কিছু বাংলা android Apk খবর ও ঠিকানা।

বাংলা গণমাধ্যমের ওয়েবসাইটে এখন পাঠকেরা বাংলায় সংবাদ পড়তে পারেন, আবার স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে পড়া আর লেখা দুটিই করা যায়। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপ্লিকেশনস বা অ্যাপ। এসব অ্যাপ স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটারে সহজেই ব্যবহার করা যায়।প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে অনেকেই কাজ করে যাচ্ছেন। ইউনিকোডে ইন্টারনেটে বাংলা লেখার কাজটি সারা বিশ্বে ছড়িয়ে আছে অভ্র সফটওয়্যারের মাধ্যমে। এ ছাড়া কাজের বিভিন্ন অ্যাপ এখন অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনসহ আইওএস-চালিত অ্যাপলেও পাওয়া যাচ্ছে। বাংলা অ্যাপসের মধ্যে রয়েছে—প্রথম আলো অ্যাপস: বাংলায় সর্বশেষ খবর পাওয়া যায় এ অ্যাপের মাধ্যমে। প্রথম আলোয় প্রকাশিত সব খবরই এতে থাকে। পাশাপাশি সর্বশেষ খবরও পড়া যাবে বাংলায়। এটি পাওয়া যাবে http://goo.gl/pCIXy ঠিকানায়।মায়াবি কি-বোর্ড: অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মায়াবি কি-বোর্ড। কি-বোর্ডটি পাওয়া যাবে http://goo.gl/QBF40 ঠিকানায়। এ কি-বোর্ড ব্যবহার করে মোবাইল ও ট্যাবলেটে বাংলা লেখা যাবে।বাংলা ভাই: সফটওয়্যার ছাড়াই বাংলা লেখার একটি অ্যাপ ‘বাংলা ভাই’। ফেসবুকে এটি ব্যবহার করে বাংলা লেখা যাবে। ২১ ফেব্রুয়ারি প্রকাশিত কোড রেঞ্জারস এলএলসির তৈরি এ অ্যাপ ব্যবহার করে ফোনেটিক কি-বোর্ড লেআউটের মাধ্যমে বাংলা লেখা যাবে। এটি http://goo.gl/kDbkx ঠিকানা থেকে পাওয়া যাবে। লিংকড-ইনেও বাংলা লেখা যায় এটি দিয়ে।

বাংলা ক্যালেন্ডার: স্মার্টফোনে বাংলা সালের তারিখ দেখার জন্য চালু হয়েছে বাংলা ক্যালেন্ডার অ্যাপ। এটি পাওয়া যাবে http://goo.gl/DHnpo ঠিকানায়। এতে বাংলা তারিখের পাশাপাশি ইংরেজি তারিখও জানা যাবে।

বাংলা কারেন্সি কনভার্টার: মুদ্রার বিনিময়হার জানার জন্যতৈরি হয়েছে বাংলা কারেন্সি কনভার্টার। এটি পাওয়া যাবে http://goo.gl/VhRPw ঠিকানায়।

বাংলা এসএমএস: মোবাইল ও ট্যাবলেটে বাংলায় এসএমএস লেখার সুবিধাসহ চালু হয়েছে বাংলা এসএমএস নামে বিশেষ অ্যাপ। এটি পাওয়া যাবে http://goo.gl/Q3aDY ঠিকানায়। এতে ফোনেটিক কি-বোর্ড লেআউট ব্যবহারের মাধ্যমে বাংলায় এসএমএস লেখা যায়।

বাংলায় রাশিফল: রাশিফল জানতে অনেকেই দ্বারস্থ হন বিভিন্ন মাধ্যমের। এবার বাংলায় রাশিফল জানা যাবে স্মার্টফোনের মাধ্যমেই। আর এটি সম্ভব বাংলা রাশিফল নামের অ্যাপের মাধ্যমে। পাওয়া যাবে http://goo.gl/MieSY ঠিকানায়। এ অ্যাপ দিয়ে দৈনিক ও মাসিক রাশিফল জানা যাবে।

