এবার বাংলাদেশের হ্যাকাররা আক্রমণ করেছে মালদ্বীপের ভারতীয় দুতাবাসে ওয়েবসাইটে।
মালদ্বিপ ইন্ডিয়া হাই কমিশনঃ http://www.hcimaldives.com/index.php
জয় বাংলা-জয় হ্যাকার।
আজ থেকে তিন-চার বছর আগে ভারতীয় কাপুরুষ বিএসএফ রাতের অন্ধকারে আমাদের সীমানায মাতলামি করতে এলে বাঘের বাচ্চা বিডিয়ারের জওয়ানেরাকড়ায় গন্ডায় হিসেব মিটিয়ে দিতো! আজ এতদিন পর মনে হচ্ছে আমাদের মহান বিডিয়ার বাহিনী বুঝি ফের ফিরে পেলাম!বাংলাদেশী হ্যাকার্সরা মালদ্বীপে ইন্ডিয়ান হাইকমিশনের সাইট হ্যাক করে সুন্দর নোটিশ ঝুলিয়ে দিয়েছে "we love your country and people ....but whats the problem of urs!! do u think bangladeshi people r dumb!!!!! Then go to helll!!!!!!!!!!!!!!!!!! BANGLADEshi hacker..
সাব্বাস, বাঘের বাচ্চা। দেখিয়ে দে ওদের। এভাবেই একদিন সবদিক দিয়ে ওদেরকে টেক্কা দিব ইনশাআল্লাহ!!
তথ্যসুত্রঃ সামহোয়ার ইন ব্লগ। http://www.somewhereinblog.net/blog/rainbow_bd/29445298#c6927681
আমি সিন্ক্রনাঈজড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
না মোটেই বেশি হচ্ছে না, যখন সীমানায় প্রতিদিন এত হারে মানুষ মরে তখন কি তারা বলে , বেশি বেশি হয়ে গেছে, আর করা উচিত না। আপনাদের তাইলে এত দরদ হচ্ছে কেন? ইন্ডিয়া কি শুধু মানুষই মারতেছে!!!! আর কিছুই কি করতেছে না, আপনাদের কারোই কি তা চোখে পড়ে না,
একটি দেশি চ্যানেলও ইন্ডিয়ায় প্রচার করা হয় না,যদিও তাদের অখাদ্য গুলা আমরা খাই, তবুও তারা আমাদেরটা খায় না, কেন!!!!
এদেশের পাব্লিক ইলিশ পায় না, পাইলেও কিনতে পারে না, আর তারা শায়েস্তা খার সস্তা দামে ইলিশ পায় কেমনে
মনমোহন আসল কিন্তু আসল কাজ তো কিছুই করল না,(তিস্তা চুক্তি), কেন!!!!
আপনারা কি অস্বীকার করতে পারবেন, দেশের সংস্কৃতি, বা শালীনতা যে ধ্বংসের দিকে আর মূল্যবোধহীনতা, এর জন্য ইন্ডিয়ান কালচারের আগ্রাসন কি দায়ী না, কয়জন ইংলিশ মুভি গান দেখে বা শুনে, তা চেয়ে ঢের শুনে হিন্দি মুভি গান, বাসায় বাসায় আন্টি খালাম্মারা তো পরকীয়া ভরপূর হিন্দি সিরিয়াল দেখার জন্য পাগল। হিন্দি কালচারই যদি দায়ী না হত তাহলে ডিংকা চিকা কামিজ, কারিনা শাড়ী ইত্যাদির জায়গা ব্রিটনি জিন্স আর ক্রিস্টিনা স্যান্ডেল শোভা পাইত।
তথ্যসুত্রঃ সামহোয়ার ইন ব্লগ। http://www.somewhereinblog.net/blog/rainbow_bd/29445298#c6927681
“India-Bangladesh” we are friend,
pakistan is our enemy, indian mujahidin, al kaeda is our enemy, hack them all.//\
majhkhan die kichu loke Bangladesh ar India r modhe jhamela pakache.
j ta sadharon manush dekhte pai na but anubhob korte pare,
so nijeder modhye jhamela kore lav nei tar theke enemy der destroy kori
become frnd
@ mitu bhai……ami jani india ja kortese ta thik na…ar oder proti amar kono dorodo nai…but amader aitao mante hobe je india amader theke soktisali….apner ki mone hoy simante amder desher manus bina karone mare ai jonne ami khusi or amder deshe kono govt khusi??? but onek somoy mene nite hoy…alochonay jete hoy…ato din tara amder dike takaiyao dekhe nai…ato din pore jokhon amader dike sahajjor hat barai dise…..jodio kisu somossa hoyeche kintu bangladesh ar matter nia indian govt a bisal alochona hocche, meeting daka hocche, indian newspaper a govt ke nia onek kotha likha hocche…..so??? amder uchit dorjo dora….amader uchit nijeder aro soktisali kora…..but akhon amder ta nai aita amra jemon jani apnio janen….bangalir akta name ase sunechen nischoi….huguke bangali….amara akhon tai korchi na???
ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার । ধন্যবাদ বিডি হ্যাকার ।
খুব ভাল হয়েছে, বেটা আমরা ও কম কিসে………………।
ভাই, কেউ কি আমাকে google+ এর একটা invitation send করবেন ? [email protected]
সাধু-সাধু 😛
@Jonty
Everyone doesn’t think like yourself….. And friendship-love-belief-trust-reliance,,,, whatever you say cannot be one sided.
We’ve never said or done anything which appears to be aggressive but every now and then india does so.
And surely who create Disquiet environment wearing the fake musk of Islam they are the enemy of all-Not just for you the Hindus, Christians, Buddhists, Jews, as wel for the peace loving Muslims…….
@ tanweer talukder – একদম খাটি কথা।
@Jonty – মুখে খালি ভালোবাসি কইলেই হয়!! আউটপুট তো ভিন্ন কথা কয়।
@ মানুষ – হুজুগে বাঙ্গালি শব্দটা মনে হয় আপনেও শুনছেন। আর বিশাল আলোচনার কথা বলেছেন তো। এটা সর্বজন বিধিত যে, আলোচনার ফলাফলটা কি হয়। আশ্বাস পর্যন্তই শেষ।
ভারত শক্তিশালী বলে আমাদের মার খেতে হবে, ধৈর্য্য ধরে বসে থাকতে হবে? বাহ!! কি দারুন কথা। আপনি এখানে আমাদের জাওয়ানদের আন্ডার ইষ্টিমেট করেছেন। আমাদের জাওয়ানদের ব্যাপারে আপনার কোনো ধারনাই নাই। আপনাকে একটু ধারনা দেওয়ার জন্য বলছি – আপনি রোমারীর ঘটনাটা একটু নিজ দায়িত্বে জেনে নেবেন। পাক-ভারত যুদ্ধে ইষ্ট-বেঙ্গল রেজিমেন্টের ইতিহাসটাও একটু ঘেটে দেখবেন।
আমার কথাগুলোই আপনি বলে দিলেন। আরেকটা কথা, যদি আমরা ওদের থেকে দুর্বল, এই কথাটা ভেবে শান্তভাবেই বসে থাকি তবে কেন বসে থাকলাম মুক্তিযুদ্ধে, পাকিস্তান তো আমাদের থেকে অনেক শক্তিশালী ছিল, তখন কি তাই বলে বসে থেকেছিলাম। এ যুগের বাংগালীরা যে সত্যিই ভিতু হয়ে গেছে, তা মানুষ ভাই আরেকবার প্রমান করলেন। আর ভিতু যদি নাই ই হত, তাহলে এদেশে রাজনীতির বিরুদ্ধে আরেকটা আন্না হাজারী বের হত,মামলা খাওয়ার বা জেলে ঢুকার বা দেশদ্রোহী গালি খাওয়ার ভয় করত না। যা হোক, প্রসংগ পাল্টাতে চাই না। ধন্যবাদ।
koyekdin pore tune r shironam hobe , “একজন ভারতীয়কে খুন করে আসলাম”
ar tokhon shobai mile bolbe “bagher bachha” lol
kichhu loker manoshikota eto chhoto hoy keno?
