আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আর কোন গেমস নয়, অ্যান্ড্রয়েডের জন্য প্রয়োজনীয় কিছু পেইড বিজনেস সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব।আশা করি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
১.অফিস ফাইল রিডারঃ মাইক্রোসফট অফিস ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও পিডিএফ ফাইল রিড করার জন্য গুগল প্লেতে অনেক অ্যাপস রয়েছে।আমি মোটামুটি সব গুলোই ইন্সটল করে দেখিছি। তার মাঝে ডকুমেন্টস টু গো, অফিস সুইট প্র এবং কুইক অফিস প্র এই তিনটি অ্যাপস আমার কাছে সব চাইতে ভাল লেগেছে। এই আপসগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে যেকোনো কোন ডক ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) রিড, এডিট এমনকি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন।আর পিডিফ ফাইল শুধু ভিউ করতে পারবেন।
পিডিএফ রিডারঃ পিডিএফ ফাইল রিড করার করার জন্য আমার দেখা সব চাইতে ভাল অ্যাপস দুটি হচ্ছে ই-যেড পিডিএফ রিডার ও রেপ্লিগো পিডিএফ রিডার। তাই এই দুটি অ্যাপস শেয়ার করলাম।
- ফেসবুকে অ্যান্ড্রয়েড অ্যাপস
- আরও অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আজ এ পর্যন্তই।
আল্লাহ্ হাফেয।
আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...
aj onk khn dhore quick office ta khujsilam,….onk thanx. dekhi kaj kore kina