২৬৫ টি NEO GEO গেম খেলুন অ্যান্ড্রয়েড মোবাইলে !!!

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।

ROMs গেম নিয়ে আমার প্রথম পোস্টটির পর আপনারা অনেকেই আরও রম গেম এর কথা জানিয়েছিলেন এমন কি কেউ কেউ  ইমেইলও করেছিলেন।তাই আজকে আবার এই বিষয়ে পোস্ট দিলাম। যারা প্রথম পোস্ট টি miss করেছিলেন তারা চাইলে  এখান থেকে পোস্টটি দেখে নিতে পারেন।

NEO GEO সিরিজের কথা নিশ্চই আপনাদের মনে আছে।STREET FIGHTER, KING OF FIGHTERS, METAL SLUG, DOUBLE DRAGON সহ শত শত গেমের সফল উদ্যোক্তা এই NEO GEO.আজ আমি আপনাদের  NEO GEO সিরিজের সব গুলো গেম কিভাবে  অ্যান্ড্রয়েড মোবাইলে  খেলবেন সেটা বলবো।আশাকরি ভুলত্রুটি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কিভাবে খেলবেন ???

1. প্রথমে tiger arcade.apk ইমুলেটর ফাইলটি এখান থেকে ডাউনলোড  করে  সাধারণভাবে ইন্সটল করুন।

2. এবার আপনার ফোনের মেমোরি কার্ডে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করুন। ফোল্ডারের নাম দিন Roms

৩. এবার  neo geo bios ফাইলটি  এখান থেকে ডাউনলোড করে Roms ফোল্ডারে পেস্ট করুন।

3. এবার নীচে দেয়া  Zip ফাইল গুলো ডাউনলোড করে Roms ফোল্ডারেই Paste করুন। ব্যাস আপনার কাজ শেষ।এবার tiger arcade ওপেন করে গেমস গুলো খেলুন।মনে রাখবেন tiger arcade এর গেম বাটনগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী উপরে নিচে নামাতে পারবেন settings অপশন থেকে।

বি. দ্র. zip ফাইলগুলো ভুলেও extract করবেন না।ঠিক যেভাবে ডাউনলোড করবেন সেভাবেই roms ফোল্ডারে paste করবেন।

                                           DOUBLE DRAGON:

                                         ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

                                                 METAL SLUG:

                                             ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

এখানে মাত্র দুটি গেম শেয়ার করেছি কারন ২৬৫ টি গেম আপলোড করার সময় ও ইচ্ছা কোনটাই আমার নেই। তাই আপনাদের সরাসরি গেম গুলোর লিঙ্ক দিচ্ছি  আপনারা আপনাদের ইচ্ছা মত ডাউনলোড করে নিন।আমি নিজে এখান থেকে ২০/২৫ টি গেম ডাউনলোড করে খেলেছি।২/৩ টি ছাড়া প্রায় সব গুলোই ভাল মত চলে।আমি  নিজে যে গেম গুলো খেলেছি সেগুলোর লিস্ট দিলাম যাতে আপনারা ১০০% নিশ্চিত হয়ে ডাউনলোড করতে পারেন।

The King of Fighters 10th Anniversary 2005 Unique (The King of Fighters 2002 Bootleg) ,

Samurai Shodown II / Shin Samurai Spirits: Haohmaru Jigokuhen

SNK vs. Capcom: SVC Chaos Super Plus (Bootleg)

Cadillacs and Dinosaurs (World 930201)

Street Fighter II': Champion Edition (World 920313)

Captain Commando (World 911014)

The Punisher (World 930422)

1941: Counter Attack (World)

Muscle Bomber Duo: Ultimate Team Battle (World 931206)

Final Fight (World)

Varth: Operation Thunderstorm (World 920714)

http://www.emuparadise.me/Neo_Geo_ROMs/The_King_of_Fighters_'94/119624

http://www.emuparadise.me/Neo_Geo_ROMs/Samurai_Shodown_IV:_Amakusa's_Revenge_--_Samurai_Spirits:_Amakusa_Kourin/119740

ডাউনলোড  করবেন যেভাবেঃ


২৬৫ টি গেম ডাউনলোড করতে  প্রথমে এই লিঙ্কে যান।তারপর গেম সিলেক্ট করে ক্লিক করুন।এবার উপরে দেখানো  screenshotএর মত Direct Download Links দেখতে পাবেন।সেখানে  ক্লিক করুন।প্রথমবার কেপচা দিয়ে ডাউনলোড করতে হবে পরবর্তীতে আর কেপ্চা পূরণ করা লাগবে না।

বোনাসঃ একই পদ্ধতিতে আপনারা চাইলে CPS 1 ROMs এর ১৩৬ টি গেমও খেলতে পারবেন। ডাউনলোড করুন  এই লিঙ্ক থেকে।

আজ এ পর্যন্তই।কোন সমস্যা হলে জানাবেন।

                                                                                                                                                                                                                                                      আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার আগের ভার্সনের ক্যাডিলাক্স এণ্ড ডাইনসরস আর পানিশার ছাড়া বাকি রমগুলোতে একটা লাইফ শেষ হলে পুনরায় ক্রেডিট নেয়া যেত না……….আর আপনি যদি একটু কষ্ট করে দেখবেন কি……Seibu cup soccer পিসিতে বা এণ্ড্রয়েডে খেলা যায় কিনা……….আমি কিন্তু অনেক চেষ্টা করেও ঠিকমতো চালাতে পারিনি………ধন্যবাদ।

    আপনি ঠিক বলেছেন কিছু কিছু গেম শেষ হলে পুনরায় ক্রেডিট নেয়া যায় না। তবে DOUBLE DRAGON, METAL SLUG ইত্যাদি গেমে শেষ হলে পুনরায় ক্রেডিট নেয়া যায়। ধন্যবাদ।

vi s3 te game play hoi na

    Tiger arcade install হলে গেম প্লে না হওয়ার কোন কারন দেখি না। আপনি নির্দেশন গুলো পুরাপুরি অনুসরণ করুন আর কয়েকটা রমস ডাউনলোড করে দেখুন একটা না চললে অন্যটা তো চল্বে। ধন্যবাদ।

ami 3 ta roms download korsi. Tiger arcade a dukle sei roms gulo dekhai, tab korle kisu ho na.

