মধ্যপ্রাচ্যবাসিরা একবার এদিকে আসুন, জানি খুশিতে লাফিয়ে উঠবেনই

সালাম সকল টিউনার এবং টেকটিউন ভিজিটর ভাইদের। অনেকদিন পর টিউন করতে বসলাম। শিরোনাম দেখে অনেকেই ভাবতে পারেন টিউনটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যবাসিদের জন্য,কিন্তু না টিউনটি সবার কাজে দিবে। কিন্তু আমার মত যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের জন্য খুবই দরকারি একটা টিউন। যাইহোক বেশি বকবক না করে সরাসরি কাজের কথায় আসি।

আমরা যারা প্রবাসি তাদের সকলেরই পরিবারের সাথে যোগাযোগ করা লাগে। আর এখনকার যুগের সবচাইতে প্রিয় যোগাযোগ মাধ্যম হল ফোন করা। কিন্তু দেশের বাইরে থেকে আমাদের দেশে কল করলে প্রচুর পরিমানে খরচ হয়ে থাকে তাই শান্তিমত পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে মন খুলে কথা বলতে পারি না। এবং তাতে মাসিক প্রায় - হাজার টাকা খরচ হয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে আমরা স্কাইপি,ইয়াহু মেসেনজারের ভিডিও বা ভয়েসকলের সাহায্যে সকলের সাথে মন খুলে ঘন্টার পর ঘন্টা ফ্রি কথা বলে থাকি। কিন্তু মধ্যপ্রাচ্যে,যেমন:সৌদিআরব,সংযুক্ত আরব আমিরাত,ওমান,কাতার,বাহরাইন,লিবিয়া এই সকল দেশগুলোতে আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারিনা। কারন সেই দেশের সরকার ভিওআইপি কে নিষিদ্ধ ঘোষনা করেছে।

এমনকি আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটেও ভিজিট করতে পারি না। এখন এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? ওয়েবসাইট আনব্লক করার জন্য আমরা মাঝেমাঝে গুগল ট্রান্সলেট,ওয়েবসাইট আইপি ইত্যাদি ব্যবহার করে থাকি যদিও তাতে ফুল অ্যাকসেস করা সম্ভব হয় না। আর স্কাইপি,নিমবাজ তো দুরের কথা। যদিও ইয়াহু মেসেনজার চালানো যায় তবুও সেখানে ভিডিও আর ভয়েস কল ফিচার ব্লক করা থাকে। সকল সমস্যা সমাধানের উপায় হল একটা সেইটা হল ভিপিএন ব্যবহার করা,যার মাধ্যমে আপনি ইন্টারনেটের সম্পুর্ন স্বাধীনতা পাবেন।

যেখানে কোন restriction থাকবে না, আপনার কর্মবিধির উপর কোন নজর‍ থাকবে না। চলুন ভিপিএন সম্পর্কে কিছু জেনে নেই। Virtual Private Network‍‍ ‍যার সংক্ষিপ্ত নাম হল VPN। এটি আপনাকে যে কোন ওপেন ইন্টারনেট কানেকশন থেকে প্রাইভেটলি সকল কাজ করার সুযোগ করে দিবে। গুগোলে সার্চ দিলে আপনি ভিপিএন সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। ভিপিএন সেবা দেয় এমন অনেক ওয়েবসাইট আপনি পাবেন কিন্তু তারা প্রত্যেকেই কমার্শিয়াল। তাদের কাছ থেকে এ সেবা নিতে গেলে আপনাকে প্রতিমাসে ১০ ডলার থেকে শুরু করে ৫০ ডলার‍্ গুনতে হতে পারে। কিন্তু আমি আপনাকে এই সার্ভিস ফ্রিতে দিব। প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

লিন্ক:http://www.mediafire.com/?6tt4gj249x2sny8
এবার কনফিগারেশন ফাইলটি ডাউনলোড করে নিন।
লিন্ক:http://www.mediafire.com/?ub73rwlsx4d88w8

