গুগল প্লাস ফেসবুকের সাথে পাল্লা দিয়ে চলেছে। আপনাদের অনেকেরই এখন গুগল প্লাস একাউন্ট আছে । কিন্তু অনেকেই গুগল প্লাস এর এসএমএস নটিফিকেসনটা উপভোগ করতে পারছেননা । আর চিন্তা নেই আমি আজ দেখাব কিভাবে গুগল প্লাস এসএমএস নটিফিকেসন হ্যাকিং করতে হয়। এর জন্য আপনার লাগবে গুগল চরম ব্রাউজার যাদের নেই তারা ডাউনলোড করুন এখান থেকে http://www.google.com/chrome/eula.html?standalone । এরপর ইন্সটল করুন। এখন https://plus.google.com/ এ যান।সাইন ইন এর পর https://plus.google.com/settings/plus লিংক এ যান। Set delivery preferences এ দেখুন Add your Phone Number : Country: United states আর India দেয়া আছে। এখন মাউস এর রাইট বাটন ক্লিক করুন Inspect Element এ ক্লিক করুন।নিচে সার্চ বস্ক এ Search Element এ India লিখুন।বাম পাশে India হলুদ ঘরে দেখা যাচ্ছে India কেটে Bangladesh লিখুন। তার পাশেই দেখুন 91 লিখা সেটা কেটে 88 লিখুন।এই বার দেখুন Country হিসেবে Bangladesh এসে পরেছে।এখন Mobile Number হিসেবে আপনার মোবাইল নাম্বার দিন 0 সহ যেমন 01911193394 । Send Veryfication Code এ ক্লিক করুন কিছুক্ষন অপেক্ষা করুন।বেশ কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে।যে কোডটি এসেছে তা বসিয়ে Verify ক্লিক করুন।বাস কাজ সেস। এখন via হিসেবে SMS সিল্কেট করুন।।এরপর Receive notifications
Get notified by email or SMS when someone...
Posts and mentions of my name Phone এ সবগুলুতে টিক চিন্হ দিন । বাস হয়ে গেলো গুগল প্লাস এসএমএস নটিফিকেসন হ্যাকিং। হ্যপি গুগল প্লাসিং++++++++++++++।
আমি নুরমোহাম্মদ ভুইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 599 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে অনেক হেরেছি, কিন্তু কখন হারতে শিখিনি http://www.facebook.com/jadobd
ধন্যবাদ ট্রিকসটির জন্য। এটা হ্যাক হলো কেমনে বুঝলাম না।