হ্যাকিং লার্নিং :: হ্যাকার কারা? হ্যাকারদের জন্য ফোরাম, রিসোর্স ও মুভি [অধ্যায়-২]

হ্যাকিং লার্নিং

"who are hacker" "what is hacking" "www.mahedi.info"

হ্যাকার যারা :

হ্যাকার হচ্ছেন একজন ব্যাক্তি যিনি শুধুমাত্র বিভিন্ন মাধ্যম/সিস্টেম এর খুত খুজে বের করে। কিন্তু তিনি এর ক্ষতিসাধন করেন না। একজন হ্যাকার মূলত একজন প্রোগ্রামার যার প্রধান কাজ হচ্ছে অনলাইনে কোন সিস্টেমের খারাপ দিকগুলো খুজে বের করা। তারা প্রোগ্রামার এবং তারা প্রোগ্রাম নতুন নতুন খুত বের করতে ব্যবহার করে।

"hacker forum" "www.mahedi.info"

হ্যাকার ফোরাম :

আপনি একজন হ্যাকার হতে হলে প্রথমে আপনাকে বিভিন্ন ইথিকাল হ্যাকার যারা মূলত ইলিট (এ ব্যাপারে আগের অধ্যায়ে বলা হয়েছে) তাদের থেকে গুরুত্বপূর্ণ টিপসগুলো শিখে নিতে হবে। আর বিভিন্ন ধরনের টিপস নিয়ে আলোচনা হয় ফোরামে। নিচে হ্যাকারদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ফোরামের লিংক প্রদান করা হল। ফোরামগুলোতে যোগদিন এবং নিয়মিত পোষ্টগুলো পড়ুন। কোন বিষয় জানতে চাইলে সেখানেই সাহায্য চাইতে পারেন।

হ্যাকিং রিসোর্স :

"www.mahedi.info" "hacking resource"

হ্যাকিং করতে হলে বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয়, প্রয়োজন হয় কোড, স্ক্রিপ্ট, ডর্ক ইত্যাদির। নিচে কিছু লিংক দেয়া হল যেখান থেকে আপনি অনেক মূল্যবান হ্যাকিং রিসোর্স পেতে পারেন যা আপনাকে হ্যাকার হতে সাহায্য করবে।

হ্যাকার মুভি :

"movies for hacker" "movie for hacker" "www.mahedi.info"

শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চলে এলাম একেবারে বিনোদনে। হ্যা হ্যা। সারাদিন কাজ করলেই কি আর চলে? একটু বিনোদনও তো করা লাগে, নাকি? নিচে কিছু মুভির নাম দেয়া হল যা একজন হ্যাকারের দেখা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখনই আরম্ভ করে দিন বিনোদন। আর হ্যা কোনটা কেমন লাগলো সে সম্পর্কে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজ এ পযর্ন্তই।

  • TRON (1982)
  • THE GIRL WITH THE DRAGON TATTOO (2009)
  • WARGAMES (1983)
  • DIE HARD 4:LIVE FREE OR DIE HARD (2007)
  • SNEAKERS (1992)
  • THE MATRIX (1999)
  • EXISTENZ (1999)
  • THE CONVERSATION (1974)
  • THE SCORE (2001)
  • FOOLPROOF (2003)
  • HACKER (1995)
  • ANTITRUST (2001)
  • PIRATES OFSILICONVALLEY(1999)
  • THE LAWNMOWER MAN (1992)
  • THE CORE (2003)
  • VIRTUOSITY (1995)
  • TAKEDOWN (2000)
  • DEJA VU (2006)
  • ONE POINT O (2004)
  • REVOLUTION OS (2001)
  • THE NET (1995)
  • TRON : LEGACY (2010)
  • THE ITALIAN JOB (2003)
  • DISCLOSURE (1994)
  • JURASSICPARK(1993)
  • SWORDFISH (2001)
  • THE THIRTEENTH FLOOR (1999)
  • UNTRACEABLE (2008)
  • GAMER (2009)

Resource : about.com

এখন থেকে হ্যাকিং বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়াল আপনারা Hacking Class by http://www.mahedi.info ট্যাগে পাবেন।

টিউনটি পূর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যাকিং রিসোর্স সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ।

    Level New

    আপনাকেও ধন্যবাদ কষ্ট করে টিউন পড়ার জন্য।

আপনার টিউনগুলো চেইন আকারে প্রকাশ করুন। দৃশ্যমান(visual editor) এ ক্লিক করলে অপশন পাবেন।

    Level New

    আদনান ভাই, খুব ভালো লাগল আপনি আমার টিউন পড়েছেন দেখে।
    চেইন টিউনের ক্ষেত্রে কোন অপশনটা ব্যবহার করব বুঝতে পারছি না।
    কোন টিউটোরিয়াল আছে কী?
    ভালো থাকুন।

মুভি ডাউনলোড কই ???

