ভাইরাস!! ভয়ংকর হলেও এই ভয়াবহ জিনিস এখন আপনি নিজেই তৈরী করুন খুব সহজেই!

অনেক ঝামেলা কাটিয়ে, সময় হাতে নিয়ে টিউনটি করতে বসলাম। টিউনের শিরোনাম দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন টিউনের বিষয়টি কী....

এই ধরনের টিউন করতে ভয়ই লাগে কারন অনেক মানুষ আছে যারা হ্যাকিং রিলেটেড টিউন দেখলে না পড়েই নেগেটিভ মার্কা কমেন্ট করে বসে যা টিউনারকে চরম নিরুৎসাহিত করে টিউন করতে। তাদের জানা উচিৎ টেকটিউন্স এই ধরনের টিউন সাপোর্ট করে বলেই টিউনাররা এইসব টিউন করে। তাছাড়া সব জিনিসের মধ্যেই কিছু না কিছু শেখার আছে। এই যেমন- আমি যখন নতুন নেট ব্যবহার করা শুরু করেছি তখন কতবার যে বন্ধুদের ফিশিং পেজের ফাঁদে পড়েছি তার ইয়ত্তা নেই। টেকটিউন্সের ফিশিং টিউনগুলো দেখেই বাঁচতে শিখেছি অথচ অনেকে শুধু এর ক্ষতির দিকটাই বেশি দেখে।

ভেবেছিলাম মানুষ অনেক সচেতন হয়েছে...আগের মত মনোভাব না নিয়ে সকলে টিউনগুলোকে স্বাগত জানাবে বিশেষ করে আজকাল টেকটিউন্সে যেইসব ভালো মানের হ্যাকিং টিউন হচ্ছে সেইগুলোকে কিন্তু এখনও এর বিরুদ্ধে চারপাশ থেকে নানা ধরনের ফিসফাস শোনা যায় । আমি সেইসব মানুষদের অনুরোধ করব আপনারা টিউন দেখলেও কোনো নেগেটিভ কমেন্ট করে টিউনারকে নিরুৎসাহিত করবেন না কারন কমেন্টের জন্যও অনেক সময় ব্লগার ব্লগিং করা ছেড়ে দেয়। মনে রাখবেন, আপনার পছন্দ না হলেও  অনেকেই আছে যারা শিখতে এবং শেখানোতে আগ্রহী...তাদের এই কাজে বাধা দিবেন না। যায়হোক, অনেক কথাই বলে ফেললাম। এবার টিউনের প্রসংগে আসি...

ভাইরাস শব্দটির সাথে সকলে পরিচিত। এমন কেউ খুব কমই আছে যে ভাইরাস এ্যাটাকটেড হয় নি। এন্টিভাইরাস, ভাইরাস রিমুভার, নানান ধরনের সফটওয়্যার আরও কত কিছু এর ভয়ে আমরা ব্যবহার করি। আসুন, সহজেই এই আতংকটিকে নিজেরাই তৈরী করি।

এর আগে অনেকেই নোট প্যাড দিয়ে নানা ধরনের ভাইরাস বানিয়েছেন তবে যেই সব কোড পাওয়া তা দিয়ে নিজের মন মতো বানানো যায় না। নিজের মনের মাধুরি মিশিয়ে ভাইরাস তৈরী করার জন্য নিয়ে আসলাম কিছু ভাইরাস মেকার সফটওয়্যার। 😀

আলাদা করে বলার কিছু নেই কারন এগুলোর ব্যবহার খুব সোজা..একবার দেখলেই বুঝতে পারবেন। তবু একটি দেখিয়ে দিচ্ছি-

ভাইরাসের কাজ কী হবে অর্থাৎ তা কী কী ধরনের ক্ষতি করবে তা সিলেক্ট করে দিন আপনার ইচ্ছামত-

কোনো কিছুর সাথে ভাইরাসটিকে বাইন্ড করতে চাইলে তাও করতে পারেন-

ভাইরাস রান করানোর সাথে সাথে কোনো মেসেজ দিতে চাইলে-

এরপর ভাইরাসের একটা আইকন সিলেক্ট করুন এবং নাম দিন-

সর্বশেষ create virus-এ ক্লীক করুন। ব্যাস...ভাইরাস তৈরী শেষ। তবে শুধু এটা না, আমার কাছে আরও দুই-একটি এই রকম ভাইরাস মেকার আছে। স্ক্রীনশর্ট-

