১৫ টি সুপার ডুপার ও প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড Apps এর সমাহার

আসসালামুয়ালাইকুম।আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব।আর এনড্রএড নিয়ে যেহেতু আমার একটি ব্লগ রয়েছে তাই নানাবিধ অ্যাপস সম্পর্কে আমার মোটামুটি ভালই ধারনা রয়েছে।

আর এইসকল অ্যাপস হতে প্রয়োজনীয় কিছু এনড্রএড অ্যাপস আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখা ভাল আপনারা অনেকেই এই বিষয় গুলো জানেন তাই যারা জানেন না বা জানার সময় পান না তাদের জন্য আমার এই পোস্ট।ভুলত্রুটিহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

১. ডকুমেন্টস টু গো/ অফিস ফাইল রিডারঃ

মাইক্রোসফট অফিস ফাইল (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) ও পিডিফ ফাইল রিড করার জন্য গুগল প্লেতে অনেক অ্যাপস রয়েছে।আমি মোটামুটি সব গুলোই ইন্সটল করে দেখিছি। তার মাঝে ডকুমেন্টস টু গো এবং অফিস সুইট প্র এই দুইটি অ্যাপস আমার কাছে সব চাইতে ভাল লেগেছে। তার মধ্যে ডকুমেন্টস টু গো (ফুল ভার্সন) আপনাদের সাথে শেয়ার করলাম। এই আপসটির মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে যেকোনো কোন ডক ফাইল ( ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট) রিড, এডিট এমনকি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন।আর পিডিফ ফাইল শুধু ভিউ করতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।লিঙ্ক আপডেটেড( ৪ মেগাবাইট)

২. রেপ্লিগো পিডিএফ রিডারঃ

পিডিএফ ফাইল রিড করার করার জন্য আমার দেখা সব চাইতে ভাল অ্যাপস দুটি হচ্ছে ই-যেড পিডিএফ রিডার ও রেপ্লিগো পিডিএফ রিডার। এদের মধ্য থেকে রেপ্লিগো পিডিএফ রিডারটা শেয়ার করলাম।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ১ মেগাবাইট)

৩. প্রেয়ার টাইম্‌স প্র/আযানঃ

আমি নিজে আযান এর অনেকগুলো অ্যাপস ব্যাবহার করেছি। তাদের মধ্য থেকে সব চাইতে ভালটা (প্রেয়ার টাইম্‌স প্র )আপনাদের সাথে শেয়ার করলাম। ডাউনলোড করার পর ইন্সটল করে সেটিংস্‌ থেকে আমদের দেশ,শহর, হানাফি মাহজাব ইত্তাদি সিলেক্ট করুন।আর অ্যালার্ম এ আযান সিলেক্ট করে দিন।

বিঃদ্রঃ আযান এর সব আপস গুলতেই ওয়াক্ত হওয়ারর সাথে সাথে আযান (অ্যালার্ম)দেয়। সুতরাং জোহর ওয়াক্ত যদি ১২টায় হয় তাহলে আজানও ১২ টাতেই দিবে। আপনি যদি ১ টা তে আযান শুনতে চান তাহলে মূল টাইম এর সাথে অতিরিক্ত ৬০ মিনিট যোগ করে দিন ব্যাস কাজ শেষ।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৩ মেগাবাইট)

৪. সহিহ বোখারিশরীফ :

বোখারিশরীফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(৪ মেগাবাইট)

৫. আই এম প্র/ মেসেঞ্জারঃ

আপনারা অনেকেই ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক ইত্তাদি মেসেঞ্জার ইউস করেন। আবার অনেকে এক অ্যাপ দিয়ে সব সোশ্যাল নেটওয়ার্ক এ যুক্ত হওয়ার জন্য নিমবাজ,ইবাডি,আই.এম.ও ইউস করেন। তাদেরকে বলবো আই এম প্র মেসেঞ্জারটি ইউস করে দেখেন বাকি সব মেসেঞ্জার বাদ দিয়ে দিবেন। এই একটি অ্যাপ দিয়ে আপনি ফেসবুক, ইয়াহু, স্কাইপ, জি টক শহ মোট ১৭/১৮ টি সোশ্যাল নেটওয়ার্ক এ চ্যাট করতে পারবেন। প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৫ মেগাবাইট)

