দেশী সাইটগুলো হ্যাকিং এ নেমেছে Expire নামের দেশের কুলাঙ্কার হ্যাকার গোষ্টী! দেশের সরকারী সাইটগুলোর নিরাপত্তা দেখতে আজ একটু বসে গেলাম পিসিতে। .gov.bd ডোমেইন এর একটি সা্ইটকে মারাত্মক ভালনারেবল পেলাম। অ্যাডমিনের পাসওয়ার্ডটি মাত্র ৭ সংখ্যার, পাসওয়ার্ডটিতে একটি সাল ও তিনটি ইংরেজী অক্ষর আছে মাত্র! এরকম বাচ্চা টাইপ পাসওয়ার্ড কোন সরকারী ও ওয়েবে দেয়াটা অ্যাডমিনের কতটুকু দক্ষতার পরিচয় দেয়? এসব হ্যাকিং এর জন্য সাইটের অ্যাডিমিনই কি দায়ী নয়?
মাত্র ৫মিনিটেই সহজ একটা এটাক দিয়ে সাইটটাকে ঝুলিয়ে দেয়া যাবে!
হ্যাকিং জিনিষটা আমার পছন্দের নয়। আমি সৃজনশীলতাকে পছন্দ করি। বাংলাদেশ সাইবার আর্মি যদি চায় তো আমি তাদের তথ্য দিয়ে সাহায়্য করতে পারি, যাদি তারা সাইটটিকে রক্ষা করতে চায়। সাইটের ডেভলোপাররা কি মেইল ফিডব্যাক পড়েন? পড়লে ত্রুতিটা তাদের জানানো যেত।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
r8