সবগুলো ডাউনলোড করুন-

একটা বিষয়ে সতর্ক থাকবেন, ভাইরাস তৈরীর পর সেটাতে ভুলেও ক্লীক করতে যাবেন না। তাহলেই সাড়ে সর্বনাশ! 🙁

জানি, এইসবের তেমন কোনো সুব্যবহার নেই তবে অপব্যবহারটাও আমাদের-আপনাদের উপরেই নির্ভর করে। তাই কারও ক্ষতির উদ্দ্যেশে এগুলো ব্যবহার করবেন না। আজকের মত এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।

আমার পূর্বের হ্যাকিং রিলেটেড কিছু টিউন-

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, খুব সুন্দর !!!!!!!!!

ইশতিয়াক ভাই জটিল হইছে 😆

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ………………….ইশতিয়াক ভাই

Level 0

প্রিয়তে রাখলাম।

ভাইরাস গুলা কোথায় সেইভ হবে;আমি এবং কিভাবে এই গুলা অ ন্য পিসিতে দিব ;
জানাবেন ;কোন খারাপ উদ্দেশ সাধন করার ইচ্ছা নেই ,শুধু মজা করার জন্য

    যেই ফোল্ডারে exe ফাইলগুলো আছে সেখানে সেভ হবে…
    কোনো ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে তার লিংক কাউকে দিতে পারেন…

    ধন্যবাদ সফলকাম হয়েছি।
    ব্রো ফ্রী এস এম এস করার কোন সাইট জানা থাকলে শেয়ার করুন।

    টেকটিউন্সে এই নিয়ে অনেক টিউন হয়েছে…একটু খুঁজে দেখুন…তবে এইটা দেখতে পারেন-
    http://www.freesmscraze.com/

Level 0

আমি নোট প্যাড দিয়ে একটা বানিয়েছিলাম।ওটা তে ডাবল ক্লিক করলেই পিসি রিস্টার্ট।

সুন্দর একটা সফটওয়্যার এর জন্য আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ মুকুট ভাই

    Mukut Vai apnar paye pori oe virus ar notepad ar signal gula microsoft word a like save kore amake mail koren .apni ja can tai dibo.amar mail address
    [email protected]
    pls vai patan pls pls pls pls plspls pls pls pls plspls pls pls

Level 0

nice tune 🙂

Level 0

এন্টি ভাইরাস সফ্টওয়্যারটিকে ভাইরাস বলে চেচামেচি করবেনা ত ? আমি কিভাবে আমার তৈরি করা ভাইরাসকে অন্যের পিসিতে ট্রান্সফার করব ?

    সহমত।

    শুরু করে দিয়েছেন অন্যের ক্ষতি করার?
    ভাইরাস বানানোর এই সফটওয়্যারই যে আপনার পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছেনা কিভাবে নিশ্চিত হলেন? এগুলা ভাইরাস ট্রোজান হওয়াটা খুব স্বাভাবিক। অন্যের যদি কোন উপকার করতে না পারেন ক্ষতি করা থেকে দূরে থাকুন।

    Level 2

    Vai amar kasper sky internet security 22 byte bade sob gile fele che 🙁 torjan 4 malwere 1 dekhai ki korbo?

    চেচামেচি করতেই পারে…কারণ প্রায় সকল এন্টিভাইরাস এই জাতীয় সফটওয়্যারকে ভাইরাস বলে ডিটেক্ট করে…খেয়াল করে দেখবেন সফটওয়্যারের ক্রাককেও এন্টিভাইরাস ভাইরাস হিসেবে চিহ্নিত করে শুধু তাই না…কোনো কোনো গেমকেও এন্টিভাইরাস অযথা জ্বালায়..তাই বলে কী সেগুলো ভাইরাস?? তেমনি এটাকেও ভাইরাস হিসেবে ধরতে পারে…@champ
    আপনার ইচ্ছা না থাকলে এইসব জিনিস ব্যবহার কইরেন না…@রাসেদ

