::IP ঠিকানা হ্যাকিং :::

এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কি ভাবে কারো কম্পিউটার এর আইপি ঠিকানা হ্যাকিং করবেন। এবং অবশ্যই আইপি হ্যাকিং করার আগে জানতে হবে আইপি ঠিকানা কি, আইপি হ্যাকিং করবেন অথচ জানেন না আইপি কি আইপি দিয়ে কি করে।

আইপি ঠিকানা কি?

সাধারনত আইপি ঠিকানা বলতে বুঝায় IP Address = Internet Protocol Address. এটা সাধারনত Unique নম্বর ভিত্তিক হয়ে থাকে । আইপি ঠিকানা বলতে কোন কম্পিউটার, প্রিন্টার, মোবাইল এর থাকে নেটওয়ার্ক এ সংযুক্ত করার জন্য । একটি আইপি ঠিকানার দুইটি অংশ থাকেঃ

১. Host or network interface identification

২. Location Addressing

Read more at Wikipedia: en.wikipedia.org/wiki/IP_address

কি ভাবে পাবেন এই আইপি ঠিকানা ?

অনেক উপায়ে আইপি ঠিকানা পেতে পারেন আমি আপনাদের বেসিক কিছু পদ্বতি দেখাব :

1. পিএইচপি নোটিফিকেশন স্ক্রিপ্ট দিয়ে

2. ব্লগ এবং ওয়েবসাইট

3. Read Notify এর মাধ্যমে

4. গুগল এবং ইয়াহু এর চ্যাট সেশন হাইজ্যেকিং এর মাধ্যমে

PHP Notify Script:

এটা মোটামুটি আইপি হ্যাকিং এর সহজ পদ্বতি, এবং অনেকটা ফিশিং ফিশিং লাগে । ফিশিং কি তা তো অবশ্যই জানেন। বাংলায় হ্যাকিং এর প্রায় ৮০% টিউটেরিয়াল ই ফিশিং এর উপর । যাহোকঃ

1. এখানে ক্লিক করে ডাউনলোড পিএইচপি Notify স্ক্রিপ্ট ডাউনলোড করে নিন

2. এটার ভিতর দুইটি ফাইল পাবেন একটি IP.html এবং index.php ফাইল দুটি কোন একটি ওয়েব হোস্টিং এ আপলোড করে নিন। আপনার আগের কোন হোস্টিং এ্যাকাউন্ট থাকলে তাতে না করে অন্য নতুন একটি এ্যাকাউন্ট খুলে নিন । আপনি এই হোস্টিং ঠিকানাটি ব্যাবহার করতে পারেনঃ http://my3gb.com । এখানে সাইন আপ করে ইমেল ভেরিফিকেশন সম্পান্ন করে লগইন করুন, তারপর ফাইল দুটি আপলোড করুন ।

3. হুম অনেক কাজ করে ফেলছেন! এখন মজা দেখার পালা যে ভাবেই হোক আপনার ভিক্টিম কে index.php এর ঠিকানাটা দিন । index.php এর ঠিকানা পেতে index.php এর উপর ক্লিক করুন নতুন একটা উইন্ডো খুলবে এখন এড্রেস বার থেকে লিঙ্কটি কপি করুন। এবং ভিক্টিম কে সেন্ড করুন। ঠিক নিচের ছবির মত :

4. এখন ওইব্যাক্তি যদি লিঙ্কটা ওপেন করে তাহলে কিছুই দেখতে পারবে না কিন্তু পিছনে পিছনে তার আইপি ঠিকানাটা আপনি পেয়ে গেলেন!!!!!!

অন্য উপায় গুলা আরেকদিন.........


http://facebook.com/bdcyberarmy.com

আর আমি : http://facebook.com/maruf.alam2

Level 0

আমি মারুফ আলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 296 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

uid=0(root) gid=0(root) groups=0(root)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন ।ধন্যেবাদ ,ভাল থাকবেন ।

Level 0

আইপি এড্রেস জেনে কি করব ?

    IP দিয়ে রিমোট এ্যডমিনিস্টর হতে পারবেন

    পিং রিকোয়েস্ট পাঠাতে পারবেন , সার্ভার এ সংযুক্ত হতে পারবেন, কার এ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ রাখতে পারবেন …………………………

    আমি আমার একটা বন্ধুর IP ঠিকানা জানি। আপনি যদি এই বিষয়ে আর ও একটি টিউন করেন যে কিভাবে IP দিয়ে রিমোট এ্যডমিনিস্টর পিং রিকোয়েস্ট সার্ভার এ সংযুক্ত হতে পারবো।

    ধন্যবাদ।

    ভাই এইটা নিয়ে পরে আরো পোস্ট করব

ফেসবুক থেকে কারো লোকেশন অথবা তার IP বের করার ভালো কোন উপায় আছে কি ? জানালে উপকৃত হবো ।

    Level 0

    আমিও এটা জানতে চাই ..

Level 0

wimax e ki ai subidha paoa jabe ?

    আমাদের এইখানে WiMAX সুবিধা নাই। তাই বলতে পারব না

হা ভাই আমার প্রশ্ন তাদের আইপি দেখব কীভাবে?