Samsung Galaxy Note-2 এর সকল সুবিধা সহ Samsung Galaxy Note-1(N7000) কে আপডেট করুন Jellybean 4.1.2 ভার্সনে। বোনাস হিসেবে সাথে থাকছে চকচকে বাংলা লেখা ও দেখা রুটসহ আরো অনেক কিছু

সময় এবং ব্যস্ততার কারনে টিউন করার ইচ্ছ থাকলেও টিউন করা সম্ভব হয়ে ওঠে না। টেকটিউনস থেকে অনেক কিছুই শিখেছি স্বার্থপরের মত শুধু নিয়েই চললাম দেখি এবার আপনাদের কিছু দিতে পারি কিনা। তবে এটি আমার প্রথম পোস্ট জানিনা কেমন হয়। অবশ্য সাহায্য বিভাগে এর আগে কয়েকটি টিউন করে ছিলাম।

যাক কাজের কথায় আসি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার Samsung Galaxy Note N7000 কে Note-2 এর মাল্টি window সহ সকল প্রায় সকল সুবিধাসহ জেলিবিন-এ আপডেট করতে হয়। আমি খুব বেশি এক্সাপার্ট না তারপরও আমি  আমারটা যেভাবে করেছি তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।

প্রথমে বলে নেই এতে কি কি সুবিধা রয়েছে।

  • ROM Based on NEW XXLSZ Firmware
  • NEW Philz Safe Kernel 4.63 for XXLSZ with CWM 6.0.2.8 Touch and exFAT Support
  • NEW Modem XXLSO
  • Updates Over The Air – OTA UpdateMe added on Settings
  • Jelly Bean 4.1.2
  • SuperSU Added
  • Fully Rooted
  • Fully Zipaligned
  • Fully Deodexed
  • Deleted some useless apps
  • Added and fixed some more Build.prop tweaks for better optimization, battery life, 3G signal and network, camera, media and more…
  • Added some more init.d optimizations
  • Switched to MTP instead of Mass Storage, you can also use Mass Storage
  • Fixed CRT OFF and fully working on XXLSZ
  • Ultimate 4 Way Reboot Options for XXLSZ (just long press power button and decide what you want to do)
  • SystemUI Soft Themed with semi transparent notification drawer background and cyan circle battery
  • Fully working Lockscreen Shortcuts (thanks to eybee1970)
  • Notification Panel into Settings with possibility to change Toggles order
  • Call Recording
  • Multiwindow Hack is available for unlimited apps
  • Ink Effect Mod
  • Dedicated app to change INK Effect Colours (thanks to mythtrandyr)
  • SNote work also with productivity tools
  • Airview Fix Available
  • Airview in Gallery
  • Added S-Voice
  • Added new Android 4.2 keyboard
  • Added some utilities on settings
  • …and more to come!
  • অনেক সুবিধাই রয়েছে এতে একবার ইনস্টল করেই দেখুন

আমার কাছে সবচেয়ে বড় সুবিধা যেটা মনে হল এতে বাংলাভাষীদের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ ক্রিপ্ট ইনস্টল করা আছে যার মাধ্যমে অনায়াসে চকচকে বাংলা পড়তে পারেন, Mayabi Keyboard Lite দিয় খুব সহজেই বাংলা লিখতে পারেন এবং আপনার যেকোন ফাইলের নাম বাংলায় লিখতে পারেন। যদিও আগের ভার্সনগুলোর মধ্যে বাংলা ফন্ট ইন্সটল করে বাংলা লেখা ও দেখা যেত কিন্তু বাংলা এলোমেলো আসে বাংলা ল্যাঙ্গুয়েজ ক্রিপ্ট না থাকার কারনে। আর আপনার পছন্দের যে কোন বাংলা ফন্ট ইন্সটল করতে পারেন font installer সফটওয়্যারের মাধ্যমে তবে ইউনিকোড ফন্ট ইন্সটল করতে হবে। ইউনিকোড ফন্ট পাবেন এখানে।

বিঃদ্রঃ যারা মোবাইল নস্ট হয়ে যাওয়ার ভয়ে মোবাইল টিপাটিপি থেকে বিরত থাকেন তাদের জন্য এই পোস্ট নয়। আমার এই টিউনের মাধ্যমে আপনার ফোনের কোন ক্ষতি হলে আমি দায়ী নই।

প্রথমেএই লিংক থেকে রমটি ডাউনলোড করে SD কার্ডে নিয়ে নিন

Step-1 আপনার ভার্সন যদি এনড্রয়েড 4.0.3 ভার্সন হয়  তবে এই ধাপ আপনার দরকার নেই।আার যদি এর আগের ভার্সন হয় তবে এনড্রয়েড 4.0.3 ভার্সনে আপডেট করুন। অফিসিয়াল ভার্সনে আপডেট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন

আপনার ফোনটি ওয়াই-ফাই দিয়ে কানেক্ট করুন অথবা সিম দিয়ে ইন্টারনেট কানেক্ট করুন।

তারপর আপনার ফোনের Settings এ যান তারপর about phone or about device এ যান তারপর  Software Update অপশনটি পাবেন এখানে আর কিছু লিখছি না (খুবই সহজ বিধায়) আপনারা পারবেন যদি না পারেন কমেন্ট করুন। প্রায় 300 মেগাবাইট এর উপরে ডাটা ইউজ হবে অনেক সময় লাগবে।