প্রথম openvpninstaller.rar ফাইলটি এক্সট্রাক্ট করুন এবং সফটওয়্যারটি ইনষ্টল করুন। যারা উইনডোজ সেভেন বা ভিস্তা ব্যবহার করেন তারা সফটওয়্যারটির compatibilaty mode ফিক্সড করে দিন। এর জন্য সফটওয়্যারটিতে রাইট বাটন ক্লিক করুন এবং properties এ যান। পরে Compatibility তে যান। Run this programme in compatibilty mode for এ টিকচিন্হ দিন এবং ভিস্তা সিলেক্ট করুন। স্ক্রিনশট দেখুন:

এবার কনফিগারেশন ফাইলটি যেই লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেখানে গিয়ে config ফোল্ডারে এক্সট্রাক্ট করুন । যেমন আমি C:/programme files এ ইনস্টল করেছি তাই আমি কনফিগারেশন ফাইলটি c:/programme files/openvpn/config এখানে এক্সট্রাক্ট করেছি

কনফিগার করা শেষ এবার ভিপিএন চালু করার পালা। ভিপিএন চালু করতে সফটওয়্যার যেখানে ইনস্টল করেছেন সেখানে যান। config ফোল্ডার ওপেন করুন। freeopenvpn আইকোনে রাইট ক্লিক করুন এবং start open vpn on this config file ক্লিক করুন। দেখবেন ১টা msdos উইনডো আসছে এবং সেখানে সফটওয়্যারটি কাজ শুরু করেছে। intialization sequence sequence complite লিখা আসা পযন্ত অপেক্ষা করুন।

এবার আপনার ব্রাউজার ওপেন করুন এবং যেকোন সাইটের অ্যাডড্রেস প্রবেশ করুন। দেখবেন এই লিখাটা আসছে please click free vpn service to active your vpn service.


ক্লিক করুন।ব্যাস হয়ে গেলো সব কাজ। এইবার আপনি ইয়াহু মেসেনজারের ভিডিও এবং ভয়েস কল অপশন এ্যাকটিভ দেখতে পারবেন,স্কাইপি ডাউনলোডসহ লগইন করতে পারবেন,কথা বলতে পারবেন,দুনিয়ার যেকোন ওয়েবসাইটে ফুল অ্যাকসেস সহ প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয় আপনি ইন্টারনেট সম্পর্কিত‍ সকল অ্যাপ্লিকেশন চালাতে পারবেন।
এখন নিজের আপনজনদের সাথে যতখুশি মন খুলে কথা বলুন। নিজের টাকাগুলো সংরক্ষন করুন,কারন আমি জানি প্রবাসে অর্থ উপার্জন কত কষ্টের। যাই হোক টিউন কেমন লাগলো জানাবেন। কোনকিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।

পূর্বে প্রকাশিত আমার কিছু টিউন এখানে পাবেন:

১।টেকটিউনে আমার প্রথম পোষ্ট। আপনাদের জন্য নিয়ে এলাম “SIGN4EVER”

২।Sign4Ever এর পর নিয়ে এলাম “FreeSigner”

৩।ফেইসবুক হ্যাক করুন,,জানুন এবং নিজে বাচুন।https://www.techtunes.io/wp-admin/post.php?post=67253&action=edit">

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বেপারটা ক্লিয়ার হইল না !

    Level 0

    একদম সোজা । আপনার নেটওয়ার্ক ট্রাফিক ব্লকে থাকলে vpn এর মাধ্যমে সার্ফিং করতে পারবেন।

    মনোযোগ দিয়ে পরুন।খুবই সহজে বুঝতে পারবেন।

কাজের টিউন …………………ধন্যবাদ ভাই

    আপনাকেও ধন্যবাদ রাসেল ভাই।

Level 0

ভাইজান আরো আছে, মিডলইস্টে ভিওআইপি অবৈধ, সেজন্য voice এর ব্যন্ডউইথ স্পিড ৪-৫ কেবি পাওয়া যায়, তাই vpn এর মাধ্যমে কি করা হয়???? তা তো বললেন না।

    ভাই আপনি এখানে 1.5-1.8

    ভাই 1.5 – 1.8 mbps

    Level 0

    নারে ভাই voice block.

