বিডি হ্যাকারস দের সহযোগিতায় হ্যাক থেকে মুক্ত হল বাংলাদেশ রেলওয়ের ও পুলিশের ওয়েবসাইটটি।

Level 2
Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka

সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

  • কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।

গুড লাক

বিডি হ্যাকারস

  • বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.railway.gov.bd হ্যাক হয়েছে ৩১/৮/২০১১ রাতে।গ্রেট ইন্ডিয়ানস হ্যাকারস নামের হ্যাককারীরা রেলওয়ের হোম পেইজে উল্লেখ করেছে যে বাংলাদেশের ওয়েবসাইট এ রেলওয়ের এর ব্যবস্থা দুর্বল ও আরো উল্লেখ করে ,কোন ফাইল নষ্ট করেনি।

  • কিন্ত,আজ আনুমানিক ভোর রাতে এর মধ্য ইন্ডিয়ান্স হ্যাকারসদের জবাব এ বিডি হ্যাকারস ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল সাইট এর সকল সমস্যাসমাধান দিয়েছে।বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটি হ্যাক হওয়া ঘটনার পরপর পুলিশের ওয়েবসাইটটি (http://police.gov.bd) হ্যাক করে।কিন্তু, বিডি হ্যাকারস থেমে নেই সাথে সাথে ইন্ডিয়ান্স হ্যাকারসদের হাত থেকে দখলে করে নিয়েছে পুলিশের ওয়েবসাইটটি।বর্তমানে বাংলাদেশের পুলিশের ওয়েবসাইটটি আইটি লোক দ্বারা কাজ চলছে,২ দিন পর ঠিক হবে।ইন্ডিয়ান্স হ্যাকারস দের লজ্জা থাকলে আর কখনো আমাদের মত ছোট দেশে গুলোতে হ্যাকিং করতে সাহস পাবেনা।তাই,এমন অবস্থা যেন না হয় সে ধরনের বিশেষ ভুমিকা রাখতে হবে বাংলাদেশ সরকার এর ।আমি মনে করি,অটোমেটিক ভাবে ১৫ মিনিট অন্তর অন্তর ফাইল ব্যাকাপ থাকলে কোন হ্যাকিং কাজে আসেনা।

  • হ্যাকিং নিয়ে যারা কাজ করে এ সকল ভাই দের বলছি।মানুষের কল্যানে নিজেদের কাজে লাগান।আজ বাংলাদেশ গর্বিত কারন হ্যাকিং রোধে বিডি হ্যাকারস তাদের যোগ্যতা দেখিয়ে দিয়েছে।এ জন্য হ্যাকিং রোধে বিডি হ্যাকারস দের টেকটিউনস এর পক্ষ্য থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।এবং আরো ধন্যবাদ জানাই মানুষের কল্যানে টেকটিউনস এ হ্যাকিং বিষয়ে শিখানোর জন্য সর্ব প্রকার সহযোগিতা করেছে।

  • আসুন,আল্লাহর দরবারে সবাই একবার বিশ্বের সৃষ্টির জন্য দোয়া করি প্রত্যেক নামাজের পর।

এই প্রত্যাশা রেখে ।
আল্লাহ হাফেজ”

*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআনহাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....

*‘মাহে-রমজান ‘সঠিক ভাবে রোযা রাখার নিয়ম ?আশুন সঠিক ভাবে জেনে নেই?

 *নামাজ নিয়ে কোরআনে কিছু গুরুতপূর্ন কথা।ইসলামে (সালাত)নামাজ এর অবস্থান ।একটু দেখেন,ভালকিছু জানবেন?