tiger-met na ki jeno naamer ekta hacker chilo, koyekdin ei TT tei tar naame koto proshongsha chollo, tune porjonto holo tar kirti bornona kore , tar bipokkhe je kotha bollo she hoe gelo beiman, tarpore jokhon tiger-met TT te hacking try korlo, tokhon she kharap hoe gelo,lol
shudhu porashona korlei shikkhito howoa jay na, manoshikota udar hote hoy, jara comment e bahoba dichhe ,eder theke ki asha kora jay? hurrrrrrrr
@সিন্ক্রনাঈজড : vaia, apni amar kotha bujhte bhul korechhen, ami Indian der pokkhe kotha bolinai, ami hacking r biruddhe kotha bolechi, ami amader manoshikotar biruddhe kotha bolechhi, ei hacker ta je koyekdion pore TT hack korbena ,tar nishchoyota ki? Tiger-met r kotha to bollam e, asha kori amar obosthan ta bujhte perechhen vaia. Kharap jinish shob shomoyei poritajjo,hok ta amader chorom shotru r biruddhe
সিলেটের কমলগঞ্জ উপজেলার চাম্পা রায় চা বাগানে গিয়েছিলাম। চা বাগানের এক প্রান্তে ছোট খাল, খালের ওপারে বাংলাদেশের পিলার তারপর নো ম্যানস ল্যান্ড তারপর ভারতের তারকাঁটার বেড়া। এখন ভারতীয় বিএসএস প্রতিদিন সকালে গেট খুলে দেয় আর ভারতীয়রা বাংলাদেশের পিলার পর্যন্ত যে নো ম্যানস ল্যান্ড সেখানে ধান চাষ করে বা বিভিন্ন ফসল চাষ করে সন্ধ্যায় চলে যায়। নো ম্যানস ল্যান্ড কার জমি আর এটুকু লোভও তো ওরা সামলাতে পারেনা। বোধহয় প্রতিটি সীমান্ত এলাকায় অবস্থা। হ্যাকার ভাইরা এত ওয়েব সাইট হ্যাক না করে শুধু ওরা আমাদের যে দুটি ওয়েব সাইট হ্যাক করেছিল ওদেরও সে দুইটি হ্যাক করে দেখান মনের জ্বালা জুড়াই। এর বেশী করার কি দরকার।
@learner: প্রসংগ এর বাইরে চলে যাওয়া যুক্তিতে হেরে যাওয়ারই আরেক নাম, আপনি যা বললেন এগুলা তো ভাব সম্প্রসারনে ছাড়া আর কোথাও প্রয়োগ করা যায় বলে মনে হয় না, পারলে আমার কথাগুলোর যুক্তি দিন। উদারতা কি কম দেখান হইসে, আপনিই বলেন, আর কত “শান্ত হয়ে দেখি ” কথাটা বলে ভীতির রূপ ঢাকতে চাইবেন। আর
কোথায় ওয়েব সাইট হ্যাক করা আর কোথায় মানুষ খুন করা,
“koyekdin pore tune r shironam hobe , “একজন ভারতীয়কে খুন করে আসলাম”
ar tokhon shobai mile bolbe “bagher bachha” lol”
আপনি কি সব কথাকে জোক বানিয়েই মজা পান ?
কেন গেলেন পাকিস্তানিদের সাথে যুদ্ধ বাঁধাতে, চুপচাপ শান্ত হয়ে দেখতে পারলেন না কি করে ওরা!!!!
আপনি ১০/২০ টা মানুষ মারা পর্যন্ত অপেক্ষা করে দেখবেন কি হয় ? ঠিক আছে, ধরলাম আপনি নির্বিকারভাবে অপেক্ষা করছেন,আর ১০/২০টা মানুষ মারার পরে ওরা বলল(আসলে ১০/২০টা না, মারতেছে তো আরো বেশি, আপনাকে খুশি করার জন্য একটু কম ধরলাম আর কি), আর মারব না,এবার আপনি বললেন ঠিক আছে, সমাধান হল। তাই না!!!! আপনার কাছে সমাধান হতে পারে, কিন্তু যার বাপ মা, মে ছেলে মরে তারা তো কোনো বিচারই পেল না। তারা বুঝে স্বজন হারানোর বেদনা কি ? ভুক্তভোগী তো আর আপনি নন।
একজন হ্যাকার এই হত্যার বদলা নিতে ইন্ডিয়ার সাইট হ্যাক করায় সবাই বাহবা দিচ্ছে কেন জানেন ? কারণ, বাংগালীর হৃদয় আছে, বাংগালীরাও চায় না, হত্যার বদলা নিতে ইন্ডিয়ান হত্যা করা হোক, সাইট হ্যাক হইসে এই একটুতেই বাংগালী খুশি, আর তাই তো কেউ বলেনি “শালারা খালি সাইটই হ্যাক করলি, ইন্ডিয়ান কেউরে মাইরা আইলি না কেন?” আর এখানেই আমাদের উদারতা, আর কেউ কাপুরুষের মত বসে না থেকে সাইট হ্যাক করার মত অন্তত ছোট একটা কাজ করেছে প্রতিবাদ হিসেবে, এখানেই আমাদের বীরত্ব। আশা উদারতা, বীরত্ব আর ভীরূতা শব্দগুলো বুঝতে এখন আর আপনার অসুবিধা হবে।