বেঙ্গলিডিকশনারি: ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা যাবে এবার স্মার্টফোনের মাধ্যমেই। বেঙ্গলি ডিকশনারি অফলাইন নামের অ্যাপের সাহায্যে শুধু শব্দের অর্থই নয়, পাওয়া যাবে শব্দের উচ্চারণ। এ ছাড়া যে শব্দের অর্থ জানতে চান, সেটি ক্লিক করলে সেই শব্দ সংশ্লিষ্ট অন্যান্য শব্দের সাজেশনও পাওয়া যাবে। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/pKh7q ঠিকানায়।

বাংলা ক্যালকুলেটর: যোগ, বিয়োগ, গুণ আর ভাগ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হচ্ছে ক্যালকুলেটর। আর কাজটি সহজে করার জন্য রয়েছে বাংলা ক্যালকুলেটর নামের অ্যাপ। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/hgYRD ঠিকানায়। এতে বাংলায় ক্যালকুলেটরের কাজ করা যাবে বাংলা অক্ষরের মাধ্যমে।

বিজয় ১৩: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বাংলা অ্যাপ ‘বিজয় ১৩’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। স্মার্টফোনে বাংলা লেখার উপযোগী অ্যাপটি এনেছে আনন্দ কম্পিউটার্স। বিজয় ১৩ নামের এ অ্যাপ বিজয় ব্র্যান্ডের ট্যাবলেটে পাওয়া যাবে। খুব শিগগির অন্যান্য ব্যবহারকারীর জন্যও আসবে এটি।

রেসিপি: রান্নার নানা বিষয় নিয়ে অনেকেরই
রয়েছে দারুণ আগ্রহ। আর বাংলায় রান্নার কলাকৌশল পাওয়ার সুবিধা নিয়ে চালু হয়েছে রেসিপি নামের অ্যাপ। এতে ৪৫০টি খাবারের রেসিপি দেওয়া আছে। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/vbpOz ঠিকানায়।

জাতীয় সংগীত: বাংলাদেশের জাতীয় সংগীত স্মার্টফোনেই শোনার ব্যবস্থা নিয়ে রয়েছে বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থেম নামের অ্যাপ। এর সাহায্যে আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’ শোনা যাবে। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/s0fWN ঠিকানায়।

বাংলায় গণিত শিক্ষা: শিশুদের জন্য বাংলায় গণিত শিক্ষার সুবিধা এবার পাওয়া যাবে স্মার্টফোনেই। আর এ সুবিধা নিয়ে চালু হয়েছে ‘ম্যাথ ফর কিডস ইন বাংলা’ নামের অ্যাপ। এর সাহায্যে শিশুরা গণিত শিখতে পারবে বাংলায়। এটি পাওয়া যাবে http://goo.gl/Xed0z ঠিকানায়।

বাংলায় উচ্চারণ: ইংরেজি শব্দের উচ্চারণ, অর্থ আর ছবি দেখার সুবিধা নিয়ে রয়েছে ইংলিশ-বাংলা ফ্লাশকার্ডস নামের অ্যাপ। এর মাধ্যমে যেকোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ, এর অর্থ আর সামঞ্জস্য ছবি দেখা যাবে। এটি পাওয়া যাবে http://goo.gl/GH0NQ ঠিকানায়।

Level 0

আমি smollah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম আলোতে প্রকাশিত। কপি পেস্ট করলে তথ্যসূত্র উল্লেখ করবেন।
http://prothom-alo.com/detail/date/2013-03-01/news/332880

Level 0

@Ahmed Mohmmad Rasel vai ok

বাংলাময় এন্ড্রয়েড! 😎

ভালো পোস্ট। web link থাক্লে দেন। আমি মার্কেট থেকে download করতে পারছি না।

Level 0

প্রথম আলোতে প্রকাশিত। কপি পেস্ট, তাই নাই

Level 0

by aktho help korte paren ami ke babe andriod symphony w5 theke youtube download korbo

Level 0

by symphony w5 root korle ke balo hobe. motamot please