    Level 0

    @রাসেদ , অন্যের উপকার করতে চাইলে আগে ক্ষতি করা শিখতে হবে।

    @M H BULBUL: সবকিছুতেই একই ডায়ালগ দেয়া বাদ দিয়ে শুধু এখানকার ভাইরাস মেকার কিভাবে উপকারে আসবে সেটা সম্পর্কে কিছু পারলে বলেন।

Level 2

HELP !
amar kaspersky to kono motey charena 22 byte bade sob gile fele che :P. help! ki korbo? torjan 4 malwere 1 dekhai what should I do? 🙁

সদুত্তর দিতে না পেরে কমেন্ট ডিলিট করে দিলেন? এমনটা আশা করিনি।

    আপনে কথাটা ভদ্রভাবে বলতে পারতেন…আমি আজ পর্যন্ত যেই ১৪ টি টিউন করেছি একটাতেও কোনো মন্তব্য কোনো দিন ডিলিট করিনি….আপনার নির্বোধ টাইপের প্রশ্ন দেখে মেজাজ খারাপ হয়ে গেছিল…

    আমি কোন বাজে কথা বললে কমেন্ট ডিলিট করে দিতেন। কোনটা নির্বোধ টাইপের কথা বলেছিলাম সেটাও বলতে পারতেন, তাই বলে কমেন্ট ডিলিট করে দিবেন? ডিলিট যেহেতু করেই ফেলেছেন এখন প্রশ্নগুলার উত্তর দেন।

    আপনি যদি টিটিতে নতুন না হন তাহলে বলতেন না কেন এটি হ্যাকিং বিভাগে দিয়েছি….

ভাই সরাসরি প্রিয়তে
ধন্যবাদ সেয়ার করার জন্য ।

বস চরম টিউন হইছে…:)) কি cmnt করমু বুইজা উঠতে পারছি না :'(

    boss jaron kaj download file a virus diso. IT is not should.

    ধন্যবাদ walking man
    বুঝতে পারলাম না আপনার কথা..@Abdullah1011

Level 0

download kortar por soft gulo ke virus koiya delete maira dilo kaspeysky :s

    ডাউনলোড এবং কাজ করার সময়ে এন্টিভাইরাস ডিজেবল করে রাখুন

ভাই, আপনার টিউনটি পড়ে, একটা কথা মনে আসলো কিছুদিন আগে এক ভদ্রলোক জিজ্ঞাসা বিভাগে জানতে চেয়েছিলেন যে এমনকি কোন সফটওয়্যার আছে যা দিয়ে সফটওয়্যার তৈরি করা যায় অর্থাৎ সফটওয়্যার তৈরি করার জন্য সফটওয়্যার। আপনার টিউনটি তার জিজ্ঞাসার উত্তর হয়ে গেল। ভদ্রলোক হয়ত ভাইরাস তৈরির (!?!) জন্য এমনটি জানতে চেয়েছেন কিনা তাতে যথেষ্ট সন্দেহ থাকতে পারে।

ভাই আপনি পুরোপুরি নিশ্চিত যে আপনার দেয়া এই প্রোগ্রামগুলোতে কোন প্রকার Backdoor, torjan, exploits etc. আরও নানান ধরনের ফাঁদ নেই?

ভাই আপনাকে ঐ প্রোগ্রামগুলোর কোডাররা কোনরকম নিশ্চয়তা দিয়েছে যে এগুলোতে কোনপ্রকার ফাঁদ ব্যবহার করা হয়নি?

এন্টিভাইরাস প্রোগ্রামগুলো কেন বারবার এই প্রোগ্রামগুলোকে ডিলিট করে দিচ্ছে? (আমিও চেষ্টা করেছি হয়নি, অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ইউজ করি কোনক্রমে একে পাশ কাটিয়ে ডাউনলোড সম্ভব হয়নি; কেন আমাদেরকে পরামর্শ দেন এন্টিভাইরাস প্রোগ্রামগুলোর রিয়েল-টাইম প্রটেকশন বন্ধ করার জন্য? যারা নেট ইউজ করেন তারা জানেন এটা কত গুরুত্বপূর্ণ।)