Level 0

ভাই, কিভাবে brows করবো সব বুজলাম কিন্তু skype কিভাবে চালু করব বললেন না তো।জানালে খুশি হব।

    নরম্যালি যেভাবে ইয়াহু মেসেনজার,জি টক সাইন করেন ঠিক সেভাবে করবেন। স্কাইপি না থাকলে ভিপিএন চালু করে স্কাইপি ওয়েব সাইটে ঢুকে স্কাইপি ডাউনলোড করুন। তারপর সাইনআপ করে সাইনইন করুন।

সব ঠিক আছে। লেখাও ভাল হয়েছে কিন্তু ট্যাগ হ্যাকিং কেন?

bai vpn configure er pore net speed kom hobe naki???ami kuwait a thaki ekhane skype soho online communication er sob site gulo block kora but pc te skype install kore etate fully access kora jai.ami block site access korar jonno "Ultra surf"use kore but etate somosha hoche browsing a speed onek kom…..akhon amar prosno hoche vpn diya ki full speed a internet accses kora jabe kina janaben pls…..

    হুমম,আপনি ভালো স্পিড পাবেন,সকল পেয়িং ভিপিএন এর মতই সার্ভিস আপনি পাবেন।

Level 0

thankxxxxxxxxxxxxxxxx

Level 0

vai ami to akta option khuje paccina. apni je bolecen visat user der jonno- run this…..compatibility mode.. okane nice option e to vista nei, ace xp/2000/…ai sob akon ki korbo ami janale khusi hobo.ami visa ultimate use kori

    পাওয়ার কথা,তবুও যদি না পান তবে এক্স পি দিয়েই ইনস্টল দেন,আশা করি হয়ে যাবে।

Level 0

vai zp te boltece sequence completed with error. vista te hoyece kintu ami amr personal computer e korte cacci hoccena. amr desktop vista ,tate hoyece. xp te kivabe korbo janaben plz?

Level 0

salaam vai, ami vista te pereci. but amr xp te hocce na. mone hoy config file e somossa hocce. ami xp er jonno config file banate partecina,amake aktu help korben?

ধন্যবাদ।
কিন্তু আমি ব্যবহার করতে গেলে সব শেষে নিজের মেসেজ টি দেখাচ্ছে। অনুগ্রহ করে সমাধান দিন।

initialization sequence not completed error result unknown.

তারপর কোন পেজ ব্রাউজ করতে পরছি না কম্পিউটার রিষ্টার করতে হয়।

প্রবাসী না হয়েও, আমার কাজে লাগবে

অনেক ধন্যবাদ আপনাকে…………

    আপনাকেও ধন্যবাদ॥।

Level 0

wow !!! ami pereci. Vista te o r XP te o. akdin try korar por pereci. Vista te sohoj vabe pereci but jokon Xp te try korcilam tokon sequence completed with error ascilo.sese onek koste somodan koreci

    হুমম,শুনে খুবই খুশি হলাম যে,আপনি পেরেছেন।

Saon ভাই আসা করছি ভাল ই আছেন প্রবাসী জীবনটা নিয়ে, ভালো থাকেন এই শুভ কামনাই করি।আমি ও একজন প্রবাসী হ্যা থাকি দুবাইতে।আমি যতটুকু জানি যে এই software টা ব্যাবহার করলে speed অনেক কমে যায় তা কি আপনি জানেন??? যদি ও আমি মোবাইল থেকে ই নিমবাজ (ভয়েস কল) এবং "ইউ এম ভি" নামক software টা দিয়ে (লাইভ ভিডিও চ্যাট) করি । যাই হৌক তারপর ও তো আপনি আমাদের কাছে শেয়ার করেছেন আর সে জন্য আপনাকে আমার অনেক অনেক ধন্যবাদ,অকে ভাই ভালো থাকবেন।

