সময় এবং ব্যস্ততার কারনে টিউন করার ইচ্ছ থাকলেও টিউন করা সম্ভব হয়ে ওঠে না। টেকটিউনস থেকে অনেক কিছুই শিখেছি স্বার্থপরের মত শুধু নিয়েই চললাম দেখি এবার আপনাদের কিছু দিতে পারি কিনা। তবে এটি আমার প্রথম পোস্ট জানিনা কেমন হয়। অবশ্য সাহায্য বিভাগে এর আগে কয়েকটি টিউন করে ছিলাম।
যাক কাজের কথায় আসি, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার Samsung Galaxy Note N7000 কে Note-2 এর মাল্টি window সহ সকল প্রায় সকল সুবিধাসহ জেলিবিন-এ আপডেট করতে হয়। আমি খুব বেশি এক্সাপার্ট না তারপরও আমি আমারটা যেভাবে করেছি তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি।
প্রথমে বলে নেই এতে কি কি সুবিধা রয়েছে।
আমার কাছে সবচেয়ে বড় সুবিধা যেটা মনে হল এতে বাংলাভাষীদের জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ ক্রিপ্ট ইনস্টল করা আছে যার মাধ্যমে অনায়াসে চকচকে বাংলা পড়তে পারেন, Mayabi Keyboard Lite দিয়ে খুব সহজেই বাংলা লিখতে পারেন এবং আপনার যেকোন ফাইলের নাম বাংলায় লিখতে পারেন। যদিও আগের ভার্সনগুলোর মধ্যে বাংলা ফন্ট ইন্সটল করে বাংলা লেখা ও দেখা যেত কিন্তু বাংলা এলোমেলো আসে বাংলা ল্যাঙ্গুয়েজ ক্রিপ্ট না থাকার কারনে। আর আপনার পছন্দের যে কোন বাংলা ফন্ট ইন্সটল করতে পারেন font installer সফটওয়্যারের মাধ্যমে তবে ইউনিকোড ফন্ট ইন্সটল করতে হবে। ইউনিকোড ফন্ট পাবেন এখানে।
বিঃদ্রঃ যারা মোবাইল নস্ট হয়ে যাওয়ার ভয়ে মোবাইল টিপাটিপি থেকে বিরত থাকেন তাদের জন্য এই পোস্ট নয়। আমার এই টিউনের মাধ্যমে আপনার ফোনের কোন ক্ষতি হলে আমি দায়ী নই।
প্রথমেএই লিংক থেকে রমটি ডাউনলোড করে SD কার্ডে নিয়ে নিন
Step-1 আপনার ভার্সন যদি এনড্রয়েড 4.0.3 ভার্সন হয় তবে এই ধাপ আপনার দরকার নেই।আার যদি এর আগের ভার্সন হয় তবে এনড্রয়েড 4.0.3 ভার্সনে আপডেট করুন। অফিসিয়াল ভার্সনে আপডেট করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন
আপনার ফোনটি ওয়াই-ফাই দিয়ে কানেক্ট করুন অথবা সিম দিয়ে ইন্টারনেট কানেক্ট করুন।
তারপর আপনার ফোনের Settings এ যান তারপর about phone or about device এ যান তারপর Software Update অপশনটি পাবেন এখানে আর কিছু লিখছি না (খুবই সহজ বিধায়) আপনারা পারবেন যদি না পারেন কমেন্ট করুন। প্রায় 300 মেগাবাইট এর উপরে ডাটা ইউজ হবে অনেক সময় লাগবে।
Step-2 আপনার ফোনে clockworkmod recovery ইনস্টল করা থাকতে হবে যদি না থাকে ইনস্টল এই ধাপ অনুসরন করুন।
আপনার ফোনে *#1234# ডায়েল করুন
আমার সেটের PDA ডিজিট নাম্বার XXLSZ আপনার সেটের এমন একটি PDA ডিজিট No. মিলিয়ে নিচের লিংক থেকে clockworkmod recovery ডাউনলোড করুন।
clockworkmod ডাউনলোড করুন। ডাউনলোডকৃত ফাইলটি আপনার SD কার্ডে প্রবেশ করান। Up Volume Button +Home Button+Power Button একসাথে চেপে ধরে রাখুন। এতে রিকভারি মুডে ফোনটি চালু হবে।
প্রথমে wipe data/factory reset করুন। (Select করার জন্য Power Button চাপতে হবে)
তারপর wipe cache partition select করুন।
অতপর apply update from/sdcard select করুন। আপনার ডাউনলোডকৃত clockworkmod ফাইলটি দেখিয়ে দিন।
তারপর reboot system now select করুন।
হয়ে গেল clockworkmod recovery ইনস্টল।
Step-3 ফাইনাল
আবার Up Volume Button +Home Button+Power Button একসাথে চেপে ধরে রাখুন।
এখন ইনস্টলকৃত নতুন রিকভারি মুডে ফোন চালু হবে।
install zip select করুন (সিলেক্ট করার জন্য এখন টাচ্ও কাজ করবে অথবা পাওয়ার বাটন চাপুন )
আপনার ডাউনলোডকৃত ROM টি দেখিয়ে দিন। ok করুন।
আপনার কাজ শেষ উপভোগ করুন নোট-2 এর স্বাদ।
আমার মনে হয় প্রথম স্টেপ দরকার নেই অর্থাৎ আপডেট দরকার নেই আমি এভাবে করেছি তাই শেয়ার করলাম। প্রথম স্টেপ ছাড়াও হওয়ার কথা আপনারা ট্রাই করতে পারেন।
ইনস্টল হইতে 5-7 মিনিট সময় লাগতে পারে আর প্রথম বার ফোন চালু হতেও বেশ সময় লাগবে।
আমার Samsung Galaxy Note N7000 ফোনের Home Button কাজ করত না, Home Button ছাড়া উপরিউক্ত নিয়মে মোবাইল আপডেট করা যায় না। তাই আমাদের এলাকায় অনেক সাভিসিং সেন্টারে নিয়ে গেলাম কেউ সাহসই করলনা সেট খোলার তাই নিজেই সাহস করে মোবাইল খুললাম এবং Home Button ঠিক করে ফেললাম। কিন্তু একটি সমস্যা মোবাইল খোলার সময় ফ্রন্ট ক্যামেরার রেবন ছিড়ে যায়।
সবার কাছে আমার একটি বিনীত নিবেদন ঢাকার ভিতরে কোথায় Samsung মোবাইলের ভাল সার্ভিস পেতে পারি এবং আমার মোবাইলের অরজিনাল কেসিং কোথায় পেতে পারি জানালে কৃতজ্ঞ থাকব। উল্লেখ্য আমার সেটের ওয়ারেন্টি নাই।
স্ক্রিনশট গুলো নেট থেকে নেওয়া কারন আমি ইনস্টল করার সময় ছবি তোলতে পারিনি। ইনস্টল করার পরের কিছু স্ক্রিনশট নিচে দিলাম দেখে নিন।
আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 311 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
n7000 এর IMEI কি করে change করা যাবে? এর কি কোন বুদ্ধি আছে?