    Level New

    ভাই মুভিগুলোর ডাউনলোডিং লিংক আমার নিজের কাছেও নেই।
    দু:খিত। তবে অন্যরা (যারা ডাউনলোডের ব্যাপারে টিউন করেন) এ ব্যাপারে সাহায্য করতে পারেন।
    টিউন পড়ার জন্য ধন্যবাদ।

    হতাশ হলাম……… !!!

    Level New

    আমি দু:খিত ভাইয়া।

    ওকে, কোনও ব্যাপার না !……।। 🙂 🙂 🙂

    Level 0

    কষ্ট করে একটু সার্সালেই তো ডাউনলোড লিংক পাওয়া যায়।

    Level New

    একেবারে ঠিক কথা মেহেদী ভাই। ধন্যবাদ।

খুব ভাল হয়েছে ভাই টিওনটি…ধন্যবাদ শেয়ার করার জন্য

    Level New

    রাজপুত্র ভাই, আপনাকেও ধন্যবাদ।

ভাই ভালো লাগছে। চালিয়ে যান। আর এটি প্রিয়তে রাখকাম।

    Level New

    আপনাকে অসংখ্য ধন্যবাদ সেন্স অফ বাংলা।
    প্রিয়তে রেখেছেন শুনে আমিয় প্রিত হলাম।

Level 0

ভাইয়া মুভি গুলোর ডাউনলোড লিংক দিলে ভালো হতো।

Level 0

ভালো লাগলো।

    Level New

    ধন্যবাদ। পাশে থাকবেন।

kon movie gulo dorker,amar kache ache.I may give u.

    Level New

    ভাই বড় বাঁচা বাঁচালেন।
    সবাই শুধু মুভিগুলোর লিঙ্ক চাচ্ছে।
    আপনি একটু সাহায্য করলে মনে হয় আমাকে আর এ প্রশ্নের সম্মুখিন হতে হবে না।
    কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Level 0

vai oi hackforums.net e amar ID ase, okhane ami dekhesi shobai k shomalochona korte j Hollywood e jeshob movie gulo ase hacking niye, shekgula obastob ebong eder k jasse tai kore hacker ra shomalochona korese, tai mone hoi oi movie gulo na dekhe oi site gulo te jawai onek valo…

    Level New

    ভাইয়া হলিউডে কতগুলো মুভি বাস্তবতা নিয়ে করা আর কতগুলো মুভি অবাস্তবতা নিয়ে করা?
    মানুষ মুভি দেখে আনন্দের জন্য। কেউ বা আবার এর মধ্যে শিক্ষনীয় ব্যাপার খোঁজে।
    আসলে মুভিগুলো দেখলে আপনি হ্যাকারদের সম্পর্কে সাম্মক একটা জ্ঞান লাভ করতে পারবেন।
    ওগুলো দেখলে আপনি হ্যাকিং শিখতে পারবেন না সত্যি আর ওগুলো যে অবাস্তব এটাও সত্যি।
    ছবি দেখবেন মজা করার জন্য তার ফাকে যদি কিছু ধারনা চলে আসে খারাপ কী? তাই না?
    খুব ভালো থাকুন।

Level 0

ভাইয়া, আপনার দেওয়া ফোরাম গুলোর মধ্যে কোনটাকে follow করলে সবচেয়ে ভালো হবে??

    Level New

    ভাইয়া, দ্বিতীয়টা।
    তারমানে http://www.hackforums.net
    এছাড়াও আপনি কোন কিছু জানতে গুগল মামাকে ট্রাই করতে পারেন।
    আর ভিডিও টিউটোরিয়ালের ক্ষেত্রে ইউটিউব মামিতো আছেই…………..:xD
    আর আপনি কিন্তু আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন।

    Level 0

    ধন্যবাদ ভাইয়া।

Level 0

khub valo

    Level New

    ধন্যবাদ।
    পাশে থাকবেন।

@mahedi vi,
U give clickable link,how u do this?I mean i want 2 give 'click here',then how i will do this clickable.Can u tell me the code?

    Level New

    খুব ভালো প্রশ্ন। আপনি একটা কাজ করুন।
    আপনার টিউনের যেখানে আপনি 'Click Here' দিতে চান সেখানে তা লিখে ব্লক করুন।
    তারপর উপরে দেখুন 'দৃশ্যমান' এর নীচে একটি শিকলের চিন্হ আছে।
    আপনি সে চিন্হে ক্লিক করে লিংক এর জায়গায় আপনার কাঙ্খিত ওয়েবসাইটের এড্রেসটি বসিয়ে ওকে করুন।
    ব্যাস হয়ে গেল।

