সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ।
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
- কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।দৈহিক সুস্থতার জন্যে প্রয়োজন সুষম খাবার গ্রহণের পাশাপাশি শারীরিক পরিশ্রম। কিন্তু পরিশ্রম পরিকল্পিত না হলে দৈহিক সৌন্দর্য ও সুস্থতা নিশ্চিত হয় না। দেহের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের পরিমিত সঞ্চালন ও সক্রিয়তা না হলে দেহবিন্যাস সুষম ও সুগঠিত হতে পারে না। এজন্যেই দেহের জন্য দরকার হয়ে পড়ে পরিকল্পিত শরীরচর্চা বা ব্যায়ামের।কষ্ট হলেও নামাজ পড়ুন শরীরচর্চা বা ব্যায়াম হবে।এই বলে আজকে আপনাদের জন্য টিউন।
গুড লাক
বিডি হ্যাকারস
বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট http://www.railway.gov.bd হ্যাক হয়েছে ৩১/৮/২০১১ রাতে।গ্রেট ইন্ডিয়ানস হ্যাকারস নামের হ্যাককারীরা রেলওয়ের হোম পেইজে উল্লেখ করেছে যে বাংলাদেশের ওয়েবসাইট এ রেলওয়ের এর ব্যবস্থা দুর্বল ও আরো উল্লেখ করে ,কোন ফাইল নষ্ট করেনি।
কিন্ত,আজ আনুমানিক ভোর রাতে এর মধ্য ইন্ডিয়ান্স হ্যাকারসদের জবাব এ বিডি হ্যাকারস ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল সাইট এর সকল সমস্যাসমাধান দিয়েছে।বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটি হ্যাক হওয়া ঘটনার পরপর পুলিশের ওয়েবসাইটটি (http://police.gov.bd) হ্যাক করে।কিন্তু, বিডি হ্যাকারস থেমে নেই সাথে সাথে ইন্ডিয়ান্স হ্যাকারসদের হাত থেকে দখলে করে নিয়েছে পুলিশের ওয়েবসাইটটি।বর্তমানে বাংলাদেশের পুলিশের ওয়েবসাইটটি আইটি লোক দ্বারা কাজ চলছে,২ দিন পর ঠিক হবে।ইন্ডিয়ান্স হ্যাকারস দের লজ্জা থাকলে আর কখনো আমাদের মত ছোট দেশে গুলোতে হ্যাকিং করতে সাহস পাবেনা।তাই,এমন অবস্থা যেন না হয় সে ধরনের বিশেষ ভুমিকা রাখতে হবে বাংলাদেশ সরকার এর ।আমি মনে করি,অটোমেটিক ভাবে ১৫ মিনিট অন্তর অন্তর ফাইল ব্যাকাপ থাকলে কোন হ্যাকিং কাজে আসেনা।
হ্যাকিং নিয়ে যারা কাজ করে এ সকল ভাই দের বলছি।মানুষের কল্যানে নিজেদের কাজে লাগান।আজ বাংলাদেশ গর্বিত কারন হ্যাকিং রোধে বিডি হ্যাকারস তাদের যোগ্যতা দেখিয়ে দিয়েছে।এ জন্য হ্যাকিং রোধে বিডি হ্যাকারস দের টেকটিউনস এর পক্ষ্য থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।এবং আরো ধন্যবাদ জানাই মানুষের কল্যানে টেকটিউনস এ হ্যাকিং বিষয়ে শিখানোর জন্য সর্ব প্রকার সহযোগিতা করেছে।
আসুন,আল্লাহর দরবারে সবাই একবার বিশ্বের সৃষ্টির জন্য দোয়া করি প্রত্যেক নামাজের পর।
এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।
*আপনাদের কাছে একটা অনুরোধ ''নিজের জন্য সবকিছু শিখুন,নিজ এবং কারো ক্ষতি করার জন্য নয়, সে যেই হোক'' আল্লাহ মাফ করার মালিক।কোরআন ও হাদিস পডুন।আরেক মুসলমান কে-কষ্ট হলেও এ সুখবর পৌছেদিন মুসলমান ভাই হিসেবে খুশি হব।একটু দেখেন....
vua nijera hack kore nijerai thik kore 🙂