কি টাইটেল দেখে চমকে গেলেন বুঝি। চমকানোর কিছু নেই। এই পোষ্ট সুধু এন্ড্রয়েড ব্যবহারকারি দের জন্য। ভুল হলে খমা করে দিবেন এবং গালি গালাজ না করে আমার ভুল কোথায় সেটা ধরিয়ে দিন।
আপনার জানেন যে এন্ড্রয়েড ফোন লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে তৈরি। আর এই লিনাক্স ই ওয়েব সার্ভার তৈরিতে বেশি কাজে লাগে। তাই যেহেতু আপনার প্রিয় এন্ড্রয়েড ফোন টি লিনাক্সের উপর তৈরি সেহেতু আপনার ফোনকেই সার্ভার হিসেবে ব্যবহার করুন। রুট নিয়ে ভাবছেন। কোন চিন্তা করার কিছু নেই আমি আপনাদের যে ওয়েব সার্ভার টি দেব তা ইন্সটল করতে ফোন রুট করার কোন প্রয়োজন নেই। সার্ভার টির নাম হচ্ছে ServerMan যা আপনাকে পুরো সার্ভার এর মজা এনে দেবে। তবে এটি ছোট মোবাইল ওয়েব সাইট এর জন্য সবচেয়ে ভাল।
প্রথমে সার্ভার টি এখান থেকে
অথবা
http://www.4shared.com/android/I6TB9R0m/ServersMan20411_16.html#
অথবা
https://www.box.com/shared/5weq2rtzwz8u2ujan7ob
এখান থেকে ডাউনলোড করুন। এবার ইন্সটল করুন। এবার আপনার ফোনের ডাটা কানেকশন টা অন করুন। সফটওয়্যার টি চালু করুন সাইন আপ এ ক্লিক করুন ইমেইল আইডি দিন পাসওয়ার্ড দিন এবং আপনার নাম দিন ভেরিফিকেশন চাইলে ভেরিফাই করুন। এখানে একটা জিনিস লক্ষনিয় যে আপনার ইমেইল আইডি যদি [email protected] হয় তাহলে আপনার ওয়েবসাইট এড্রেস হবে http://www.serversman.net/eskaybd-node কাজেই ইমেইল আইডি দেয়ার আগে ছোট নামে ভাল ইমেইল আইডি খুলে নিন। আপনি সঠিক ভাবে সাইন আপ করলে একটা স্ক্রিন আসবে সেখানে public_html লেখা অপশনে ক্লিক করলে আপনার ওয়েবসাইট এড্রেস পেয়ে যাবেন।
আপনি যেহেতু এই টিউন দেখে প্রবেশ করেছেন কাজেই আপনি নিশ্চয় বড় না হলেও ছোট খাট মোবাইল ওয়েবপেজ অবস্যই তৈরি করতে পারেন। আপনার তৈরিকৃত ওয়েবপেজ গুলি sdcard এর sdcard>serversman>www>davroot>public_html ফোল্ডারে পেষ্ট করুন। আর অবস্যই হোম পেজটি index.html নামে Rename করতে হবে। স্ক্রিনশট দিতে পারিনি তাই ক্ষমা করে দিবেন। আর হ্যা নাবুঝলে কমেন্ট করুন। আর আপনারা যা বুঝবেন তা ও এখানে শেয়ার করুন।
আপনার ফোন যদি ৩২ জিবি sdcard লাগানো থাকে তাহলে ৩২ জিবি ওয়েব হোস্টিং। আর পোষ্ট টা বিস্তারিত লিখতে পারিনি তাই নিজেই জানার চেস্টা করুন ও এখানে কমেন্ট এর মাধ্যমে সবাইকে জানানোর চেস্টা করুন।
আমি মোঃ আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
domain to free paowa gelo na. eta just user name.