অনেক অনেক ধন্যবাদ ।

    Level New

    আপনাকেও ধন্যবাদ।

ভাই কি টিউন করলেন কিছুই বুজলাম না।
আপনি যা যা দিলেন তা ত গুগল মামারে জিগাইলে ই পাওয়া যায়।
যার যার দরকার হয় সে সে গুগল থেকে এই সব জানতে পারে।
আপনি নতুন কি দিলেন??
আর এই সব মুভি ত কত ই আসে। এই সব দেইখা ত আর হ্যাকার হওয়া যায় না।
যাই হোক সামনে আর ও ভাল টিউন এর আসা করি।যেখানে আরও বিস্তারিত লিখবেন।
টিউন এর জন্য ধন্যবাদ।

    Level New

    ভাইজান বোধহয় টিটিতে নতুন !!!
    আমি চাইনিজ ভাষা ব্যবহার করিনি। আপনি কেন বুঝতে পারেন নি সেটা আমি নিজেও বুঝতে পারছি না।
    যদি সবই গুগল মামাকে জিজ্ঞেস করতে চান তাহলে টেকটিউন্স আপনার জন্য না।
    পন্ডিতদের জন্য আমার টিউন না। একথাটা বোধহয় টিউন শুরু হওয়া আগেই লিখে রাখা দরকার ছিল।
    তাহলে হয়ত এধরনের কমেন্ট পেতাম না।
    আমি কি লিখেছি যে সব কিছুই আমি নতুন দিয়েছি?
    কমেন্ট করার কতগুলো নিয়ম আছে। এ নিয়ে পূর্বে টিউনও হয়েছে।
    প্রথমে সম্পূর্ণ টিউনটি পড়বেন তারপর আপনার পূর্বের কমেন্টগুলোও পড়বেন। তারপর কমেন্ট করবেন।
    চেইন টিউনে আস্তে আস্তে বিস্তারিত আসে। আশা করি বুঝতে পারছেন।
    ভালো থাকবেন।

    Level 0

    কমেন্ট না করে পারলাম না.
    University / School / College এ যাওয়ার দরকার কি ??
    GOOGLE মামা রে জিগাইলে তো ভাই সব ই পাওয়া যায়, তাই না ভাইজান ??

    টেকটিউনস এ সবাই পরিচিত এবং জানা জিনিস ই টিউন করে এবং সবাই চেষ্টা করে সহজভাবে সাবাইকে বুঝানোর.
    এবং সেগুলো যেনো নতুন একজন Learner Sequence অনুযায় পায়.

Level 0

ভাইয়া, একটা কথাই বলব- "এতদিন কোথায় ছিলেন??" আপনার জন্য কতদিন থেকে অপেক্ষা করছি। ভালো টিউন এবং চালিয়ে যাবেন বলে আশা করি। 🙂

    Level New

    ধন্যবাদ ভাইয়া। চালিয়ে যেতে চেষ্টা করব ইনশাআল্লাহ।
    ভালো থাকবেন।

ধন্যবাদ।

আমাকে হ্যাকিং শেখাবেন?
পর্ন সাইট হ্যাক করে আমি লন্ডভন্ড করে দিতে চাই, কিন্তু ধরা পড়তে চাইনা!

    Level New

    অবশ্যই সায়েম ভাই।
    আমি যা শিখব আপনিও সেটাই শিখতে পারবেন।
    ধন্যবাদ।

আমি হ্যাকিং সম্পর্কিত মুভির নাম খুজছিলাম। এখানের মধ্যে Hackers, The Matrix এবং Tron শুধু দেখেছি। অসাধারন মুভি। এখন নতুন গুলো খুজতে হবে।
ধন্যবাদ।

    Level New

    ধন্যবাদ সোহাগ ভাই। খুজে পেলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।
    আমিও ওখানের অনেকগুলো দেখি নি।
    ভালো থাকবেন।

Level 0

ধন্যবাদ টিউনটির জন্য….

    Level New

    আপনাকেও ধন্যবাদ ভাই।
    পাশে থাকবেন।

আপনাকে ধন্যবাদ টিউনটির জন্য। কাছে থাকুন, ভাল থাকুন।

    Level New

    ধন্যবাদ আব্দুল মালেক ভাই।

শেষের ২ টা মুভী দেখা হইছে।

অনেক অনেক ধন্যবাদ

    Level New

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

ভাই কি জানেন, আজ বাংলা হ্যাকস (www.banglahacks.com) কে জানি হ্যাক করছে।
ঢুইকা দেখেন।

Level New

যার সাইট সম্ভবত সে-ই হ্যাক করেছে…………lolz
ধন্যবাদ।

i wnnt to be a haker

Level 0

Mahedi vai ekta movie miss krecho…………
“ENEMY OF THE STATE”. na dekha thakle dekhe nio.

Level 0

nice post………

আজকেই ঢুকলাম এই সাইটে খালি এই পোস্ট টা দেখে। আশা করি হ্যাকিং সমন্ধে বিস্তারিত পাব এইখানে।

Level 0

আমি হ্যাকিং সমন্ধে জানার চেষ্টা করতেছি।