বাংলা ক্যালেন্ডার: স্মার্টফোনে বাংলা সালের তারিখ দেখার জন্য চালু হয়েছে বাংলা ক্যালেন্ডার অ্যাপ। এটি পাওয়া যাবে http://goo.gl/DHnpo ঠিকানায়। এতে বাংলা তারিখের পাশাপাশি ইংরেজি তারিখও জানা যাবে।
বাংলা কারেন্সি কনভার্টার: মুদ্রার বিনিময়হার জানার জন্যতৈরি হয়েছে বাংলা কারেন্সি কনভার্টার। এটি পাওয়া যাবে http://goo.gl/VhRPw ঠিকানায়।
বাংলা এসএমএস: মোবাইল ও ট্যাবলেটে বাংলায় এসএমএস লেখার সুবিধাসহ চালু হয়েছে বাংলা এসএমএস নামে বিশেষ অ্যাপ। এটি পাওয়া যাবে http://goo.gl/Q3aDY ঠিকানায়। এতে ফোনেটিক কি-বোর্ড লেআউট ব্যবহারের মাধ্যমে বাংলায় এসএমএস লেখা যায়।
বাংলায় রাশিফল: রাশিফল জানতে অনেকেই দ্বারস্থ হন বিভিন্ন মাধ্যমের। এবার বাংলায় রাশিফল জানা যাবে স্মার্টফোনের মাধ্যমেই। আর এটি সম্ভব বাংলা রাশিফল নামের অ্যাপের মাধ্যমে। পাওয়া যাবে http://goo.gl/MieSY ঠিকানায়। এ অ্যাপ দিয়ে দৈনিক ও মাসিক রাশিফল জানা যাবে।
বেঙ্গলিডিকশনারি: ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা যাবে এবার স্মার্টফোনের মাধ্যমেই। বেঙ্গলি ডিকশনারি অফলাইন নামের অ্যাপের সাহায্যে শুধু শব্দের অর্থই নয়, পাওয়া যাবে শব্দের উচ্চারণ। এ ছাড়া যে শব্দের অর্থ জানতে চান, সেটি ক্লিক করলে সেই শব্দ সংশ্লিষ্ট অন্যান্য শব্দের সাজেশনও পাওয়া যাবে। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/pKh7q ঠিকানায়।
বাংলা ক্যালকুলেটর: যোগ, বিয়োগ, গুণ আর ভাগ করার জন্য প্রয়োজনীয় যন্ত্র হচ্ছে ক্যালকুলেটর। আর কাজটি সহজে করার জন্য রয়েছে বাংলা ক্যালকুলেটর নামের অ্যাপ। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/hgYRD ঠিকানায়। এতে বাংলায় ক্যালকুলেটরের কাজ করা যাবে বাংলা অক্ষরের মাধ্যমে।
বিজয় ১৩: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য বাংলা অ্যাপ ‘বিজয় ১৩’ প্রকাশিত হয়েছে সম্প্রতি। স্মার্টফোনে বাংলা লেখার উপযোগী অ্যাপটি এনেছে আনন্দ কম্পিউটার্স। বিজয় ১৩ নামের এ অ্যাপ বিজয় ব্র্যান্ডের ট্যাবলেটে পাওয়া যাবে। খুব শিগগির অন্যান্য ব্যবহারকারীর জন্যও আসবে এটি।
রেসিপি: রান্নার নানা বিষয় নিয়ে অনেকেরই
রয়েছে দারুণ আগ্রহ। আর বাংলায় রান্নার কলাকৌশল পাওয়ার সুবিধা নিয়ে চালু হয়েছে রেসিপি নামের অ্যাপ। এতে ৪৫০টি খাবারের রেসিপি দেওয়া আছে। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/vbpOz ঠিকানায়।
জাতীয় সংগীত: বাংলাদেশের জাতীয় সংগীত স্মার্টফোনেই শোনার ব্যবস্থা নিয়ে রয়েছে বাংলাদেশি ন্যাশনাল অ্যান্থেম নামের অ্যাপ। এর সাহায্যে আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...’ শোনা যাবে। অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/s0fWN ঠিকানায়।
বাংলায় গণিত শিক্ষা: শিশুদের জন্য বাংলায় গণিত শিক্ষার সুবিধা এবার পাওয়া যাবে স্মার্টফোনেই। আর এ সুবিধা নিয়ে চালু হয়েছে ‘ম্যাথ ফর কিডস ইন বাংলা’ নামের অ্যাপ। এর সাহায্যে শিশুরা গণিত শিখতে পারবে বাংলায়। এটি পাওয়া যাবে http://goo.gl/Xed0z ঠিকানায়।
বাংলায় উচ্চারণ: ইংরেজি শব্দের উচ্চারণ, অর্থ আর ছবি দেখার সুবিধা নিয়ে রয়েছে ইংলিশ-বাংলা ফ্লাশকার্ডস নামের অ্যাপ। এর মাধ্যমে যেকোনো ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ, এর অর্থ আর সামঞ্জস্য ছবি দেখা যাবে। এটি পাওয়া যাবে http://goo.gl/GH0NQ ঠিকানায়।
আমি smollah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রথম আলোতে প্রকাশিত। কপি পেস্ট করলে তথ্যসূত্র উল্লেখ করবেন।
http://prothom-alo.com/detail/date/2013-03-01/news/332880