@MITHU : apni to amar kothatai bollen, nije bhuktobhogi na hole apnader matha gorom hoy na, oi hacker jodi TT hack kore ,tokhono ki take apni bahoba diben? jara kharap tara shob shomei kharap. Indian site hack korar jonno tiger-met ke nie lafalafi korechhilen,mone achhe? pore TT hack korlo kichhukhoner jonno ,tokhon kemon legechilo? tokhon to oi bhalo hacker ta apnader kachhe kharap hoe gieachhilo. ei hacker o je koyekdin pore apnar ba amar site ba amader praner TT hack korbena, tar nishchoyota ki? kharap kaje utshahito korle nijero kharap hobe, upor dike thutu dile nijer gayei thutu pore
যে বুঝে না তাকে বুঝানো যায়, কিন্তু যে বুঝেও না বুঝার ভান করে, তাকে কখনই বুঝানো যায় না,এখানে একজনের কাজ এবং সেই কাজের উদ্দেশ্যকে বাহবা দেয়া হচ্ছে, শুনুন বাহবা দেয়ার উদ্দেশ্য কি তা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এখানে তার দেশপ্রেমের জন্য কৃতকাজের প্রশংসা করা হচ্চে। দেশপ্রেমের জন্য একজন কিছু একটা তো করছে। আরো একশটা টাইগারমেটও যদি এসে মানুষ হত্যার প্রতিবাদে ইন্ডিয়ান সাইট হ্যাক করে এবং সেই সাথে টিটিও হ্যাক করে তবে এখনও সবাই এখনও সবাই তাকে প্রথম কাজের জন্য বাহবা দিবে এবং ২য় কাজের জন্য নিন্দা করবে। কাজের উদ্দেশ্যটা দেখুন। আজ যে মালদীপে ভারত দূতাবাসের সাইট জাস্ট ধ্বংসলীলা চালানোর জন্য হ্যাক করত আর সাইটে লিখে দিত, “দেখ শালা, তোদের সাইট হ্যাক করলাম, এমনি এমনি “, তাহলে দেখতেন একজনও তাকে বাহবা দিত না। আর এ সব ব্যাপারে আপনাকে আর বোঝানো যাবে না, আবারো বলছি, পারলে আমার প্রতিটা কথার যুক্তি খন্ডান। ট্র্যাকের মধ্যে থাকুন।
@MITHU : tahole to Indian manushke mere jodi keu bole ,”India tista chukti korenai,tai ekta Indian khun kore ashlam,ami deshprem e udbuddho hoe ekta Indian khun korlam” amar to mone hoy apni bahoba diben, jehetu deshprem ,lol, shobshomoy mone rakhben, kharap shobshomoy e kharap, deshprem dekhanor bohu jayga achhe,eishob kore deshprem hoyna
হ্যাক করা আর মানুষ মারা কি এক ? আমি আগেই বলছি, দেশপ্রেম কিভাবে দেখাতে হবে “বাংগালীর হৃদয় আছে, বাংগালীরাও চায় না, হত্যার বদলা নিতে ইন্ডিয়ান হত্যা করা হোক, সাইট হ্যাক হইসে এই একটুতেই বাংগালী খুশি, আর তাই তো কেউ বলেনি “শালারা খালি সাইটই হ্যাক করলি, ইন্ডিয়ান কেউরে মাইরা আইলি না কেন?” আর এখানেই আমাদের উদারতা, আর কেউ কাপুরুষের মত বসে না থেকে সাইট হ্যাক করার মত অন্তত ছোট একটা কাজ করেছে প্রতিবাদ হিসেবে, এখানেই আমাদের বীরত্ব। আশা উদারতা, বীরত্ব আর ভীরূতা শব্দগুলো বুঝতে এখন আর আপনার অসুবিধা হবে।”
তাহলে দেশপ্রেম কিভাবে দেখাতে হবে বলেন, আপনার মত হাত পা গুটিয়ে বছরের পর বছর ধরে ধৈর্য ধরতেছি কথাটা বলে, এতদিন কি শান্ত ছিলাম বলে মনে হয় না, একাত্তরে কি তাহলে যুদ্ধ হইসে কেন, এই কথার উত্তর তো তাহলে একটাই দাঁড়ায়, আপনার মত হাত পা গুটানিওয়ালা মানুষ ছিল না বলে,খারাপ সব সময়েই খারাপ, কি দরকার পাক হানাদারগুলারে গুলি কইরা মারা, আমি আগেই বলছি , কোথায় সাইট হ্যাক করা আর কোথায় মানুষ মারা। “মানুষ মারার বদলে সামান্য সাইট হ্যাক করলাম মানুষ মারি নাই। আর এতেই আমরা খুশি” মাথায় যদি কিছু থেকে তাইলে এই কথার অর্থ আশা করি বুঝতে পারবেন কথা না বাড়ায়ে।
@MITHU : vaia,apni eto bojhen, to eita bujhte parchhen na keno je ami kharap kaajke ghrina korte bolechhi, apni ki hacking kora ta khub bhalo kaaj mone korchhen?etar answer den, kharap kaaj ta je uddeshei kora hok na keno ta kharap, amar comment ta chhilo emon, othocho apni shudhu palta jobab dear jonno kotha take kothay tene nie jachhen?
