয়েড os 2.1& Above হলেই চলবে ইনশাল্লাহ। ধন্যবাদ।

amar device hosse samsung galaxy tab 2, kintu root kora na. thanx again

KAJ HOISE. VERY VERY THANX

    You are most welcome n glad to know that it’s working.Just found the most latest version. If u wish you can download it again.I have updated the download link.Thanks…

Level 0

josss hoice vai . android set nai .tar por o mone mone calaia nilam

    ধন্যবাদ জুয়েল ভাই।আশাকরি খুব শিগ্রই অ্যান্ড্রয়েড সেট কিনবেন।

হেল্প প্লিজ
এনড্রয়েড সেটের জন্য বাংলা-ইংরেজি/ইংরেজি-বাংলা ডিকশনারি দরকার। ভাই কেউ পারলে লিংক দিয়ে হেল্প করেন।

ইংলিশ টু বাংলা ডিকশনারির মধ্যে এটি আমার দেখা সেরা https://play.google.com/store/apps/details?id=syamu.bangla.sharada&feature=apps_topselling_free @ আতাহার আলী অপু

Level 0

@ rasel vai apnar blog ta fatafati! just <3 it..