Step-2 আপনার ফোনে clockworkmod recovery ইনস্টল করা থাকতে হবে যদি না থাকে ইনস্টল এই ধাপ অনুসরন করুন।

আপনার ফোনে *#1234# ডায়েল করুন

আমার সেটের PDA ডিজিট নাম্বার XXLSZ আপনার সেটের এমন একটি PDA ডিজিট No. মিলিয়ে নিচের লিংক থেকে clockworkmod recovery ডাউনলোড করুন।

clockworkmod ডাউনলোড করুন। ডাউনলোডকৃত ফাইলটি আপনার ‍SD কার্ডে প্রবেশ করান। Up Volume Button +Home Button+Power Button একসাথে চেপে ধরে রাখুন। এতে রিকভারি মুডে ফোনটি চালু হবে।

প্রথমে wipe data/factory reset করুন। (Select করার জন্য Power Button চাপতে হবে)

তারপর wipe cache partition select করুন।

অতপর apply update from/sdcard  ‍select করুন। আপনার ডাউনলোডকৃত clockworkmod ফাইলটি দেখিয়ে দিন।

তারপর reboot system now select করুন।

হয়ে গেল clockworkmod recovery ইনস্টল।

Step-3 ফাইনাল

আবার Up Volume Button +Home Button+Power Button একসাথে চেপে ধরে রাখুন।

এখন ইনস্টলকৃত নতুন রিকভারি মুডে ফোন চালু হবে।

install zip select করুন (সিলেক্ট করার জন্য এখন টাচ্ও কাজ করবে অথবা পাওয়ার বাটন চাপুন )

আপনার ডাউনলোডকৃত ROM টি দেখিয়ে দিন। ok করুন।

আপনার কাজ শেষ উপভোগ করুন নোট-2 এর স্বাদ।

আমার মনে হয় প্রথম স্টেপ দরকার নেই অর্থাৎ আপডেট দরকার নেই আমি এভাবে করেছি তাই শেয়ার করলাম। প্রথম স্টেপ ছাড়াও হওয়ার কথা আপনারা ট্রাই করতে পারেন।

ইনস্টল হইতে 5-7 মিনিট সময় লাগতে পারে আর প্রথম বার ফোন চালু হতেও বেশ সময় লাগবে।

আমার Samsung Galaxy Note N7000 ফোনের Home Button কাজ করত না, Home Button ছাড়া উপরিউক্ত নিয়মে মোবাইল আপডেট করা যায় না। তাই  আমাদের এলাকায় অনেক  সাভিসিং সেন্টারে নিয়ে গেলাম কেউ সাহসই করলনা সেট খোলার তাই নিজেই সাহস করে মোবাইল খুললাম এবং Home Button ঠিক করে ফেললাম। কিন্তু একটি সমস্যা মোবাইল খোলার সময় ফ্রন্ট ক্যামেরার রেবন ছিড়ে যায়।

সবার কাছে আমার একটি বিনীত নিবেদন ঢাকার ভিতরে কোথায়  Samsung মোবাইলের ভাল সার্ভিস পেতে পারি এবং  আমার মোবাইলের অরজিনাল কেসিং কোথায় পেতে পারি জানালে কৃতজ্ঞ থাকব। উল্লেখ্য আমার সেটের ওয়ারেন্টি নাই।

স্ক্রিনশট গুলো নেট থেকে নেওয়া কারন আমি ইনস্টল করার সময় ছবি তোলতে পারিনি। ইনস্টল করার পরের কিছু স্ক্রিনশট নিচে দিলাম দেখে নিন।

Level 0

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 311 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

n7000 এর IMEI কি করে change করা যাবে? এর কি কোন বুদ্ধি আছে?

IMEI change এর ব্যপারে আমার জানা নেই। ধন্যবাদ কমেন্টের জন্য।

ধন্যবাদ

Level 0

Galaxy SII er Jonni ki kono prosses ase? Thakle ektu janan.

হ্যা আছে। সময় পেলে অন্য একদিন শেয়ার করব। ধন্যবাদ কমেন্টের জন্য।

Level 0

jotil & A+

Thank you vai.
Amar samsung galaxy Ace S5830, Android version 2.3.3
Eta te bangla dekha jai na. bangla font install korle dekha jai tobe beshir vag lekha e pora jai na. Amar arekta Samsung Galaxy Ace jetar version 2.3.6 otate khub sundor bangla dekha jai. Ami update korte chaile update dae na. Kivabe update korte parbo ekto help korben please.