@jonty: না ভাই, ইন্ডীয়ার আপামর জনগনের দোষ আমি দিচ্ছি না, আসলে জনগন কি , সব কিছুর কলকাঠি নাড়ে সরকার, তা আপনার দেশ বা আমার দেশ যে দেশের কথাই বলেন না কেন? তবে আপনি যে বন্ধু বন্ধু করছেন, একথা তো কি মুখে বললেই হবে, আপনাদের মধ্যে থেকে তো একজন আন্না হাজারী বের হল, পারবেন কি বন্ধুর স্বার্থে আরেকজন হাজারী বের করতে আর তাকে সাপোর্ট করতে ?
আমি যদি বলি “আপনারা মানুষ মারা বন্ধ করেন আর আমাদের উপর সব কুকর্ম বন্ধ করেন তাহলে আমরাও আপনাদের বন্ধু বলে মেনে নেব।”এই কথাটার সাথে কি তাহলে একমত পোষন করা যায় না?
আর আরেকটা কথা ইন্ডিয়ার কোন কোন ব্যাপার গুলো আমাদের দেশে খারাপ প্রভাব ফেলছে তা আমি উল্লেখ করেছি(আরো অনেক গুলো আছে, বলতে গেলে ভাষন হবে), এবং কেউ যদি ইন্ডিয়াকে শত্রু ভাবে তো এসকল কারনেই ভাবতে পারে, কিন্তু আপনি পাকিস্তানিকে আপনাদের+আমাদের শত্রু বলেছেন, এবার এর পেছনে আমার মত কিছু কারণ উল্লেখ করুন তো। না, এর মানে এই নয় যে, আমি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছি। এর মানে হল, আমি প্রতিটা কথাই যুক্তি নিয়ে নাড়াতে চাই।
@MITHU: MITHU @ আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর এবং সহজ ভাবে মন্তব্য করার জন্য। এর পরেও যদি কেউ বিরোধিতা করে তাইলে সেজেগে জেগে ঘুমায় বলেই মনে হয়।
@ MITHU ভাই – সম্পূর্ণ সহমত পোষন করছি। অন্যরাও তাই করবে বলে জানি।
জাতিগত বিভেদ হলেই যে শত্রু হয়ে যাবে এরূপ ভাববার তো কোন অবকাশ নাই। যারা এই মনোভাব পোষন করে তাদেরকে তো সুস্থ বলা যায় না। শত্রু হওয়ার জন্য দরকার কারণ।
সুনির্দিষ্ট কারণ ছাড়া আমি কাউকে শত্রু বলতে নারাজ। এক্ষেত্রে আমিও মিঠু ভাইয়ের মত বলতে চাই, কাউকে আঘাত করার জন্য কিংবা কারো পক্ষাবলম্বন করার জন্য আমি কথাগুলো বলছি না। প্লিজ যুক্তি দেখান।
@ marufbillah bhai alochona result ki hobe ta age ak rokom chilo..but akhon situation a onno rokom aktu indian newspaper gula dekhen….indian prime minister porjonto ai bepar gula niye bibroto…sob prodesh ar mukkho montrira ai bepar niye meeting kortese…so aiber situation ager moto na…
ar ami boli nai je oder website hack koresen karap koresen…valo koreche but guli to onno dik diye korsen…ki amon aha mori web site hack korse??? ora amader police, railway web site hack korse…amara jodi oder army web site hack korte partam taile ami boltam SABAS BANGALI BAGER BACCHA…ora amader web site hack korse amra oder ta korsi…its fine…its like a cyber war…amar oita kono prb nai…ami aro proud feel korbo….but choto khato information website hack koira bilai ar baccha hobar kono iccha amr nai….and rajnoitik bepar ar jobabe hacking korte hobe aita amar kase mone hoiche thik na…ora hack korse amrao kosi…thats great…rajnoitik berpar jobab rajnoitik vasay deya uchit…
ar ami kintu boli nai je indian ra amder theke sottisali tai boy pete hobe…..amr boktobbo chilo tara amder theke sotki sali amader uchit tader theke soktisali hoye tader daat vanga jobar dite….ar jonne amder nijeke prostut korte hobe….but akhon jodi amon agdum vagdum kore ora amder ki korbe???
