হ্যাকিং লার্নিং :: ম্যাক এড্রেস পরিবর্তন করার উপায় [অধ্যায়-১৩]

হ্যাকিং লার্নিং

mac spoofing, change mac address

আগের অধ্যায়ে আমরা ম্যাক এড্রেস সম্পর্কে জেনেছি। ম্যাক এড্রেস কিভাবে বের করতে হয় শিখেছি। এ অধ্যায়ে আমরা শিখব কিভাবে ম্যাক এড্রেস পরিবর্তন করতে হয়।

আপনি যেই কোম্পানীর নেটওয়ার্ক ডিভাইসটি ব্যবহার করছেন সেই কোম্পানী ডিভাইসটির ম্যাক এড্রেস সেট করে দেয়। তন্মধ্যে কিছু কিছু ডিভাইস রয়েছে যাদের ম্যাক এড্রেস পরিবর্তন করা যায় না। আর কোন ভাবে পরিবর্তন করলেও তা আর কাজ করে না। অনেক ক্ষেত্রে ম্যাক এড্রেস পরিবর্তন করলেও তা স্থায়ী হয় না, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার সাথে সাথেই তা আবার আগের এড্রেস ফিরে পায়। তবে যাই হোক না কেন, বিভিন্ন প্রয়োজনে ম্যাক এড্রেস পরিবর্তন করার প্রয়োজন হয়। ম্যাক এড্রেস পরিবর্তনকে বলা হয় ম্যাক স্পুফিং। ম্যাক এড্রেস পরিবর্তনের মাধ্যমে আপনি কোন সীমাবদ্ধ সাইটে প্রবেশ করতে পারবেন।

বস্তুত হ্যাকাররা অন্যের ম্যাক এড্রেস স্পুফিং করে থাকে ট্রাফিক বাড়ানোর জন্য। এছাড়াও এআরপি পয়েজনিং টেকনিকের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ডস(Denial of Service ) এ্যাটাকের ক্ষেত্রেও ম্যাক এড্রেস পরিবর্তন করা গুরুত্বপূর্ণ হয়ে পরে। এটা করলে আপনি ট্রেসিং থেকে সুরক্ষিত থাকতে পারবেন। এট সুখের সংবাদ যে, বর্তমানের হার্ডওয়্যারগুলোতে আপনি খুব সহজেই ম্যাক এড্রেস পরিবর্তন করতে পারেন। বস্তুত কোন ডিভাইসের উপর ম্যাক এড্রেস প্রিন্ট করা থাকলে আপনি সেটা ফিজিক্যালি পরিবর্তন করতে পারবেন না……lolz

উইন্ডোজে ম্যাক এড্রেসের পরিবর্তন :

mac spoofing, change mac address

Start->Control Panel->Network Connections এক্সপি-তে Network and Internet Connection এর মধ্যে আপনি একের অধিক নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবেন। তার মধ্যে যেটি একটিভ বা চালু অবস্থায় আছে সেটাতে মাউসের ডান বাটন চেপে Properties এ যান। উইন্ডোজ ভিসতা ও সেভেনের ক্ষেত্রে Start এর সার্চ বক্সে টাইপ করুন Network and Sharing Center তারপর উপরের রেজাল্টে ক্লিক করুন। Manage Network Connections বা Change Adapter Settings এ যান। একটিভ কানেকশনের প্রোপার্টিসে প্রবেশ করুন।

এবার General ট্যাবের অন্তর্গত Configure এ ক্লিক করুন।

Advanced এ যান। Property সেকশনে সিলেক্ট এবং হাইলাইট করুন Network Address অথবা Locally Administered Address

এবার দেখুন ডান দিকে ডিফল্ট হিসেবে Not Present সিলেক্ট করা থাকে। আপনি Value এর উপরের রেডিও বাটনটি সিলেক্ট করে নতুন ম্যাক বসান। সাধারনত ৬ জোড়া সংখ্যা (০-৯) এবং অক্ষরের (A-F) সমন্বয়ে ম্যাক এড্রেস গঠিত হয়। উদাহরন স্বরূপ 83-25-F4-21-A9-8B আপনি নতুন ম্যাক এড্রেস বসাবেন ড্যাস (-) গুলো বাদ দিয়ে। যেমন : 8325F421A98B

এবার ওকে ক্লিক করে বেরিয়ে আসুন। এবার যাচাই করার জন্য

Start->Run->বক্সে cmd লিখে এন্টার দিন।

কমান্ড এরিয়া খুলবে। এবার টাইপ করুন

ipconfig /all

কম্পিউটার রিস্টার্ট দিন। এখন যদি আপনি আপনার আগের ম্যাক এড্রেস ফেরত চান তাহলে উপরের সেটিংসে Not Present সিলেক্ট করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট দিন।

উইন্ডোজ রেজিষ্ট্রির মাধ্যমে ম্যাক এড্রেস পরিবর্তন :

