হ্যাকিং বিষয়ক প্রথম যে টিউনটি করেছিলাম তা একটি সাধারন ট্রিকস এর উপর। অনেকেই বলেছেন এটাকে হ্যাকিং বলে না। আসলে হ্যাকিং বলতে সবাই এলগারিদমিক এবং খুব সহজেই করা যাবে এমন কিছুই আশা করেছিল। তবে হ্যাকিং বলতে যে কারো ব্যাক্তিগত এবং গোপনীয় কোন তথ্য আছে সেখানে বিনা অনুমতিতে প্রবেশকেই বোঝায় তা যে পদ্ধতিতেই হোক না কেন।
তবে আমার প্রথম পর্বটিতে আমি যেহেতু বলেছিলাম এ বিষয়ে নিয়মিত এবং আরো সুবিধাজনক হ্যাকিং এর ব্যাপারে টিউন করবো তারই ফলশ্রুতিতে এই টিউন তবে সংযতভাবেই করব। আজ বলবো একধরনের সফট এর কথা (অভিজ্ঞরা হয়ত জানেন) যা আপনাকে হ্যাকিং করতে সহায়তা করবে।
যেটার কথা বলব এ ধরনের সফটকে কী লগার বলা হয় যা ইনষ্টল করলে কম্পিউটারে কোন কোন কী প্রেস করা হয়েছে তার রেকর্ড থাকে এই সফটটি ইনষ্টল করলেই আপনি সহজেই দেখতে পারেন মেইল এ্যাড্রেস টাইপ করার পর কোন কোন কী প্রেস করা হয়েছে।
লোকাল কীলগার আপনি যেমন আপনার কম্পিউটারে ইনষ্টল করে আপনার কম্পিউটারের কী রেকর্ড পেতে পারেন তেমনি রিমোট কীলগার দিয়ে রিমোট সিষ্টেমে নেটওয়ার্ক এর সহায়তায় যে কারো কম্পিউটারে ইনষ্টল করে দিয়ে তার নিয়মিত আপডেটও পেতে পারেন। সবই হবে এই সফট এর মাধ্যমে অনেকটা স্বয়ংক্রিয় উপায়ে। কিন্তু আমি এর বিস্তারিত বলব না। কারন সেটা অনেকের ক্ষতির কারন হবে।
এভাবে আপনি খুব সহজেই যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও হ্যাকিং করতে পারেন। কিন্তু এই ধরনের সফট অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যার এর মধ্য পড়ে তাই বিভিন্ন সাইটে এই সকল সফট আপলোড করা হলেও তা খুব তাড়াতাড়িই আবার ডিলেট করে দেয়া হয়। আবার যেসব সাইটে পাওয়া যায় তারাও এগুলো ফ্রি দেয় না। তাই এগুলো পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। তবে আমি এ ধরনের নতুন দুটি অসাধারন সফট এর লিংক দেব।
তবে আমার কাছে এরকম আরো ভাল একটি প্রোগ্রাম আছে আমাকে মেইল করলে আমি এটা ও সাথে এর ব্যাবহার পদ্ধতি এবং বিস্তারিত দেব। তবে টেকটিউনসের নিয়মিত ব্যাক্তিরা যাদেরকে সবাই মোটামুটি চেনে এরকম বিশ্বস্ত এবং অবশ্যই বাংলাদেশী ব্যাক্তিদেরই দেব। তারপরও এর দ্বারা যে কোন ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটা আপনার কোন ধরনের মন মানসিকতা তা আমি বুঝলাম না। টিউন করেছেন ভালো কথা। তবে সফটওয়্যার টা দেওয়ার ইচ্ছা থাকলে এখানেই তা দিয়ে দেবেন। কিন্তু আপনি বলছেন আপনার কাছে মেইল করতে এবং সবাইকে দেবেন না এটা আবার কোন ধরনের কথা। আর যদি ঐ হাতে গোনা কয়েকজনকেই দেবেন তা হলে আর এখান ঢাক-ঢোল পিটিয়ে টেকটিনস এ দেওয়াআর কি দরকার ছিল? আপনি আপনার ঐ পরিচিত লোকদের কেই জানাতে পারতেন।আর ফাও ফাও সবাই কে ঐ সফটওয়্যার এর লোভ দেখালেন।আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
এবং এটাও আশা করি যে আমার কথাই কিছু মনে করেন নি।
শাকিল ভাই, আপনি তো দেখছি, বাংলাদেশীদের এইবার হ্যাকার বানিয়ে ছাড়বেন হাহাহাহাহাহা। যাই হোক ২০০০ এর দিকে আমি এরকম একটি সফটওয়্যার আমার পিসি তে ইন্সটল করেছিলাম, মাত্র কয়েক কিলোবাইটের অসাধারন একটি সফটওয়্যার, নাম কি টু কি, এখনো হয়তো র্যাপিড শেয়ার এ সার্চ করলে আপনার রিডার রা পেতে পারেন (আমি জানিনা আপনি এটারই লিংক দিয়েছেন কিনা, কারন অফিস হতে আপনার টিউন পড়ছি তাই কোন লিংক এ ক্লিক করতে ভয় করে) তবে বেশীর ভাগ এন্টি ভাইরাস একে ম্যাল ওয়ার হিসাবে ডিটেক্ট করতে পারে, আমার ম্যাকা ফি তো ইদানিং ওটা লাগালেই ডিলেট করে দিচ্ছে, ওটা ইউজ্ করার আগে আমার ম্যাকা ফি কে ডিসাবেল করতে হয়। আপনি আমাকে এখন বলেন, কিভাবে, ম্যাকা ফি কে আমি এমন ভাবে কনফিগার করতে পারি, যাতে ঐ সফটওয়্যার টা সে ডিলিট না করে। আপনাকে অগ্রিম ধন্যবাদ।