    @Qudrat Ullah: যদি আপনার সেটের অফিসিয়াল আপডেট ভার্সন বের হয়ে থাকে প্রথম স্টেপে ট্রাই করতে পারেন। অর্থাৎ আপনার মোবাইল ওয়াই-ফাই অথবা মোবাইল ইন্টারনেট চালু করুন তারপর Setting এ যান> About Phone এ যান> Softwer Upadate select করুন।

galaxy ace 2 তে কিভাবে করব যদি জানাতেন

Thanks bro im also using Samsung galaxy note 1. but my PDA :XXLRK, CSC:LRK(XEU)
running 4.0.3 but i cant find any 4.1.2 update for my phone. so im thinking to flash ur linked rom XXLZ, but not shore its safe or not for my phone. plz help me…….

http://www.mediafire.com/?269h649de0bch14
আপনার সেটের PDA অনুযায়ি উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। প্রথমে ২ নাম্বার স্টেপ. পরে ৩নং স্টেপ ফলো করুন।

ধন্যবাদ, কিন্তু আমি ‍আপনার দেয়া রম টি ব্যবহার করতে চাচ্ছিলাম, কিন্তু ওইখানেত শুধু আপনার PDA কথা উল্লেখ করা, তাই একটু confuse আর ওই রম এর আমার PDA কোন লিন্ক ও পাই নি.

আসলে pda টা দরকার শুধু recovery mod install করার. জন্য. দরকার যদি আপ্নার সেটে ইন্সটল করা থাকে এটিরও দরকার নেই। রম আমার আপ্নার n7000 model এর সবার একই।

ধন্যবাদ। স্যামসাং এ Original Firmware ইন্সটল করতে হলে ODIN অথবা KIES এর মাধ্যমে করতে হয়। ClockworkMod Recovery দিয়ে custom অথবা modified রম ইন্সটল করতে হয়। আপনি যেই পোস্ট দিলেন এটা Original Firmware না। Original Firmware ইন্সটল করতে চাইলে এই সাইটে ভিসিট করতে পারেন http://www.androidjunkies.com/how-to-update-the-galaxy-note-n7000-to-official-android-4-1-2/

    @মুশফিকুর রহমান আবীর: হ্যাঁ ভাই এটা অরজিনাল ভারসন না তবে যে এটি একবার ব্যবহার করবে সে কখনোই অরজিনাল ভারসন ইন্সটল করতে চাইবে না। ধন্যবাদ আপনাকেও।

Ruhul amin vai plzzz help me.amr note 1 er pda DDLC1.KONOVABEI ata khuje paccina ami apnar deya link a.plzzz ai pda miliye mediafire er akta link din.amr phn a nw 2.3.6 running.ami rom download korci.nw cwm recovery ta holei hoy.plZz help korun.

R akta asked apnar kase.seta holo root and rom update ki phn diyei kora jabe?mane apni jevabe disen sevabe korei hoye jabe?

যেহেতু আপনার এনড্রয়েড ভার্সন 2.3.6 আর যেহেতেু আপনার PDA ভার্সন কোনটাই মিলতেছে না তাই প্রথমে অফিসিয়াল ভার্সন এ আপডেট করে নিন, অফিসিয়াল ভার্সন আপডেট করলে আপনার PDA পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ কোন একটার সাথে মিলে যাবে। অফিসিয়াল ভার্সনে আপডেট করার জন্য Step-1 অনুসরন করুন।

Ota na kore ki kora jabena vai? Plz vai aktu dakhen na.kal rate step1 er kaj korcilam.amr 319 mb download complete hoye set rebbot nibo.bt start hoye dakhalo failed.bole pc er sate connect kore abr download korte.apni a obstay korar babosta kore din vai.plzzzz

please help root my chines tablet pc

Model M702VM 7 Inch Tablet PC
CPU All Winner A13, 1.0GHz, Cortex-A8; GPU: Mali-400
Operation System Android 4.0.4
RAM 512MB
ROM(Memory) 4GB Nand Flash

Ruhul amin vai ami ics 4.0.4 update krci.nw amr phn er PDA hoice DDLPA.atao to apnar link a paccina.ai PDA coder mediafire er link ta din plzzz.ami khubi upokkrito hobo.

R jdi ai PDA CODE na pan apni taile kon PDA CODE diye amr note root korte parbo or onno kno pda diye hole setar link din plzzz.

    Ruhul vai apni apnr phn numbr ta plzzzz din.

      @shazzadul islam: দুঃখিত ভাই অনেক খোজেছি আপনার সেটের PDA কিন্তু পাই নাই। DDLP6, DDLP9 এরকমটা পাই কিন্তু আপনারটা পাই না। আপনি DDLP6 দিয়ে ট্রাই করতে পারেন হওয়ার কথা এটা আপনার রিস্ক যদি না হয় আমি দায়ী নই। আপনাকে আর একটি বিষয় ক্লিয়ার করি উপরের রমটি ইন্সটল করার জন্য আপনার ফোনের মধ্যে রিকভারী মোড ইন্সটল থাকতে হবে ডিফল্টভাবে এটা থাকে না আপনি অন্য কোন উপায়ে রিকভারী মোড ইন্সটল করে নিন গুগলে সার্চ করলে অনেক টিউট্রিয়াল পাবেন। রিকভারী মোড ইন্সটল করতে পারলেই উপরোক্ত রম ইন্সটল করতে পারবেন এবং নোট 2 এর মজ পাবেন।