Start->Run->বক্সে cmd লিখে এন্টার দিন।

কমান্ড এরিয়া খুলবে। এবার টাইপ করুন

ipconfig /all

mac spoofing, mac address change

আপনার একটিভ কনেকশানের Description এবং Physical Address নোট করে রাখুন। এবার কমান্ড এরিয়ায় আবার লিখুন

net config rdr

এন্টার দিন।

এখানে GUID নাম্বার নোট করে রাখুন।

এবার Start->Run->টাইপ করুন regedit

Registry Editor খুলবে।

নিচের প্রক্রিয়া অনুসরন করুন।

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E972-E325-11CE-BFC1-08002BE10318}

এবার {4D36E972-E325-11CE-BFC1-08002BE10318} তে প্রবেশ করুন। এর নীচে কতগুলি সাব ফিল্ড দেখতে পাবেন। যা ০০০০, ০০০১, ০০০২ এধরনের।

প্রতিটি সাব ফিল্ডে ক্লিক করে ডানে DriverDesc তে দেখুন কোনটা আপনার ম্যাক এড্রেসের সাথে মিলে যায়। যদি পেযে যান তাহলে সেটাই যে আসল ম্যাক এড্রেস সেটা যাচাইয়ের জন্য NetCfgInstanceId চেক করুন। সেখানের আইডি আপনার নোটকৃত GUID এর সাথে মিলে যাবে। এখন যদি দেখেন যে সবকিছুই ঠিক আছে তার মানে সেটাতে এখন স্পুফিং চালানো যাবে। নিচের প্রক্রিয়া অনুসরন করুন।

New -> String Value. নতুন Value টির নাম দিন NetworkAddress.

mac spoofing, mac address change

এবার NetworkAddress এ দুটি ক্লিক করে আপনি নতুন ম্যাক এড্রেস প্রবেশ করান। ওকে করুন। কম্পিউটার রিস্টার্ট দিন। আপনার আগের ম্যাক এড্রেস ফিরে পেতে হলে রেজিষ্ট্রি থেকে NetworkAddress টি ডিলিট করে দিন।

টেকনিটিয়াম ব্যবহার করে ম্যাক এড্রেস পরিবর্তনের উপায় :

mac spoofing,mac address change

প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।

সেটাপ করে নিন। ওপেন করুন।

সেখানে আপনি আপনার সবগুলো নেটওয়ার্ক কানেকশন দেখতে পাবেন (একেবারে উপরের দিকে)।

এবার যে ডিভাইসটির ম্যাক এড্রেস পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন।

Change MAC বাটনে ক্লিক করুন। নতুন ম্যাক এড্রেস দিন। Change Now এ ক্লিক করুন। Confirm করুন।

এবার পুনরায় আগের ম্যাক এড্রেস ফিরে পেতে হলে ডিভাইসটিতে ক্লিক করুন। Change MAC বাটনে ক্লিক করে Original MAC বাটনে ক্লিক করে Confirm করুন।

সফটওয়্যারটি আসলে আপনার ম্যাক এড্রেস পরিবর্তন করে না। এটি আপনার অপারেটিং সিস্টেমের রেজিষ্ট্রিতে নতুন ভ্যালু যোগ করে দেয়।

আপনি যদি গ্রামীন বা বাংলালিংক বা সিটিসেলের মডেম ব্যবহার করেন তাহলে উপরোক্ত কোন পদ্ধতিই আপনার কাজে লাগবে না। এক্ষেত্রে অন্য আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি বেশ উপকারী। বিস্তারিত জানতে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরও দুটি সফটওয়্যারের জন্য এখানে এবং এখানে ক্লিক করুন।

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যি সতিই ডিভাইস এর ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা যায় 😉

    Level New

    যায় মিনহাজ ভাই।
    তবে তা ক্ষনস্থায়ী।
    হ্যাকিং করতে হলে ম্যাক ও আইপি এড্রেস পরিবর্তন করা বাধ্যতামূলক হয়ে পড়ে।
    ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

    না। পার্মানেন্টলি করা যায় যদি ম্যানুফ্যাকচারার এর কাছ থেকে সোর্স কোড পান। আমি নিরাপত্তার কারণে সম্পুর্ণ বলছিনা। তবে এটা করা যায়। আমি নিজে আমার একটা কানেকশান দুই ডিভাইস এ একই ম্যাক বানিয়ে ব্যবহার করি। আপনাকেও ধন্যবাদ

      Level 0

      @মিনহাজুল হক শাওন:আমাকে শিখান!pls pls pls pls pls শাওন ভাই

    Level 0

    শাওন ভাই কি ubuntu তে চেঞ্জ করসেন?

Level 0

আমি লোকাল ব্রডব্যান্ড ইউজ করি। কিভাবে আমি Smile এর Darucinibd Torrent ‍সাইট ব্যবহার করতে পারব ।

    Level New

    বাবু ভাই আপনার প্রশ্নটি আমি ঠিক বুঝতে পারিনি?
    সাইটটিতে সমস্যা হচ্ছে কি?
    আমি তো ব্যবহার করতে পারছি।
    টিউন পড়ার জন্য ধন্যবাদ।

    Level 0

    মানে হল,Smile (Isp) providor থেকে Internet চালান হয় ।তাদের torrent site Daruchinibd.com and Tepantorbd.com।ফলে download speed 250kb/315kb.এখন লাইন আকটিভ না করে,but Cable লাগানো আছে।mac Change kore তা ব্যবহার করা সম্ভব?????