আপনি কি মূর্খ নাকি। নিজেই অন্যের হাতে খারাপ জগন্য হাতিয়ার যা দ্বারা চুরি ছাড়া কিছুই হয়না, তুলে দিবেন,আবার বলবেন খারাপ কিছু হলে আপনি দায়ী না।
অবশ্যই আপনি দায়ী থাকবেন। এ হাতিয়ার দ্বারা যেইই অপরাধ করুক না কেন তার সমস্ত দায় আপনার কাধেই পড়বে। কারন আপনি ভাল করেই জানেন এর দ্বারা কোন
ভাল কাজই হয়না।এরপরত্ত যদি আপনি এ কাজে সহযোগিতা করেন তাহলে বলতেই হয় — অধিক বিদ্যা (অহংকারী বিদ্যা) মানুষকে অন্ধ করে ফেলে।
amar abosso oi dita site-er kobor jana silo kintu tate taka laghe.tobe sakil vai amader apni bolte paren.
দ্বিতীয় পর্ব থেকে আমরা হ্যাকিং এর কী শিখলাম?
কিছুই না।
তাহলে এ ধরণের টিউন করার দরকার কী?
টেকটিউনস কতৃপক্ষ মুছবে কেন আপনি নিজেই মুছে দিন না। এসব আজেবাজে টিউন না থাকাই ভাল। শিরোনাম দিলেন কি আর ভেতরে লেখলেন কি। আপনি কি টেকটিউনসের পাঠকদের মদন পেয়েছেন। চুরি করবেন অথচ ধরা পরলে বলবেন আমি চোর না।
শাকিল ভাই উপরের সুমন আর আমি কিন্তু এক ব্যক্তি নই, (সুমন নাম টা কমোন বলেই এত সমস্যা) যাই হোক মুল কথায় আসি, আমি উপরের সুমনের বক্তব্বের সাথে একেবারেই এক মত নই, বাজে টিউন বলতে যা বোঝায় এটা মোটেই সেটার মধ্য পড়েনা। সম্ভাব্য হ্যাকিং এর শিকার হওয়া থেকে রক্ষা পেতে হলেও এই জ্ঞান আপনাকে করবে সতর্ক। আমি মনে করি, সবাইকে যদি আগে থেকেই এই জ্ঞান বিতরন করে সতর্ক করে দেওয়া যায় সেটা আমাদের বেশির ভাগ মানুষের জন্য ভালো বই খারাপ নয়। @সুমন ভাই, কিছু মনে করবেন না, আমার নামও সুমন তাই আবার ভেবে বসেন না, আপনার নাম ভাঙ্গিয়ে এই মন্তব্য লিখছি (যেহেতু দুই জনের মন্তব্য সম্পুর্ণ বীপরিত ধর্মী ) @ অনামিকা, আপনার সাথে কিছুটা একমত হলেও পুরোটা না, এটুকু অন্তত অনেকে জানতে পারলো যে অনেকেই এসব বিপদজনক সফটওয়্যার এর আশ্রয় নিয়ে আপনার একাউন্ট হ্যাক করতে পারে, তাই এই সব ইনফরমেশন (সিক্রেট এনসার, ও অন্যান্য তথ্য) যত জটিল হয় ততই ভালো। তবে শাকিল ভাই, দিন দিন এই সব কায়দায় হ্যাকিং অনেক জটিল হয়ে উঠছে, এটা আমাদের সাধারন ইউজার দের জন্য কিছুটা সস্তির বিষয়, কারন ওয়েব সাইট গুলো ইমেজ রিডার আর রি-ট্রাই লিমিট কমিয়ে দেওয়ায় আমরা এখন আগের থেকে অনেক নিরাপদ… যাই হোক আপনার তথ্যের জন্য ধন্যবাদ। আশা করি অনেকেই তাদের ব্যক্তিগত/গোপনীয় বিষয় গুলি নির্বাচনে/ বিতরনে আরো সতর্ক হবেন। পিসি ইউজ্ করার আগে কিভাবে ডিটেক্ট করা যায়, যে ঐ পি সি তে কি লগার আছে কিনা, এই বিষয়ে আমি একটি টিউন করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে পারছিনা, আপাতত এই কাজটি শাকিল ভাই করলে খুশি হব, ব্যপারটা অনেক টা সেই প্রবাদের মধ্যে পড়ে যাবে, চোর কে বলা চুরি করতে আর গৃহস্থকে বলা পুলিশ ডাকতে, অথবা সেই গানের মত, সরপ হইয়া দংশন কর, ওঝা হইয়া ঝাড়ো… হাঃ হাঃ হাঃ হাঃ
যাই হোক শাকিল ভাই, এই সফট টি কি শুধু ক্রাইম করার জন্য সবাই ব্যবহার করবে ? এখানে অনেক লোক আছে যারা এই সফট এর সঠিক ব্যবহার করতে জানে।
