আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।
ROMs গেম নিয়ে আমার প্রথম পোস্টটির পর আপনারা অনেকেই আরও রম গেম এর কথা জানিয়েছিলেন এমন কি কেউ কেউ ইমেইলও করেছিলেন।তাই আজকে আবার এই বিষয়ে পোস্ট দিলাম। যারা প্রথম পোস্ট টি miss করেছিলেন তারা চাইলে এখান থেকে পোস্টটি দেখে নিতে পারেন।
NEO GEO সিরিজের কথা নিশ্চই আপনাদের মনে আছে।STREET FIGHTER, KING OF FIGHTERS, METAL SLUG, DOUBLE DRAGON সহ শত শত গেমের সফল উদ্যোক্তা এই NEO GEO.আজ আমি আপনাদের NEO GEO সিরিজের সব গুলো গেম কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলে খেলবেন সেটা বলবো।আশাকরি ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কিভাবে খেলবেন ???
1. প্রথমে tiger arcade.apk ইমুলেটর ফাইলটি এখান থেকে ডাউনলোড করে সাধারণভাবে ইন্সটল করুন।
2. এবার আপনার ফোনের মেমোরি কার্ডে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করুন। ফোল্ডারের নাম দিন Roms
৩. এবার neo geo bios ফাইলটি এখান থেকে ডাউনলোড করে Roms ফোল্ডারে পেস্ট করুন।
3. এবার নীচে দেয়া Zip ফাইল গুলো ডাউনলোড করে Roms ফোল্ডারেই Paste করুন। ব্যাস আপনার কাজ শেষ।এবার tiger arcade ওপেন করে গেমস গুলো খেলুন।মনে রাখবেন tiger arcade এর গেম বাটনগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী উপরে নিচে নামাতে পারবেন settings অপশন থেকে।
বি. দ্র. zip ফাইলগুলো ভুলেও extract করবেন না।ঠিক যেভাবে ডাউনলোড করবেন সেভাবেই roms ফোল্ডারে paste করবেন।
DOUBLE DRAGON:
METAL SLUG:
এখানে মাত্র দুটি গেম শেয়ার করেছি কারন ২৬৫ টি গেম আপলোড করার সময় ও ইচ্ছা কোনটাই আমার নেই। তাই আপনাদের সরাসরি গেম গুলোর লিঙ্ক দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মত ডাউনলোড করে নিন।আমি নিজে এখান থেকে ২০/২৫ টি গেম ডাউনলোড করে খেলেছি।২/৩ টি ছাড়া প্রায় সব গুলোই ভাল মত চলে।আমি নিজে যে গেম গুলো খেলেছি সেগুলোর লিস্ট দিলাম যাতে আপনারা ১০০% নিশ্চিত হয়ে ডাউনলোড করতে পারেন।
The King of Fighters 10th Anniversary 2005 Unique (The King of Fighters 2002 Bootleg) ,
Samurai Shodown II / Shin Samurai Spirits: Haohmaru Jigokuhen
SNK vs. Capcom: SVC Chaos Super Plus (Bootleg)
Cadillacs and Dinosaurs (World 930201)
Street Fighter II': Champion Edition (World 920313)
Captain Commando (World 911014)
Muscle Bomber Duo: Ultimate Team Battle (World 931206) |
Varth: Operation Thunderstorm (World 920714)
http://www.emuparadise.me/Neo_Geo_ROMs/The_King_of_Fighters_'94/119624
ডাউনলোড করবেন যেভাবেঃ
২৬৫ টি গেম ডাউনলোড করতে প্রথমে এই লিঙ্কে যান।তারপর গেম সিলেক্ট করে ক্লিক করুন।এবার উপরে দেখানো screenshotএর মত Direct Download Links দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন।প্রথমবার কেপচা দিয়ে ডাউনলোড করতে হবে পরবর্তীতে আর কেপ্চা পূরণ করা লাগবে না।
বোনাসঃ একই পদ্ধতিতে আপনারা চাইলে CPS 1 ROMs এর ১৩৬ টি গেমও খেলতে পারবেন। ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে।
আজ এ পর্যন্তই।কোন সমস্যা হলে জানাবেন।
আল্লাহ্ হাফেয।
আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...
আপনার আগের ভার্সনের ক্যাডিলাক্স এণ্ড ডাইনসরস আর পানিশার ছাড়া বাকি রমগুলোতে একটা লাইফ শেষ হলে পুনরায় ক্রেডিট নেয়া যেত না……….আর আপনি যদি একটু কষ্ট করে দেখবেন কি……Seibu cup soccer পিসিতে বা এণ্ড্রয়েডে খেলা যায় কিনা……….আমি কিন্তু অনেক চেষ্টা করেও ঠিকমতো চালাতে পারিনি………ধন্যবাদ।