    Level 0

    না ভাই ।দু:খিত আমি আসেলে বুঝাতে পারিনি। আমি স্মাইল ইউজার না হয়েও কি কোনভাবে তাদের torrent site Daruchinibd.com ব্যবহার করতে পারব ? Proxy or another way ?

Level 0

eita korle ki DARUCHINIBD use kora jabe??? normally oi site ta shudhu SMILE user der jonno…..ami BROABAND user…so ami ki dhukte parbo?

Level 0

পার্মানেন্টলি করা যায়

মেহেদি ভাই জটিল জিনিস দিলেন।ধন্যবাদ।

    Level New

    ধন্যবাদ Walking Man ভাই।

টিউনের জন্য অশেষ ধন্যবাদ।

    Level New

    কমেন্ট করার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
    ভালো থাকবেন।

Level 0

মেহেদি ভাই আমি
babu_fu says:
আমি লোকাল ব্রডব্যান্ড ইউজ করি। কিভাবে আমি Smile এর Darucinibd Torrent ‍সাইট ব্যবহার করতে পারব
মানে হল,Smile (Isp) providor থেকে Internet চালান হয় ।তাদের torrent site Daruchinibd.com and Tepantorbd.com।ফলে download speed 250kb/315kb.এখন লাইন আকটিভ না করে,but Cable লাগানো আছে।mac Change kore তা ব্যবহার করা সম্ভব?????

    পূর্বে টিউন করা হয়েছিল । একটু খুজেঁ দেখুন ।

nice

আচ্ছা মেহেদি ভাই ব্রডব্যান্ড ইউজ দের ই তো শুধু ম্যাক এড্রেস হয় তাই না ?
নাকি আমরা যারা gp,bkink,citycel,waimax ব্যবহার করি তাদের ও ম্যাক এড্রেস থাকে…!!!
আমি ব্যাপার টা ক্লিয়ার না একটু জানাবেন প্লিজ…
ধন্যবাদ আপনার অসাধারন টিউনটার জন্য।
ভালো থাকবেন।

    Level New

    Local Area Connection ও Wireless Access Network এ আমি পেরেছি।
    টিউনটির একেবারে নিচের দিকে কিছু কথা বলা হয়েছে লক্ষ্য করুন।
    আশা করি পারবেন।
    ধন্যবাদ।

    এড করে দিছেন সে জন্য ধন্যবাদ আপনাকে।
    দেখি চেষ্টা করে।

    ওয়াইম্যাক্স এর ম্যাক চেঞ্জ করা সম্ভব। বাংলালায়ন মনে হয় এটা ধরতে পেরেছে, তাই সার্ভারে ম্যাক ****** দেওয়া 😀

boss banglalion wimax AX226(ZTE) modem er mac kivabe change kra jay bolben…….
ata te change adapter settings e gie wimax connection er "properties>configure>advanced" e gele "Locally Limited Address" ba ai type er kno option e nai. only "mtu" ase
please vai helpan………….

    Level New

    ধন্যবাদ সাজ্জাদ ভাই কমেন্টের জন্য।
    আমি এখনও wimax ব্যবহার করিনি।
    তাই এই ব্যাপারে কোন পরামর্শ আপাতত দিতে পারছি না।
    তবে টিউনের শেষের কথা অনুযায়ী সফটওয়্যার দিয়ে করে দেখেন পারেন কিনা।

হুম, MAC চেঞ্জ করে সুফল পাচ্ছি।
দুইটি NIC এর একই MAC বানিয়েছি। তারপর একটা connection দুই PC তে অদল-বদল করে চালাই।

ধন্যবাদ M4H3D1 H454N ভাই, অনেক উপকারি একটি টিউনের জন্য।

    Level New

    lolz সায়েম ভাই।
    ধন্যবাদ কমেন্টের জন্য।

আচ্ছা কিউবির ম্যাক এড্রেস পরিবর্তন করা যাবে কি?

    Level New

    আমি এখনও wimax ব্যবহার করিনি।
    তাই এই ব্যাপারে কোন পরামর্শ আপাতত দিতে পারছি না।
    তবে টিউনের শেষের কথা অনুযায়ী সফটওয়্যার দিয়ে করে দেখেন পারেন কিনা।
    ধন্যবাদ যোবায়ের ভাই কমেন্টের জন্য।

Level 0

আপনার কি ফেইসবুক আসে? আমার কিছু প্রবলেম আসে। হেল্প দরকার। এখানে বিস্তারিত লেখা সম্ভব না

Level 0

valo post, upokare lagbe.

thanks.

Level 0

ভাই ২ টা ইন্টারনেট কানেকশন কি একই সাথে ব্যাবহার করা যায় । জানালে উপকৃত হতাম ।