৬. কে-নাইন মেইলঃ

আপনারা যারা পিসিতে অউটলুক ইউস করেন তাদের জন্য এই অ্যাপসটি খুব কাজের।আপনাদের যাদের একাধিক মেইল অ্যাকাউন্ট আছে তারা এই একটি অ্যাপ দিয়ে আপনি আপানার একাধিক ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক মেইল চেক করতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (২ মেগাবাইট)

৭. নিউজ-হানট/বাংলা পত্রিকাঃ

আমি নিজে বাংলা পত্রিকার পড়ার জন্য শুরুতে প্রথমআলো অ্যাপসটি ব্যবহার করতাম। খুব ভাল অ্যাপস কিন্তু পরবর্তীতে নিউজ-হানট নামে এই অসাধারণ অ্যাপস টি পাই। এখানে বাংলা তিনটি পত্রিকাএকসাথে পাবেন(প্রথম আলো, কালেরকণ্ঠ, নয়া দিগন্ত) এবং একটি ইংরেজি পত্রিকাও পাবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(৩ মেগাবাইট)

৮. সিস্টেম অ্যাপ রিমুভারঃ

এই অ্যাপ টির মাধ্যমে আপনি আপনার মোবাইল এর অনাবশ্যক সিস্টেম অ্যাপ রিমুভ করতে পারবেন। তবে এর জন্য আপনার মোবাইল রুট করা থাকতে হবে। যাদের মোবাইল এর ইনটারনাল মেমোরি কম তাদের জন্য খুব কজের জিনিস। কিছু কিছু অ্যাপস আছে যেগুলো সেটের সাথে প্রি ইন্সটসড করা থাকে বিধায় সেগুলো আন-ইন্সটল করা যায় না কিন্তু এগুলোর সাথে সিস্টেম এর কোন যোগসূত্র নেই। যেমনঃ ফেসবুক, পিং, এটি এন্ড টি ইত্যাদি। তবে ১০০% নিশ্চিত না হয়ে কোন অ্যাপ রিমুভ করবেন না।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(৪৫ কিলোবাইট)

৯. অ্যাপ বেক-আপ রিস্টোরঃ

গুগল প্লে থেকে মোবাইল এ কোন অ্যাপ মোবাইল এ ডাউনলোড করলে সেই অ্যাপটি সরাসরি ইন্সটল হয় তাই উক্ত অ্যাপ এর কোন বেক-আপ থকে না ফলে একবার আন-ইন্সটল করলে আবার ডাউনলোড করার ঝামেলা করতে হয়। অ্যাপ বেক-আপ রিস্টোর আপটির মাধ্যমে আপনি চাইলে গুগল প্লে থেকে নামানো কোন অ্যাপ এর বেক-আপ রাখতে পারবেন এবং আন-ইন্সটল করার পরেও চাইলে ব্যাকআপ অংশ থেকে আবার ইন্সটল করতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ১৩৫ কিলোবাইট)

১০. হটস্পট শিল্ড ভি পি এনঃ

আমাদের দেশে অনেকেই আছেন যারা মোবাইল থেকে গুগল প্লেতে অ্যাক্সেস করতে পারে না বা মাঝে মাঝে সমস্যা হয়। তারা হটস্পট শিল্ড ভি পি এন অ্যাপ টি ইন্সটল করে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন আশা করি।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ২ মেগাবাইট)

১১. বাংলা অভিধানঃ

গুগল প্লেতে বেশ কয়েকটি বাংলা অভিধান রয়েছে। তাদের মধ্য থেকে ইংলিশ বাংলা ডিকশনারী ও বাংলা ডিকশনারী নাও অফলাইন আপনাদের সাথে শেয়ার করলাম। দুটি ডিকশনারীই খুব ছোট এবং অফলাইনে ব্যাবহার উপযোগী।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ৩ মেগাবাইট)

১২. মালটি লিং কীবোর্ড/ বাংলা কিবোর্ডঃ

আপনার অ্যান্ড্রএড মোবাইল থেকে বাংলা লিখার জন্য এই অ্যাপটি ব্যাবহার করতে পারেন। তবে এজন্য আপনার সেট বাংলা ফন্ট সাপরটেড হতে হবে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ৭০০ কিলোবাইট)

