টেম্পল রান সিরিজের নতুন গেম Temple Run : Oz খেলুন অ্যান্ড্রয়েড মোবাইলে

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালই আছেন।  টেম্পল রান সিরিজের কথা আর নতুন করে কি বলবো? টেম্পল রান, টেম্পল রান ব্রেভ, টেম্পল রান ২ প্রায় প্রতিটি গেমসের প্রতি গেম প্রেমীদের রয়েছে ভালবাসা। আর সেই জন্যই আজ আমি আপনাদের সাথে টেম্পল রান সিরিজের নতুন গেম Temple Run : Oz শেয়ার করব।

Temple Run : Oz গেমটি গুগল প্লেতে পেইড হওয়ার কারনে আপনারা সবাই হয়তো গেমটি খেলতে পারবেন না তাই শেয়ার করলাম। গেমটির অসাধারণ গ্রাফিক্স আর চমৎকার গেমপ্লে আপনাদের সকলের ভাল লাগবে আশা করি।

  • REQUIRES ANDROID : 2.2 AND UP  
  • GAME VERSION : 1.0.1    
  • FILE  SIZE : 28 MB

APP SCREENSHOTS

                                                              DOWNLOAD


আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে জানাবেন।

                                                                                                                                                    আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর।ডাউনলোড দিবো

খুব ভালো এখনি নামাচ্ছি। ধন্যবাদ

নামালাম এবং খেললাম জটিল হইছে । ভাই কষ্ট করে আমাকে যদি folder lock for android এর লিঙ্ক দেন খুব উপকার হয়।

    আমি নিজে Perfect App Protector Pro অ্যাপটি ব্যাবহার করি।এটা দিয়ে আপনি যে কোন অ্যাপ লক করতে পারবেন তবে ফোল্ডার লক করা যায় না।চাইলে নামতে পারেন।ধন্যবাদ

Level 0

vaia game ta namalam.. Kin2 instl hoina.. Amr set sony erricson xperia st18i.. R baki temple run seris chole

    ইন্সটল না হওয়ার তো কারন দেখি না।আর আগের Temple Run সিরিজগুলো খেলার জন্য Android OS 2.1 হলেই হতো।তবে এই গেমটির জন্য Android OS 2.2 হওয়া লাগবে।আপনার Android OS কি 2.2 এর নীচে???

ধন্যবাদ সুন্দর একটা গেমসের জন্য 🙂

    স্বাগতম স্বপ্নীল।কমেন্ট করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।

ভাই I PAD কি চলবে না?

    খুব সম্ভবত চলবে,আমি নিশ্চিত নই। আপনি ট্রাই করতে পারেন।

চরম।download কইরা লইলাম.

অপ্রাসঙ্গিক একটা কথা জানতে চাই আপনার কাছে . আমি দুই দিন আগে একটা গেম ডাউনলোড দিছি. গেমটার নাম হচ্ছে where is my Perry . গেম টা জিপ করা ছিল . জিপ ফাইল টা আনজিপ করলে বেশ কিছু ফাইল দেখা যায়।এখন আমি গেমটা intall দিতে পারতেছি না। আমাকে গেমটা install করতে একটু সাহায্য করেন প্লিজ।:'( :'( :'(

    জিপ ফাইল টা আনজিপ করলে বেশ কিছু ফাইল দেখা যাওয়ার কথা না। কারন গেমটি শুধু .apk ফাইল (কোন ডাটা ফাইল দরকার নেই) আপনি জিপ ফাইলটির ভেতরে .apk নামে কোন ফাইল থাকলে ওইটা ইন্সটল করেন। আর তাও যদি না হয় এই লিঙ্ক থেকে গেমটা নামিয়ে ইন্সটল করুন।http://apk3.blogspot.com/2013/03/wheres-my-perry.html#.UUDZ9daj25w
    আর আপনি যদি মোবাইল থেকে জিপ ফাইলটি নামিয়ে থাকেন তাহলে Andro zip বা 7zip অ্যাপ দিয়ে ফাইলটি unzip করলেই .apk ফাইলটি ইন্সটল করতে পারার কথা।

      @Ahmed Mohammad Rasel: Thank you very much Easel ভাই। তবে আপনার দেওয়া গেমটি তো ইন্সটল করা যাচ্ছে না। Install button এ click করলে কিছুক্ষণ পরে দেখায় “Application is not installed ” আমি Symphony W10 use করি। এইটা তে কি গেম টা খেলা যাবে।

      ভাই একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি 7zip দিয়ে আনজিপ করেছিলাম

        ইন্সটল না হওয়ার কোন কারন দেখি না।আর আপনি 7zip দিয়ে আনজিপ করার পর তো .apk ফাইলটি ইন্সটল করতে পারার কথা।

আনজিপ করার আমি কোন apk ফাইল খুজে পাই নি।
আর আপনার দেওয়া গেমটা খেলার জন্য কি Rooted ফোন লাগবে??

    ভাই রুট কি জিনিস??? হা হা হা … সেটের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ক্ষমতা হচ্ছে রুট।কিছু কিছু অ্যাপ আছে যেগুলো রান করার জন্য সেটের সিস্টেম ফাইল রিড করার প্রয়োজন পড়ে(যেমনঃ AddFree) শুধুমাত্র ওই সকল অ্যাপ এর জন্য রুট আকেসস থাকাটা জরুরি।আমার জানামতে এমন কোন গেম গুগল প্লেতে নেই যার জন্য রুট করা থাকা লাগবে।কারন গেম খেলার জন্য সিস্টেম ফাইল রিড করার প্রয়োজন পড়ে না।ধন্যবাদ।

ধন্যবাদ জানানোর জন্য। আগে জানতাম না।

Level 0

Superb Game! Thanks! 😀

Vi link kaz kora na?
plz thik koran….