বাংলাদেশ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট(www.supremecourt.gov.bd) হ্যাক করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে এই ওয়েবসাইট হ্যাক হয়েছে বলে জানা গেছে। সাইটটিতে ডুকলেই লেখা দেখাচ্ছে, অপস…...ইউ গট হ্যাকড।
সেখানে লেখা আছে, ‘’(Some other hacker are trying to hack Bangladeshi sites!!and delete all the date!!Dont worry none of data is deleted!)’’ অর্থাৎ কিছু হ্যাকার বাংলাদেশি সাইট হ্যাক করতে এবং সব তথ্য মুছে ফেলতে চেষ্টা করছে। চিন্তা করোনা, কোন তথ্যই মুছে ফেলা যায় নি।
গণমাধ্যমের উদ্দেশ্যে বলা হয়েছে, A message to the people connected with press: As a journalist, as a writer, as a media person, You have more responsibility towards Bangladesh, People trust you, believe in you and follow you, what ever you write, what ever you show is taken as a truth, with the power of pen and cameras you can do what a normal Bangladeshi can’t do.. অর্থাৎ একজন সাংবাদিক, লেখক এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে দেশের প্রতি আপনাদের আরও অনেক দায়িত্ব রয়েছে। আপনারা যাই লেখেন না কেন, জনগণ আপনাদের বিশ্বাস করে, আস্থা রাখে এবং অনুসরণ করে। যা কিছু আপনারা উপস্থাপন করেন না কেন, তাকে সত্য হিসেবে মেনে নেয়। কলম ও ক্যামেরার সাহায্যে আপনারা এমন কিছু করেন, যা সাধারণ বাংলাদেশিরা করতে পারে না।
আরও উল্লেখ করা হয়েছে, ‘’So we request you, save this Bangladesh before Evil powers take the control of it…Be honest…don’t mislead people….)’’ অর্থাৎ সুতরাং আমরা আপনাদের অনুরোধ করছি, অপশক্তি নিয়ন্ত্রন নেওয়ার পূর্বেই আপনারা বাংলাদেশকে রক্ষা করুন। সৎ হন, জনগণকে বিভ্রান্ত করবেন না।
ভুল হলে ক্ষমা করবেন। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ
সুযোগ হলে আমার ব্লগে একটা ডু মাইরেন ।
আমি গাজী মোঃ ইয়াছিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 267 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেশকে ভালবাসুন, দেশের মানুষকে ভালবাসুন.................. visit http://projuktirtips.blogspot.com
1 e subject niya 3 bar tune hoilo