Level 2

আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vua nijera hack kore nijerai thik kore 🙂

    Level 2

    ধন্যবাদ।
    আপনের ওয়েবসাইট হলে মানতাম।এটা সরকারি ওয়েবসাইট,

Level 0

good news 🙂

indian hacker ra kharap kichu koreni.. j site ar secaurity 0.001% seta hack korai ucit

    Level 2

    ধন্যবাদ।
    হ্যাক মানে ক্ষতি/চুরিকরা।
    কারো ক্ষতি হোক এটা মুসলমানরা চাওয়া ঠিক না।

      @NirzonAlo:

      সুন্দর কথা বলেছেন গো ভাই, হ্যাকিং মানে চুরি করা। আপনি আপনার সিকিউরিটি দূর্বল রাখবেন আমি তা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব তাও আমাকেই চোর বলবেন।

      Level 2

      আশিকুর_নূর@
      ধন্যবাদ।
      আপনের নিজের কত টুকু সিকিউরিটি আছে।আপনি যখন রাস্তায় চলাফেরা করবেন তখন পুলিশ কে সিকিউরিটি হিসেবে রাখবেন।ভাই,সুযোগ পেলে ক্ষতি সবাই করে।সরকার এর লগে এমন মাতামাতি করলে পরে টের পাওযায়।

বিডি হ্যাকারস der jonno thanks

Level 0

news ta sune valo laglo.are ami techtunes a noton.please sobai amake akto help korben?amar akto help ar dorkar.techtunes help ar bivage kivabe ami amar help ar kotha likbo?are ami bangla likte parci na?amar bijoy ovro keyboard.

আমরা শক্তিশালি না ভাই।

    Level 2

    ধন্যবাদ।
    আপনের মুখে এ কথা মানায় না।শক্তিশালি নিজে তৈরী করুন।আর, আমাদের তৈরী করার জন্য টেকটিউন্স পাশে আছে।

ধন্যবাদ বিডি হ্যাকারস!

    Level 2

    ধন্যবাদ।
    পাশে থাকার জন্য।

Level 0

Amar mone hoy eta kono indian hacker er kaj noy, jadi tai hoto tahole bangladesh railway er parikathamo niye kakhonoi likhto na, ar dhara parar bhoye boleche tara naki kono file delete kareni, Ami sure eta bangladesh er hacker der kaz sudhumatra prachar pawyer jannya eai jaghanya kam koreche……..BD HACKERS DER UDDESHSE EKTA KATHA BOLTE CHAI…APNARA JADI SATYOI EI SATE PUNORUDDHAR KORE THAKEN TAHOLE KOTHA THE KE EAI SITE HACK KARA HOLO TAR BISTARITO (IP/DNS/PORT) NIYE LIKHUN …JADI NA PAREN TAHOLE SANDEHER TIR KINTU APNADER PRATI ACHE….ETA MONE RAKHBEN…

    Level 2

    ধন্যবাদ।
    এই বিষয় সম্পর্কে সরকারি আদেশে সব কিছু বের করা হবে।

thanks to bdhackers

    Level 2

    ধন্যবাদ।
    ঠিক বলছেন,,,,,,,,

টেকটিউন্স নয়, টেকটিউনস।

ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    উচ্চারন হিসেবে টেকটিউন্স এটা হবে।
    কিন্তু আপনি বলেছেন টেকটিউনস,২ টাই ঠিক।
    ঠিক করে দিলাম।ভালো থাকবেন।

      এই পুরো অপারেশনের মুল ক্রেডিট যায় বিডি টাইগার্সের কাছে।@NirzonAlo: আপনি কি বিডি হ্যাকার নামে কোণ হ্যাকার গ্রুপের কথা বলছেন নাকি বাংলাদেশের সব হ্যাকার দের কথা বলছেন?
      কারণ বিডি টাইগার্সের পুরো অপারেশনের সময় ওদের প্রতি মিনিটের আপডেট আমি পেয়েছি।