accha akta kotha bolen….amder deshe computer a expert koyjon???
amder deshe proper computer training institute koyta???
je koyta ache segular man kemon???
computer a amder deshe kono percent manus kajer kaj kore???
ami amon akjon cse pass student deksi je tar windows setup dite pare na….
amader deshe akhon prayh sobar basay computer ase net ase…..but amra koto tuku kaj kortese..??? amra ki sikchi??? gorar anda….ar indiar dike takai dekhen tara IT te koto develop…microsoft, apple, nasa ai type high profile jaygay tara kaj kore…
ami tader gunogaan gacchi na…ami aitai bujate chacchi amder ki kora uchit…aveg diye na cinta kore bran diye koren bhai….USA ar dike dekhen….Chine ar dike dekhen…..Rasia ar dike dekhen tara kibhabe think kore….Rasia aj abr matha uchu kore darache karon ta matha diye kaj korse nijeke soktisali korche jodi abeg diye kaj korto tahole ajke tara ses hoye jeto….
so age nijeke judder jonne ready korte hobe….tarpor juddo korte hobe….71 ar example dilen…oi somoy amra avege judde japiye porechilam sotti..kintu amder bondhu desh gulo jodi amader support na dito tahole ki amra shadinota petem???
@মানুষ : apnar shathe 100% shohomot bro, apnar ei kotha gulo bojhate hoy oshikhito,murkho manushder, kintu afsos ei kotha gulo ekhankar tothakothito shikkhito chhele guloke bujhate hochhe, tarporeo tara bujhchhena,lol , chinta koren,eder shikkhar level ta kothay? ekjon eshe bollo hack kore ashlam Indian site, ar shathe shathe eigulo lafate shuru korechhe,eder ki nijeder chintashokti bole kichhu nai?
@learner: দুনিয়ায় কিছু লোক আছে যারা না বুঝেই চারপাশের শুনা কথা থেকে একটা ধারণা করা থেকে। আর আমার তো মনে আপনার ইন্টারনেট বা কম্পিউটারের দুনিয়ায় জ্ঞান কম। কারণ এ ধরণের লোকেরাই ধারণা করে হ্যাকিং মাত্রই খারাপ জিনিস । তারা মনে করে “হ্যাকিং!!! বাপরে এর মত খারাপ কাজ হয় না। ” তাই না!!!! টিটির পাশে একটা হ্যাকিং বিষয়ক চেইন টিউন আছে, চোখে পরে নাই ? টিটিতে আসেন কেন, যে সাইট কিনা এত খারাপ একটা জিনিস শিখায়!!!! আমি এতক্ষনে বুঝতে পারলাম, আমি কার সাথে এত প্যাচাল পাড়তেছি। আমি আপনার কথার জবাব সরাসরি দিলাম।
“apni ki hacking kora ta khub bhalo kaaj mone korchhen?etar answer den, kharap kaaj ta je uddeshei kora hok na keno ta kharap”—– said by LEANRER just a few comments before,(কিছুক্ষন আগে এ কথাটা learner নামের একজন বলছে)” ethical hacking বলে যে একটা শব্দ আপনি জানেন এই কমেন্টে শব্দটা ব্যবহারের মাধ্যমেই বোঝা গেল, এর আগে কথাটা একবারও উচ্চারণ করেন নাই, যা হোক,লজিক জানলে আমার প্রতিটা কথার “to the point ” উত্তর দিতেন।
@MITHU : lol, apnar moto buddhiman lok ke je eto details e bolte hobe ,ta to jana chhilo na, tahole shonen, amra jokhon hacking proshonge boli,jodi sheta kharap orthe boli, tokhon shudhu hacking e boli, ar jokhon bhalo bujhai tokhon “ethical hacking” word ta use kori, asha kori bujhte perechhen, ekhon to dekhchhi apnake ABCD theke shekhate hobe,lol, ar apni to kono prosnoi korennai, amswer dibo ki? apni to amar comment e eshe ojotha i naak goliechhen, amar kothar mul theme tai dhorte parennai,ojothai lafalafi kore nijer wait komachhen
