আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
আশাকরি অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহ্র অশেষ কৃপায় মানসিক চাপের সঙ্গে ভালোই আছেন। আজ অনেক দিন পর টিউন করতে বসলাম, তার মানে এই নয় যে আপনাদের ভুলে গেছি। প্রায় দিন-ই আপনাদের পোস্ট পরেছি। কিন্তু কি লিখবো? কি বল্বো?--কিছুই বুঝতে পারছিলাম না। আজ অনেক নতুন হ্যাকারদের ছড়া-ছড়ি এখানে এবং পুরোনারা তো আছেই। তবে আমরা কি ভেবে দেখেছি আমরা কোন দিকে ছুটছি! কিসের জন্য ছুটছি?! আজ আমরা একে- অপরকে হ্যাকিং শিখাতে এবং শিখতে গিয়ে, একে-অপরকে গালি-গালাজ-- একে-অপরের ক্ষতি করতে একটুও দিধা হয়না। কেন আমরা হ্যাকিং-কে আমাদেরই ক্ষতির বা ধবংসের কারণ বানিয়ে নিচ্ছি?
হ্যাকিং একটি খুবই গুরুত্বপূর্ণ অস্ত্র, তাই উচিৎ একে সঠিক জায়গায় ব্যবহার করা। আসুন আমরা এটা মানব কল্যানে ব্যবহার করি। না কি একে-অপরকে ধবংসের কাজে! আল্লাহ্ আমাদের সঠিক বুদ্ধি দিন। আমীন!
আজ এখানেই শেষ করি। আগামীতে আরও কথা হবে। ততোক্ষুন ভালো থাকুন, সতর্ক থাকুন!
আমি মোকাররাম০০৯। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুরু হয় কিন্তু শেষ হয় না...এইতো জীবন!
thanks 2 you.for good advise