      Level 2

      অরিত্র আহমেদ@ভাই,কাওকে ডাইরেক্ট ভাবে কিছু বলা ঠিক না।এতে ভালোর বিপদ হতে পারে।এতুটুকু মনে রাখবেন সমানে অনলাইনে হ্যাকিং রোধে অনেক বড় বড় হ্যাকারসদের ধরা হবে।কারন,বেশ কয়দিন আগে ৭-৮ টি দেশের ১০০ হ্যাকারস কে ধরা হয়েছে।ফলে-ফেসবুক,ইয়াহু,জিমেইল সহ বড় ১০ কোম্পানির উপর আগাত আনবে ধারনা করা হয়েছে এবং ১০০ হ্যাকারস ধরা খাওয়াতে এই সকল বাজে চিন্তা তারা মাথায় নিয়েছে হ্যাকারসরা।এতে বড় আকার ক্ষতি গ্রাহকের হতে পারে।এজন্য কিছু দেশ এর এন্টি প্রোফেশনাল হ্যাকারস সহ হ্যাকিং রোধে অংশ গ্রহন করবে।আর তাদের সহযোগিতা করবে FBI ও রাশিয়ার গোয়েন্দা সংস্থা।ঘটনা টি পরে সংবাদ সংস্থার মধ্যমে প্রকাশ করবে।বিডি হ্যাকারস বলতে বাংলাদেশ কে বুঝিয়েছি।এটা কোন গ্রুপ না।

ভাই আমার তো ভয় ধরে গেলো।

    Level 2

    অরিত্র আহমেদ@ভয় পাবেন কেন?সঠিক ভাবে নিজেদের ভালো কাজে নিয়োজিত রাখলে, আপনি সহ সবাই আমাদের
    সহযোগিতা করবে।

আবির ভাই, আপনার মাথা থেকে ” নিজেরা নিজেদের হ্যাক করে ” এই ভুত নামান। তা না হলে আপনাকে রাস্তায় দেখলে আমি কিন্তু দেখে নেব। শালার দেশদ্রোহী।

Level 0

টেকটিউনস এ আমি আবির ভাই এর কথা সুনে খুব কস্ত পাইসি… রেলওয়ে এর সাইট হ্যাক হওয়ার পর আমি ওদের একটা হ্যাক করসিলাম… এর উনি বলল আমি এ নাকি রেলওয়ে এর সাইট হ্যাক করে নিজে বাঁচার জন্য আরেক্তা হ্যাক করসি।

Level 0

সাবাশ বাঙালি!!!

Level New

ভাই সৌদি টাইম ১২,৫৬ মিনিটে বাংলাদেস রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট চেক করে দেখি সেই আগের অবস্থা। ইন্ডিয়ান হ্যাকার এর দখলে। কথায় মুক্ত হল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি আবার চেক করে দেখেন তো ঠিক আছে কিনা। সবাই তো বাংলাদেশ হ্যাকারদের সাবাশ দিয়ে শেষ করে ফেললেন। এবং আপনি সুসংবাদ দিয়ে ধন্যবাদ কুড়িয়ে নিয়েলন। ও আপনাকে আর একটি সংবাদ জানাচ্ছি যে ওয়ার্ড এর মধ্যে ইন্ডিয়ান হ্যাকার ৪র্থ নাম্বার।

    Level 2

    ধন্যবাদ।
    ভাই,মনে রাখবেন সরকারি জিনিষ নিয়ে কেউ হজম করতে পারে না অল্প সময়র মধ্যে বুমি করে দেয়।আপনি জানেন যে রাতে বেলায় ওয়েবসাইটে রাতে বিভিন্ন কাজ করে।ইন্ডিয়ান হ্যাকার এর কথা যা লিখেছেন সে জন্য ঠিক আছে।এখন এই লিংক টা দেখেন।
    http://www.railway.gov.bd

Level 0

Hack আর crack দুইটা জিনিস। এইটা তো জানার কথা ।
Hack হচ্ছে security break করা সেইসাথে file চুরি।
crack হচ্ছে শুধু security break করা কিন্তু কোন file চুরি না করা।

    Level 2

    ধন্যবাদ।
    সাবাই জানে।নতুন দের কাজে দিবে।

Level 0

indian hacker der aktu lozza holo…………amder o sabdhan thakte hobe jano amder baki site gula jate nirapod thake

আরো বেশি বেশি হ্যাকার জন্ম নিক সোনার বাংলায়।
আপনিও হ্যাকার হোন। পড়ুন হ্যাকিং এর প্রথম বাংলা বই হ্যাকোলজি।
http://www.migahost.com/j8nt349cxovo/Hackology1.0_By_p1n1x_Cr3w.pdf

Level 0

kono reference dilen na? i mean kono reputed newspaper or news site link………..