ভাইয়া হ্যাকার (প্রোগ্রামারও হতে হয়) হওয়ার জন্য চরম ধৈর্য, অধ্যবসায় ও চর্চার প্রয়োজন (এর সাথে যদি জন্মগত ভাবে প্রচুর মেধা থাকে, তা যোগ করলে তো আরও সহজে সব শিখতে বুঝতে ও করতে পারবেন); কিভাবে সিস্টেম কাজ করে? কিভাবে ডাটা কাজ করে, এর স্ট্রাকচার, এলগরিদম কি রকম হয়? কিভাবে একটি নেটওয়ার্ক-সিস্টেম কাজ করে? ইত্যাদি সহ আরও বহু জটিল বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন ব্যয় করে থাকে। কিছু টুলস ব্যবহার করে হ্যাকার/প্রোগ্রামার/ ক্র্যাকার হওয়া যায় না। তারা নিজেদের টুলস নিজেরা তৈরি করে থাকেন।

ভাইয়া এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে মনে করবেন না। আমি আমার ছোট্ট জ্ঞান ও সীমিত অভিজ্ঞতা থেকে আমার মন্তব্যটি ব্যক্ত করলাম।
ধন্যবাদ 🙂

    ভালো বলেছেন….তবে সব হ্যাকার খারাপ না…কিছু কিছু ভালো হ্যাকার এখনও আছে…
    আর আমিও তো এগুলো ব্যবহার করি..আজ পর্যন্ত তো আমার পিসির কোনো ক্ষতি হয়নি কিংবা কোনো অ্যাকাউন্ট হয়নি। যদি এইরকম কিছু হত তাহলে আমি কখনই সেটা নিয়ে টিউন করতাম না..

    ভাই আমি কিন্তু হ্যাকার খারাপ এই কথাটি কোথাও বলিনি, বলেছি, "হ্যাকার (প্রোগ্রামারও হতে হয়) হওয়ার জন্য চরম ধৈর্য, অধ্যবসায় ও চর্চার প্রয়োজন (এর সাথে যদি জন্মগত ভাবে প্রচুর মেধা থাকে, তা যোগ করলে তো আরও সহজে সব শিখতে বুঝতে ও করতে পারবেন)" এই টাইপের প্রোগ্রামগুলো আমিও ইউজ করেছি বলে এগুলো সম্পর্কে আমার খুব অল্প হলেও ধারণা আছে। আমি প্রোগ্রামার নই কিন্তু আমার কিছু প্রোগ্রামার বন্ধু আছে যারা বিদেশে তাদের পেশাগত কারণে বিভিন্ন সিকিউরিটি কোম্পানির সাথে জড়িত। তাদের কাছ থেকেই যতদূর জানতে পেরেছি তা শেয়ার করলাম আপনাদের সাথে।
    ধন্যবাদ 🙂

    ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

Level 0

Vai Link gula add korle r o valo hoto………………….

Level 0

ভাই এইটা কি windows 7এ চলবে?

আপনে একটা চরম জিনিস ভাই যান…
কোন কথা হবে না সোজা প্রিয়তে

Level 0

ek friend er pc te onek gorbo kore software gulo test korlam….man ijjot er faluda….. ekta o kaaj kore na….server terver exe shobi create korsi….but kaaj kore na…kahini ki bhai ….ektu koiben ?

    শুধু exe create করলেই তো হবে না….যেই ধরনের কাজ পেতে চান সেই অনুযায়ী টিক চিহ্ন দিয়ে create করতে হবে…কাজ 100% হবে।

Level 0

khob_i moja paisi vai………
but TERABIT_r link pelam na to………….?

nice laglo..amon soft e ami atodin search korchilam..but agulu kivabe use korbo & onnoke kivabe dibo aktu bolban

Level 0

lekhsos virus creat korar por click kora jaibona,taile eida diya ki korum,re horir pula,amare to sesh koira dili,oi horir pula virus bananer buddhi des r eita test korte open korle shob tor nanay khaiya falaibo,tar hat theke bachar upay bolos na,amar driver gula je formate hoise oita ki tor bap thik korbo,

    @poramon11: কিছুই বলার নেই। আপনি যে কোন পরিবার থেকে এসেছেন সেটির পরিচয় আপনি নিজেই দিলেন…..

দারুন লিখছেন ভাই Thanks