সালাম সকল টিউনার এবং টেকটিউন ভিজিটর ভাইদের। অনেকদিন পর টিউন করতে বসলাম। শিরোনাম দেখে অনেকেই ভাবতে পারেন টিউনটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যবাসিদের জন্য,কিন্তু না টিউনটি সবার কাজে দিবে। কিন্তু আমার মত যারা মধ্যপ্রাচ্যে থাকেন তাদের জন্য খুবই দরকারি একটা টিউন। যাইহোক বেশি বকবক না করে সরাসরি কাজের কথায় আসি।
আমরা যারা প্রবাসি তাদের সকলেরই পরিবারের সাথে যোগাযোগ করা লাগে। আর এখনকার যুগের সবচাইতে প্রিয় যোগাযোগ মাধ্যম হল ফোন করা। কিন্তু দেশের বাইরে থেকে আমাদের দেশে কল করলে প্রচুর পরিমানে খরচ হয়ে থাকে তাই শান্তিমত পরিবার বা বন্ধু-বান্ধবদের সাথে মন খুলে কথা বলতে পারি না। এবং তাতে মাসিক প্রায় ৬-৭ হাজার টাকা খরচ হয়ে যায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে আমরা স্কাইপি,ইয়াহু মেসেনজারের ভিডিও বা ভয়েসকলের সাহায্যে সকলের সাথে মন খুলে ঘন্টার পর ঘন্টা ফ্রি কথা বলে থাকি। কিন্তু মধ্যপ্রাচ্যে,যেমন:সৌদিআরব,সংযুক্ত আরব আমিরাত,ওমান,কাতার,বাহরাইন,লিবিয়া এই সকল দেশগুলোতে আমরা এই প্রযুক্তি ব্যবহার করতে পারিনা। কারন সেই দেশের সরকার ভিওআইপি কে নিষিদ্ধ ঘোষনা করেছে।
এমনকি আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটেও ভিজিট করতে পারি না। এখন এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? ওয়েবসাইট আনব্লক করার জন্য আমরা মাঝেমাঝে গুগল ট্রান্সলেট,ওয়েবসাইট আইপি ইত্যাদি ব্যবহার করে থাকি যদিও তাতে ফুল অ্যাকসেস করা সম্ভব হয় না। আর স্কাইপি,নিমবাজ তো দুরের কথা। যদিও ইয়াহু মেসেনজার চালানো যায় তবুও সেখানে ভিডিও আর ভয়েস কল ফিচার ব্লক করা থাকে। সকল সমস্যা সমাধানের উপায় হল একটা সেইটা হল ভিপিএন ব্যবহার করা,যার মাধ্যমে আপনি ইন্টারনেটের সম্পুর্ন স্বাধীনতা পাবেন।
যেখানে কোন restriction থাকবে না, আপনার কর্মবিধির উপর কোন নজর থাকবে না। চলুন ভিপিএন সম্পর্কে কিছু জেনে নেই। Virtual Private Network যার সংক্ষিপ্ত নাম হল VPN। এটি আপনাকে যে কোন ওপেন ইন্টারনেট কানেকশন থেকে প্রাইভেটলি সকল কাজ করার সুযোগ করে দিবে। গুগোলে সার্চ দিলে আপনি ভিপিএন সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন। ভিপিএন সেবা দেয় এমন অনেক ওয়েবসাইট আপনি পাবেন কিন্তু তারা প্রত্যেকেই কমার্শিয়াল। তাদের কাছ থেকে এ সেবা নিতে গেলে আপনাকে প্রতিমাসে ১০ ডলার থেকে শুরু করে ৫০ ডলার্ গুনতে হতে পারে। কিন্তু আমি আপনাকে এই সার্ভিস ফ্রিতে দিব। প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
লিন্ক:http://www.mediafire.com/?6tt4gj249x2sny8
এবার কনফিগারেশন ফাইলটি ডাউনলোড করে নিন।
লিন্ক:http://www.mediafire.com/?ub73rwlsx4d88w8
প্রথম openvpninstaller.rar ফাইলটি এক্সট্রাক্ট করুন এবং সফটওয়্যারটি ইনষ্টল করুন। যারা উইনডোজ সেভেন বা ভিস্তা ব্যবহার করেন তারা সফটওয়্যারটির compatibilaty mode ফিক্সড করে দিন। এর জন্য সফটওয়্যারটিতে রাইট বাটন ক্লিক করুন এবং properties এ যান। পরে Compatibility তে যান। Run this programme in compatibilty mode for এ টিকচিন্হ দিন এবং ভিস্তা সিলেক্ট করুন। স্ক্রিনশট দেখুন:
এবার কনফিগারেশন ফাইলটি যেই লোকেশনে সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেখানে গিয়ে config ফোল্ডারে এক্সট্রাক্ট করুন । যেমন আমি C:/programme files এ ইনস্টল করেছি তাই আমি কনফিগারেশন ফাইলটি c:/programme files/openvpn/config এখানে এক্সট্রাক্ট করেছি
কনফিগার করা শেষ এবার ভিপিএন চালু করার পালা। ভিপিএন চালু করতে সফটওয়্যার যেখানে ইনস্টল করেছেন সেখানে যান। config ফোল্ডার ওপেন করুন। freeopenvpn আইকোনে রাইট ক্লিক করুন এবং start open vpn on this config file ক্লিক করুন। দেখবেন ১টা msdos উইনডো আসছে এবং সেখানে সফটওয়্যারটি কাজ শুরু করেছে। intialization sequence sequence complite লিখা আসা পযন্ত অপেক্ষা করুন।
এবার আপনার ব্রাউজার ওপেন করুন এবং যেকোন সাইটের অ্যাডড্রেস প্রবেশ করুন। দেখবেন এই লিখাটা আসছে please click free vpn service to active your vpn service.
ক্লিক করুন।ব্যাস হয়ে গেলো সব কাজ। এইবার আপনি ইয়াহু মেসেনজারের ভিডিও এবং ভয়েস কল অপশন এ্যাকটিভ দেখতে পারবেন,স্কাইপি ডাউনলোডসহ লগইন করতে পারবেন,কথা বলতে পারবেন,দুনিয়ার যেকোন ওয়েবসাইটে ফুল অ্যাকসেস সহ প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয় আপনি ইন্টারনেট সম্পর্কিত সকল অ্যাপ্লিকেশন চালাতে পারবেন।
এখন নিজের আপনজনদের সাথে যতখুশি মন খুলে কথা বলুন। নিজের টাকাগুলো সংরক্ষন করুন,কারন আমি জানি প্রবাসে অর্থ উপার্জন কত কষ্টের। যাই হোক টিউন কেমন লাগলো জানাবেন। কোনকিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।
পূর্বে প্রকাশিত আমার কিছু টিউন এখানে পাবেন:
১।টেকটিউনে আমার প্রথম পোষ্ট। আপনাদের জন্য নিয়ে এলাম “SIGN4EVER”
২।Sign4Ever এর পর নিয়ে এলাম “FreeSigner”
৩।ফেইসবুক হ্যাক করুন,,জানুন এবং নিজে বাচুন।https://www.techtunes.io/wp-admin/post.php?post=67253&action=edit">
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ami jante cai............
বেপারটা ক্লিয়ার হইল না !