১৩. ব্লু-টুথ ফাইল ট্রান্সফার/ফাইল ম্যানেজারঃ

মেমোরি কার্ড রিড করার জন্য খুব ভাল একটি অ্যাপ। অনেক খোঁজাখুজির পর অ্যাড ফ্রী ভার্সনটি পেয়েছিলাম তাই শেয়ার করলাম।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ১ মেগাবাইট)

১৪. স্ক্রীন শট ইটঃ

ব্লগের প্রয়োজনে বা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য আমাদের মাঝে মাঝে মোবাইল এর ইন্তারনাল পিকচার তোলার দরকার হয়। এই আপটি দিয়ে আপনি আপনার সেটের ভেতরকার ছবি তুলতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ৫৭০ কিলোবাইট)

১৫. কাডিলাস অ্যান্ড ডায়ানসরসঃ

কাডিলাস অ্যান্ড ডায়ানসরস (আমাদের দেশের মোস্তফা) গুগল প্লেতে না থাকলেও এর জনপ্রিয়তার কথা আর নাই বা বললাম। ছোটবেলা থেকেই অনেকের এই গেমটির প্রতি রয়েছে প্রচণ্ড ভালবাসা। এমনকি এখনো খেলতে ভালো লাগে মোবাইলে। তাই শেয়ার করলাম আসাধারন এই গেমটি।

প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড ভার্সনঃ ১.৬+ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।( ৫ মেগাবাইট)

  • সবগুলো ফাইল জিপ করা তাই ডাউনলোড করার পর এক্সট্রাক করে ইন্সটল করবেন। কোন সমস্যা হলে জানাবেন।
  • ফেসবুকে অ্যান্ড্রএড অ্যাপস।
  • আরও অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। আজ এ পর্যন্তই।

আল্লাহ্‌ হাফেয।

Level 0

আমি Mohammad Rasel Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 217 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামুয়ালাইকুম।নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই।আমি অতি সাধারণ একজন মানুষ।সম্প্রতি এমবিএ শেষ করে আপাতত বেকার আছি।নিজে খুব সামান্যই জানি তাই এখানকার মূল্যবান লেখকদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করি।আমার কয়েকটি ব্লগ আছে তার মধ্যে অ্যান্ড্রএড নিয়ে করা আমার নতুন ব্লগটি হচ্ছে http://apk3.blogspot.com/ এবং ইবুক নিয়ে করা আমার আগের ব্লগটির...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Street Fighter tar ki apk ase?

    Street Fighter এর apk আমার কাছে নেই। আমি নিজে Street Fighter গেমটি tiger arcade ইমুলেটর দিয়ে খেলি তবে the king of fighters ’97 গেমটির apk আছে। আপনি চাইলে আমার ব্লগ http://apk3.blogspot.com/ থেকে গেমটি ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।

Street Fighter er rom ta den ami mame4all diye khelbo.

বোখারিশরীফ কি বাংলা?

না ভাই বোখারিশরীফ বাংলা নয় ইংরেজিতে ট্রান্সলেট করা।ধন্যবাদ @ কামরুল

ভাই ‍অ্যান্ড্রয়েড Apps গুলা SD CARD এ install করার কোন way থাকলে জানাবেন

    সবচাইতে সহজ পদ্ধতিতে অ্যাপস মেমোরি কার্ড এ ইন্সটল করার জন্য আপনি app to sd নামে একটা অ্যাপ পাবেন গুগল প্লেতে। এই জন্য প্রথমে যেকোনো অ্যাপ(সিস্টেম অ্যাপ বাদে) ইন্সটল করার পর আপনি এই আপটির মাধ্যমে মেমোরি কার্ড এ ট্রান্সফার করতে পারবেন। তবে এতেও সামান্য একটা অংশ আপনার ইনটারনাল মেমোরিতে জমা থাকবে। এজন্য আপনার এনড্রএড ভার্সন কমপক্ষে ২.২ হতে হবে। আর যদি আপনি বার বার ট্রান্সফার এর ঝামেলা থেকে মুক্তি পেতে চান তাহলে link 2 sd method ইউস করতে পারন। এই লিঙ্ক এ বিস্তারিত পাবেন।আমি নিজে এই পদ্ধতি ইউস করেছি। ধন্যবাদ @ moinulmithu
    https://www.techtunes.io/android/tune-id/171091