    আপনি neo geo bios টি Roms ফোল্ডারে পেস্ট করেছেন? যদি করে থাকেন তাহলে আমি দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করতে পারি না। কারন মোটামুটি সবার সেটে এই গেম গুলো চলে। আপনার সেটে না চললে এইটা unfortunate ছাড়া আর কিছুই না।

Ami sobkisu apnar kotha moto koresi

darun laglo, ami ageo ey dhoroner game Android e khelechi. apnar rom gulo download kore dekhi. chole kina……

ধন্যবাদ। আপনি নির্দেশন গুলো পুরাপুরি অনুসরণ করুন না চলার কোন কারন দেখি না।

ধন্যবাদ। আপনি নির্দেশন গুলো পুরাপুরি অনুসরণ করলে না চলার কোন কারন দেখি না।

neo geo bios ki unzip kore pest korbo?

Level 2

vaia ami “PC” er jonno neo-geo onek try koreci akta ROM support kore to ar ekta support kore na. Ar king of fighter ar new gulo kaj kore na. Apnar kase jodi amon kono collection thake jate sobgulo kaj kore tahole please share koren. Mail: [email protected]

টেক টিউনসে প্রকাশিত এই পোস্টটি প্রিয়তে রেখেছিলাম যদিও এখনও আমি নিজেই খেলি নি গেম গুলো তবুও আপনার কাজে দিতে পারে।ধন্যবাদ।
https://www.techtunes.io/games/tune-id/63967

Very nice tune. Go on. 🙂

Level 0

full post copy and paste vai সি ?????????

    ফাইযলামি করার জায়গা পান না নাকি? কালকে নিজে পোস্ট লিখসি।আগে কোথায় দেখসেন পারলে লিঙ্ক দেন।

ডাউনলোড করতে পারছিনা … ERROR দেখাচ্ছে …। মিডিয়াফায়ারের গুলো ডাউনলোড করেছি কিন্তু emupparadise সাইটটি থেকে ডাউনলোড হচ্ছে না …

ভাই আমি মাত্রই চেক করলাম emupparadise থেকে ডাউনলোড তো করা যায় আমার পিসি এখান থেকে। আপনি mediafire এর গেম গুলো আপাতত খেলতে থাকুন আর emupparadise সাইট থেকে পরে আবার নামানোর চেষ্টা করুন। ধন্যবাদ।

vy……….. shob game ek shathe download korar ki kono upai ny……….. ekta ekta koira korte birokto lage…… r lots of thanks for this tune……… chorom kheltasi………

জেনে ভাল লাগলো আপনি গেমগুলো খেলে মজা পাচ্ছেন। সবগুলো গেম একসাথে করলে ৫/১০ গিগাবাইট এর কম হওয়ার কথা না। আমি নিজে যেহেতু লিমিটেড ডাটা প্লান ইউজ করি তাই নেটে খজে দেখিনি । তবে আপনাকে বলবো আমি যেই গেমগুলো খেলেছি ওই কয়টাই ডাউনলোড করলে যথেষ্ট হওয়ার কথা। কারন The king of Fighters, Street Fighters, Metal Slug সিরিজের গেম আছে মোটামুটি ৫০/৬০ টা সব গুলো ডাউনলোড করার কোন মানে হয় না। ধন্যবাদ 🙂

Ahmed Mohammad Rasel vy……… abaro thx j amar comments a reponse korar jonno…. r yes amio dekhlam j sob game dwn korata bokami, Tobe jodi “” kof 98, Last Blade , Double Dragon , Aero Fighters, ey game gula update diten valo hoito……… valo thakben.

আপনি কি বুঝাতে চেয়েছেন আমার কাছে সেটা পরিস্কার নয়। আপডেট বলতে কি আপনি পরবর্তি ভার্সনের কথা বুঝাচ্ছেন? KOF series এই লিঙ্কে : http://www.emuparadise.me/Neo_Geo_ROMs/Games-Starting-With-T/26
Aero Fighters 3 :
http://www.emuparadise.me/Neo_Geo_ROMs/Aero_Fighters_3_–_Sonic_Wings_3/119759
Last blade 2: http://www.emuparadise.me/Neo_Geo_ROMs/Last_Blade_2_–_Bakumatsu_Roman:_Dai_Ni_Maku_Gekka_no_Kenshi,_The/119648

Level 0

প্রিয়তে নিলাম। থ্যাংকস।

    স্বাগতম। প্রিয়তে নেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। 🙂

প্রিয়তে নিচ্ছি। ভাই site টি visit করে apps নামানুর চেষ্টা করি কিন্তু তা idm support করে না । বুঝতে পারছিনা কেন?

Bro apnar instruction follow korechi tobe kaj hocche na. sd card e neo geo bios file & game rom pest korechi.tiger arcade open korle game list show kore but tap korle kichu e hoy na.shomadhan pale janaben. R bios er link ta again update kore dile valo hoy.game gulo khelte root kora lagbe kina janaben.My phone : Symphony W35

ভাইয়া আমি নেওজিও গেম খেলতে পারছি না আমাকে একটু সাহায্য করবেন পিল্জ