লজিক জিনিসটাই এমন, বলতে হলে এমন ভাবে বলতে হবে যেনো ফাঁক না থাকে, মার্চেন্ট অব ভেনিস গল্পটাতো জানেন, যেখানে এক কেজি মাংস কাটার চুক্তি করা হয়েছিল অথচ রক্ত ফেলার কথা লেখা হয়নি বলে সেই ফাঁক থেকেই ভিকটিম বেঁচে, অথচ কে না জানে, মাংস কাটলে রক্ত পড়বে। যা হোক, “apni ki hacking kora ta khub bhalo kaaj mone korchhen?etar answer den, kharap kaaj ta je uddeshei kora hok na keno ta kharap” একথা দিয়ে কি বুঝায় আপনি আর কেউকে জিজ্ঞেস করলেই উত্তর পাবেন। আপনার কথার মূল থিম “এভাবে ইন্ডিয়ার একটা সাইট হ্যাক করাটা কি উচিত বদলা হিসেব”, কেন উচিত তা আমি বলছি, আমার এই “কেন উচিত” এর প্রতি উত্তর দেননি। কেন মানুষের সাপোর্ট তাও আমি বলছি,”কেন সাপোর্ট” এর প্রতি উত্তর আপনি দেননি। ইন্ডিয়ানকে বদলা হিসেবে খুন করার সাথে সাইট হ্যাকের পার্থক্য ও আমি বলছি,আপনি আর এই পার্থক্য এর বিষয়েও কথা বলেননি এতদিন চুপচাপ থাকার পর এখন জেগে ওঠা কেন দরকার, তাও বলছি, আপনি এটাকে মানবতা হীন কাজ বলছেন, আমি বললাম এতে দেশ প্রেম ও মানবতার পরিচয় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় তাও আমি বলছি, আপনিও এ ব্যাপারে কিছু বলতে পারেন নি। সুতরাং, আর কথা বাড়ানোর কোনো দরকার মনে করছি না।
@ MITHU : well, oi line tar bekkha ami dieachhi, amar mone hoy apnar chokhe problem achhe , tai bekkha ta dekhte pannai,
eibar shorashori prosno korechhen, ekhon tahole uttor nen
1) keno bodla nea uchit etar answer e apni bolechen “যখন সীমানায় প্রতিদিন এত হারে মানুষ মরে তখন কি তারা বলে , বেশি বেশি হয়ে গেছে, আর করা উচিত না। আপনাদের তাইলে এত দরদ হচ্ছে কেন? ইন্ডিয়া কি শুধু মানুষই মারতেছে!!!! আর কিছুই কি করতেছে না, আপনাদের কারোই কি তা চোখে পড়ে না,
একটি দেশি চ্যানেলও ইন্ডিয়ায় প্রচার করা হয় না,যদিও তাদের অখাদ্য গুলা আমরা খাই, তবুও তারা আমাদেরটা খায় না, কেন!!!!
এদেশের পাব্লিক ইলিশ পায় না, পাইলেও কিনতে পারে না, আর তারা শায়েস্তা খার সস্তা দামে ইলিশ পায় কেমনে”
tar mane holo dhoren apni ekta oporadh korlen, ami apnake kichhu na bole apnar mamato bon ke dhorshon kore ashbo protishodh hishabe , tai na?koi jai?
je oporadh korechhe parle take shasti den,ei website tar malik to kono opradh korenai, oporadh korechhe je shimante manush merechhe,je ilish atkie dichhe , parle take shasti den,lol ki ar bolbo? buddhir sholpota,lol
2)khun kora ar hack korar shamonjoshsho jante chachhilen, sheta clr kori, shadharon site r shathe shorkari site r parthokko holo,ek ekta shorkari website shei desh ek ekta mukhpatrer hishabe kaaj kore,(eto govir kotha bujhben ki na ke jane?)oi site take jokhon hack kora hoy, tokhon prokarantore oi mukhpatro ke mere fela hoy,
3)ekta onno desh r shorkari website hack kore je deshprem ,manobotar porichoy dea jay, eta apnar moto loker matha thekei ber hote pare, deshprem r notun shonga abishkarok hishabe apnake award dea uchit,lol, koi theke je eigula ashe……….hurrrr
apnar shob proshner uttor koray-gonday dilam, ekhon matha te dhukchhe????????
amar je comment r upor apni jhapaia porechhilen, sheta bojhar khomota apnar chhilona, thakle eto dur ashten na, hoyto apnar jonno comment ta jotil hoe gieachilo, ekhon shohoj bhasha te shonen , ami je comment ta korechhilam, shetar theme chhilo,
itipurbe tigermet ke nie je matamati apnara shuru korechilen, ei hacker o je oi kaaj korbena,tar nishchoyota ki? tai kharap kaaj ke bahoba dea uchit noy, ekhon bujhchhen?????????