Level 2

saon আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আল আইন এ । ব্যাপার টা খুবই বিরক্তিকর। সমাধান দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আশাকরি ভাল থাকবেন।

ভাই যদিও খুশিতে লাফিয়ে উঠতে পারলাম না তবে আপনার টিউন কিন্তু সুন্দর হইছে,
আর আমার কাছে হটস্পট সেইড'ই কিন্তু সব চেয়ে ভাল মনে হয়,ধন্যবাদ টিউনের জন্য।

    আতাউর ভাই আপনার কাছে হয়ত আছে তাই আপনি লাফিয়ে উডেন নাই। যার কাছে নাই সে কিন্তু ঠিকি লাফিয়ে উঠেছে। হা হা হা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    Ataur Rahman vai, Hotspot sheild diye mase koto GB use kora jai naki unlimited data use kora jai?ami apna post ta pore amr desktop Vista te install koreci kaj o hoyece but jokon amr laptop XP te install koreci,sofol vabe install hoyece kintu server e connecting hoccena. authanticating/waiting for server.. erokom leka ase bar bar.kuno somodan ace?thakle janaben?naki ami akta modem 2 computer e use korteci tai e somossa hocce? ami prothom notun kuno software er khuj pele age amr desktop e install kori valo lagle amr laptop te install kori.

ব্লক সাইট ওপেন করার জন্য আমার কাছে সব চেয়ে ভালেগেছে Hotspot Shield Launch সম্প্রতি মধ্যপ্রাচ্য তথা আরব দেশ গুলো এটাকে এলাউ করেছে। দেশে কল করার জন্য আরি ফিরিং ব্যাবহার করি আমার খরচ হয় দেশে ১ জিবি নেট ৩১৫টাকা + এখানে ওয়াই ফাই (সৌদি আরব) ফ্রি পাই সর্ব মোট ৩১৫টাকায় ১ মাসে যতখন ইচ্ছা কথাবলি মাসের শেষে আরো ১০০ থেকে ১৫০ এমবি থেকেও যায়। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

    Level 0

    vai apnar kotata valovabe bujte parlam na.aktu bujiye bolben please?apni dese thaken naki bidese?computer theke ki fring use korar jai? apni ki fring mobile to mobile use koren? ami UAE thaki ami yahoo messenger use kori voice akdoj clear,kuno somossa hoyna.kintu skype diye kota bola jaina.saon vai er post ta pode jokon openvpn install koralma tokon skype diye kota bolte pereci disturbe cada.

    ভাই আগে বলেন কোন ডিভাইস দিয়ে কাছে কথা বলতে সবচেয়ে বেশী ভাল হয় কম্পিউটার নাকি মোবাইল? আমার কিন্তু মোবাইলই পছন্দ তাই ফিরিং ব্যাবহার করি (ফিরিং মোবাইল ছাড়া ব্যাবহার করা যায় না)। আর আমি বিদেশ থেকে দেশে কল করি কোন কম্পিউটারের দরকার হয় না।

Level 0

Saon vai, ami amr xp te install korar por kaj hoyece er por amr yahoo messenger e r log in korar jaccilona.ami uninstall kore yahoo te log in korte pereci.ai somossa ta vista te hoccena sudu amr xp te. abr onek cesta koreci xp te install korar jonno but ager moto somossa,sequence completed with error dekacce. somodan thakle janaben.akta kota janar chilo- eta diye mase koto GB use kora jai naki unlimited data use kora jai?

Level 0

Vai,apnar post ta pode ami asole lapiye uteci tai apnake bar bar disturbe korteci. please kicu mone korben na.freevpn use korle ki computer theke totto curi howar somvabona ace?

Level 0

wimax a kaj hobe

Level 2

vai amar xp te dici kinto failed ashtece . plz give u mobile number. i will contact. tnx

sorry vai khub agroho nia poreo clear bujhinai…….

Level 1

vai apni kon desha takan please apner mobile no ta dean ami o probashi tai pleae apner mobile no ta mail korban : [email protected] a