আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের সাথে পেরাডাইস আইসল্যান্ড নামের একটি খুব সুন্দর গেম শেয়ার করব। গুগল প্লে থেকে ছয় লক্ষাধিক বার ডাউনলোড কৃত গেমটির অসাধারণ গেম প্লে আর গ্রাফিক্স আপনার নজর কাড়বেই বলে আমার বিশ্বাস। গেমটির খেলার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার আইসল্যান্ডটি নিজের মত করে সাজাবেন আর পর্যটকদের নিকট হতে টাকা সংগ্রহ করে গেমের বিভিন্ন পর্যায়ে উন্নিত হবেন। গুপ্ত ধন খোঁজা, নতুন রাস্তা নির্মাণ, হোটেল, কফিশপ, বাচ্চাদের খেলার জায়গা ইত্যাদি নির্মাণ করবেন। আপনারা যারা ফেসবুকে ফার্ম ভিলে খেলেন তাদের গেমটি আরও বেশি ভাল লাগবে বলে আমার বিশ্বাস। গেমটি খেলার জন্য ইন্টারনেট কনেকশন থাকা জরুরি না। অর্থাৎ আপনি অফলাইনে খেলতে পারবেন। তবে ফেসবুক বা টুইটারে শেয়ার করলে আলাদা বোনাস পাবেন।
Game Requirements:
Android OS 2.1 +
Game Version : 2.1.7
Game Size : 29 MB (Full Version)
Internet Connection : Not Mandatory
ফাইলটি জিপ করা আছে তাই Extract করে ইন্সটল করুন। আজ এ পর্যন্তই কোন সমস্যা হলে জানাবেন।
আরও অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আল্লাহ্ হাফেয
আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...
thnx bro…