আসসালামু আলাইকুম,
ফিরে এলাম আবার, আরেকটি পেইড এপস নিয়ে | আজকের এপস টির নাম Find My Phone | এর মূল্য বর্তমানে গুগল মার্কেট এ $ 0.99
খুঁজে বের করুন আপনার হারিয়ে যাওয়া অথবা ভুলো মনে কোথাও রাখা আপনার স্মার্ট ফোনটি |
এই এপস টি আপনাকে সাহায্য করবে খুঁজে বের করতে আপনার ফোনটি, শুধুমাত্র একটি টেক্স্ট এর মাধ্যমে খুঁজে বের করতে পারবেন আপনার মোবাইল টি |
কিভাবে কাজ করে ?
- আপনি যখন আপনার সেই মোবাইল এ আগে থেকে সেট করা নির্দিষ্ট টেক্স্ট পাঠাবেন অন্য কোনো নাম্বার থেকে , যদি আপনার আসে পাশে যদি কোথাও থেকে থাকে ফোনটি তাহলে ফুল ভলিউম এ রিং বেজে উঠবে, যদি ফোন সাইলেন্ট করা থাকে তারপর ও |
- যদি আপনার ফোন টি চুরি হয়ে থাকে তাহলে সিম পরিবর্তনের সাথে সাথে আপনি আগে থেকে সেট করা নাম্বার এ ৩ টি S.M.S পাবেন ( যদি আপনার মোবাইল এ GPS চালু থাকে ) S.M.S এ থাকবে গুগল ম্যাপ এর লিঙ্ক, যেখান থেকে আপনি আপনার ফোন এর লোকেশন জানতে পারবেন |
- চিন্তা করছেন যদি ওই বেটা GPS চালু না করে ? চিন্তা নেই ডেভেলপার দের বিবরণ অনুযায়ী GPS অটো অন করার অপশন ও নাকি তারা দিয়েছে | (আমি এখনো এই এপস ব্যাবহার করে দেখি নি , তবে Trusted মনে হয়েছে এর উইজার দের রিভিউ দেখে)
- এর মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন এর ব্যাটারি লেভেল সম্পর্কে জানতে পারবেন |
- e-mail এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন |
- এছাড়া সকল ইনস্ট্রাকশন এখান থেকে দেখে নিতে পারেন > Google Play Market Link
যদিও আমি pray সফট টি ব্যাবহার করছি, তবে এটিও ব্যাবহার করে দেখার ইচ্ছা আছে, pray নিয়ে আরেকদিন একটি পরিপূর্ণ টিউন করবো ইনশাল্লাহ | ততদিন ভালো থাকবেন সবাই | টিউন কেমন হলো জানাবেন | খোদা হাফেজ |
আমি Shurzo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একেবারে সাধারণ থাকতে পছন্দ করি, টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করতে খুব বেশি ভালো লাগে, ডিজাইন করতে ভালো লাগে .. প্রফেশনালি লোগো ডিজাইন করি .. এন্ড্রয়েড নিয়ে ঘাটাঘাটি করি বেশির ভাগ সময় ...
Vaiyara amake ki kew akto helps korben
Ami apnader lekha golo Kiso
dekhie na amar mobile
Samsung galaxy ll
plzz plzz