কথা বার্তা সংযত করুন, এটা সামু না যে, ওখানকার মত যাচ্ছে তাই কথা বলবেন। কোনো টিউনও করার গুন বা ব্রেন নাই আবার আরেকজনে বুদ্ধি মাপেন, খালি তো পারেন পকপক করতে। “কোত্থেকে আসে” না, বরং টিটিতে আছি অনেকদিন ধরে, আপনার মত অল্প কয়দিনের পাব্লিক হয়ে ফাল পাড়ি না, পাব্লিক না দেখেও কথা বলি না।
ভদ্রতা শিখুন। এতদিনে শিখার কথা পরিবার থেকে এসে থাকলে । আরো অনেক কিছু বলতে গিয়ে ডিলিট করলাম, মডারেটকে অনুরোধ করব যথাযথ ব্যবস্থা নিতে।
আপনার কথার জবাব দেয়ার ইচ্ছা ছিলো, তবে তা সংক্ষেপে দিচ্ছি কথা অন্যদিকে ঘুরে গেল বলে “বর্ডার কিলিং আর ইলিশ কেনাবেচা কোনো ব্যক্তিকেন্দ্রিক ভাবে হচ্ছে না,যে আজ জমির ছমিরকে মারছে, তাই কাল জমিরকে মারতে হবে। বিএসএফ ই তো মারছে। এটা প্রশাসনিক বা রাস্ট্রীয় পর্যায়ের সমস্যা,তাই প্রতিশোধও ব্যক্তিকেন্দ্রিক না করে রাষ্ট্রীয়ভাবেই বা সামষ্টিক ভাবে করতে বলা হচ্ছে। আর এই সাইটও অফিশিয়াল সাইট, কোনো ব্যক্তিগত না।”
@MITHU : eito line e chole ashchhen vaia, etokkhone apnar ashol roop ber hoe esheche, apni ki janen vaia? manush kokhon uttejito hoy? jokhon dekhe tar kotha te bhul achhe & shei bhul ta dhora pore gieachhe ,apni amar kachhe answer cheachhilen, answer dieachhi, ekhon jokhon dekhte pelen er palta bolar moto kono kichhu apnar nai, tokhon apni moderator ke dak diechhen, bhalo , moderator ashuk dekhuk, ke age shuru korechhe, sheta tarai dekhuk, ami ohingsho vabe ekta comment korechhi,ar apni eshe shekhane jhapie porechhen, tobu amar dukkho nai, apni je apnar bhul bujhte perechhen, eijonno dhonnobad,lol
@ Learner….thanks bhai apne amr kotha gulo bujte perechen….ar mitu bhai ar dos nai…uni asole besi valo manus….abeg diye cinta kore….tai amon kotha bolse…ar besi kisu na…..amader asole abeg diyao cinta korte hobe abr brain diyeo kaj korte hobe…
amr mote bullet ar bodle bullet…rokter bodele rokto hacking ar bodole hacking….
@ mitu… bhai akta kotha bolen to….jodi akhon indian hacker ta Bangladesh attack kore kotokhon parben nijeder rokkha korte???
tai bolchi age nijeke powerful koren then attack koren……
and last amader mone hoy ai bepar niye kotha bhondo kore deya uchit….coz abr mone hoy besi hoye jacche….amra hocchi bhai bhai….amara jodi nijera nijera jogra kori tahole to bairer enemyder jonne sohoj hoye jabe amder ses kore dite…..so asun amra songoboddo hoi…nijeder aro powerfull kori…..dhonnobad sobaike………
আরো বেশি বেশি হ্যাকার জন্ম নিক সোনার বাংলায়।
আপনিও হ্যাকার হোন। পড়ুন হ্যাকিং এর প্রথম বাংলা বই হ্যাকোলজি।
http://www.migahost.com/j8nt349cxovo/Hackology1.0_By_p1n1x_Cr3w.pdf
আমি হ্যাকারকে চিনি সে হয়ত আপনে নাহয় আপনের কোনো বন্ধু।কারণ আপনার এই আইডি নতুন।আবার কাল ওয়েবসাইট হ্যাকিং সম্বন্ধে আরেকজন লেখেছিলেন সেও নতুন।পোন্ট একটি।আর হ্যাক হলে আপনে খবর পাইলেন কি করে