ফেসবুক কি সত্যি সত্যি হ্যাক হয়েছিল? আমি আজ(০৭.১১.২০১১) রাত ১২:০০ থেকে ১২:২০ পর্যন্ত ফেসবুক এ ঢুকতে পারি নি। যতবার চেষ্টা করি প্রত্যেকবার এই পেজ টা আসে।
আমি তখন ওই পেজ এর "view source" দেখে sure হই যে ফেসবুক এর মেইন সার্ভার এর পর্যন্ত connect হচ্ছে না। তখন বুঝতে পারলাম ফেসবুক হ্যাক হয়েছে। তবে সম্ভবতও ফেসবুক এর মেইন সার্ভার হয় নি। বাংলাদেশ এর DNS server অথবা এরকম কিছু হ্যাক হয়েছিল যেভাবে google.com.bd আগে হ্যাক হয়েছিল। আমি এ বেপারে এক্সপার্ট না। এরপর আমি https দিয়ে ট্রাই করে ঢুকতে পারি। কিছুক্ষন পরে দেখি আবার ঠিক হয়ে গিয়েছে। I am confused....
সত্যি ঘটনা কি হয়েছিল কেউ কি জানেন? আর কেউ কি এরকম সমস্যার মুখমুখি হয়েছেন? জানলে প্লিয শেয়ার করুন।
আমি tech_no। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 619 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কইতে পারলাম না … আর কারো কাছে এমন কিছু শুনি নাই। আপনি এইটা হ্যাকিং বিভাগে না দিয়া খবর বিভাগে দেয়া উচিৎ ছিল।