Street fighter এর রম ফাইলটা আপলোড করেছি।আপনি এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন @ আল ইমরান।

https://www.dropbox.com/s/mnwk6ryz44lgbhp/sf2.zip

    Mame to ase na.Tiger arcrade tar download link den.kibave rom set korvo? @Ahmed Mohammad
    Rasel

      মেমোরী কার্ডে একটি ফোল্ডার ক্রিয়েট করুন. ফোল্ডাররের নাম দিন Roms, তারপর জিপ ফাইলটি ওই ফোল্ডারএ রাখুন এক্সট্র্যাক্ট না করেই. টাইগার আরকেড ইনস্টল করে ওপেন করুন আর খেলুন.@আল ইমরান
      এই লিংক থেকে নামান Tiger arcrade:
      http://www.ziddu.com/download/21132656/tigerarcade3.1.1.zip.html

Vai multi link keybord diye bangla kivabe calo korbo akto janaben please. Ami galaxy note gt n800 e use korte chai please help me

    multiling keyboard ইন্সটল করার পর আপনার মোবাইলএর সেটিংস্‌ থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কীবোর্ড অপশন থেকে multiling keyboard সিলেক্ট করুন তারপর multiling keyboard অ্যাপটির ভেতর থেকে ল্যাঙ্গুয়েজ বাংলা আর ইংলিশ সিলেক্ট করুন আর switch IME to Multiling সিলেক্ট করুন। ধন্যবাদ @ obayet Ullah.

    আপনাকে অনেক অনেক ধননৱাদ “@obayet ullah:

আমার ব্লগটি আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো এবং ধন্যবাদ কমেন্ট করার জন্য @ নিউ আইটি ওয়ার্ল্ড।

আমি কাডিলাস অ্যান্ড ডায়ানসরস গেমটি খেলতে পারছিনা,………লেখা আসে insert coin…… এখন কি করব?

    আপনি insert coin…… আসার পর উপরে খুব হাল্কা লিখার দুইটি লিখা পাবেন coin, start. প্রথমে coin এ ক্লিক করুন তারপরে start এ ক্লিক করুন আর খেলুন 🙂

আপনার ব্লগটি আমার ভাল লেগেছে

    আমার ব্লগটি আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগলো এবং বুকমার্ক করার জন্য অনেক অনেক ধন্যবাদ।@আনিছুল কবির আকিল

@Ahmed Mohammad Rasel ধন‍্যবাদ।Tiger arcrade install. করেছি।আপনার দেয়া street fighter রমটা পায় না। অন‍্যগুলো ত পায়।

    ভাই আমিতো Tiger arcrad দিয়েই এই গেম টা খেলি।আপনার জন্য Tiger arcrade এর আরেকটা ভার্সন আপলোড করলাম।এইটা ডাউনলোড করে ইন্সটল করুন।
    http://www.ziddu.com/download/21417722/tigergamearcade2-2.2.0.zip.html
    মেমোরী কার্ডে একটি ফোল্ডার ক্রিয়েট করুন. ফোল্ডাররের নাম দিন Roms, তারপর জিপ ফাইলটি ওই ফোল্ডারএ রাখুন এক্সট্র্যাক্ট না করেই. টাইগার আরকেড ইনস্টল করে ওপেন করুন আর খেলুন.@আল ইমরান

Level 0

Sir…Apner post ta pore ami je ki khushi hoyechi ta bujhate parbona…Apne Ato marattok post likhte paren jana chilo na…Sir Android games kivabe PC te khelte parbo aita jodi dekhiye diten tyle dhonno hoye jetam…

ধন্যবাদ সিদ্দিকি ভাই।আপনি bluestakes সফটওয়্যারটির মাধ্যমে পিসিতে অ্যান্ড্রয়েড গেম খেলতে পারেন।

টিউন টি খুব হয়েছে অনেক apps পেয়েছি ।

Level 0

ভাই G1 or G2 কোনটা ভাল । এদের CWM এর link টা দেন please

thank u very much