কিলগিং কে হ্যাকিং বলা চলেনা। কারো নেট ওয়ার্কের দূর্বলতা কে কাজে লাগিয়ে পিসিতে প্রবেশ করার পথ তৈরী করে এক্সেস করতে পারাই আসল হ্যাকিং
ভাই শাকিল, আপনার টিউনের মন্তব্যে যা দেখছি, তাতে মনে হচ্ছে, সবার মনের মাঝেই “আছতাখ-ফিরুল্লাহ— পাবো কোথায়?” একটা ভাব। মূল কথা হচ্ছে- জ্ঞানের জন্য সূদুর চীনে যাও। জ্ঞান অর্জন করা কোন খারাপ কাজ নয়, তবে তার ব্যাবহার কোন ক্ষেত্রে হচ্ছে সেটাই বড় কথা। আমরা যত বেশি জানব ততোই আমাদের প্রযুক্তি ব্যাবহার ও ক্ষেত্র সম্পর্কে বিচার বোধ বাড়বে। সব কিছুরই ভালো মন্দ দুটো দিক থাকে। কম্পিউটার ব্যাবহারকারীরা যদি মনে করেন সারাজীবন একই ধারার নিরাপত্তা ব্যাবস্থা দ্বারাই সন্তষ্ট থাকবেন। তবে তা-হবে ভুল। কারণ, কোন দেশি টেকটিউনার নয়, বাইরের কোন হ্যাকার আপনার নিরাপত্তা ব্যবস্থাকে ভাংতে সদা প্রস্তুত। আবার তারাই আপনার কম্পিউটারের সুরক্ষার জন্য নতুন নতুন Security Software দিচ্ছে। আপনি শুধু টিকিট কেটে তাদের ছবিই দেখবেন। নিজের দেশের ছবি আর “অস্কর” পারে না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়।
ভাই শাকিল, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে, আপনিই না’হয় হলেন সেই লিডিং পারসন। আপনার টিউনসে মূল বক্তব্যের পাশা-পাশি এর সুবিধা ও সঠিক ব্যবহার সম্পর্কে লিখবেন। আমার দেশে এসব সাইবার ক্রাইম মনে করা হলে ও পাশ্চাত্যে এসব পাঠ্য পুস্তুকেরই অংশ। তারা তাদের ভবিষ্যত প্রজন্মকে সব শিক্ষাই দেয়, আবার আইন দিয়ে তা সংযত রাখে। আপনি বোমা মেরেও তাদের কালচার বন্ধ করতে পারবেন না। হ্যাকারের কার্যপরিধী জানা থাকলে, একজন ব্যবহারকারীও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। শাকিল ভাই-ই যদি বিশ্বের একমাত্র হ্যাকার হয়ে থাকেন, তাহলে অবশ্য আলাদা কথা।
Sakil vai boss plz… 1 pic den …[email protected]….suvas er pore underscore hobe .keno nai buzlam na …sakil vai plz plz ….1 pic den vai…..ami just sikhar jonno cai….plz…..apnar phone number ta ki vai…….?
SAKIL Vai
my mail address is [email protected]
Please send one copy to me.
Thanks to inform
Mehedi Hasan ভাই এর মন্তব্য এক কথায় অসাধারন বলা যায়। আমি ব্যক্তি গত ভাবে Mehedi Hasan ভাইর মন্তব্য এর সাথে এক মত।
শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না। আরো জানতে চাই।Amar mail address [email protected]
Please one copy………….
শাকিল ভাই,
একটা কথা না বলে থাকতে পারলাম না:
“চোরায় না শুনে ধর্মের কাহিনী”
আমি উপরের অনেকের সাথেই একমত, এসব শেখানো ঠিক না। আপনি মাস্তানের হাতে তুলে দিলেন পিস্তল আর বললেন গুলি সে করেছে, আমি শুধু তাকে পিস্তল দিয়েছি আর তা চালাতে শিখিয়েছি। এটা যেমনই খোড়া তেমনই খোড়া তেমনই খোড়া আপনার “এর দ্বারা যে কোন ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।”
শাকিল ভাই আপনি লিখে যান । আমাদের সমস্যা একটাই আমরা এই পৃথিবীর এক গণ্ডির মধ্যে থাকতে ভালবাসি । আমরা নিয়ম ভঙ্গ করতে পারি না বা কেউ কেউ আমাদর নিয়ম ভাঙ্গতে দেয় না । আপনি লিখে যান…………………….
শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না । বাজে মন্তব্যকে বেল দিয়েন না । আরো জানতে চাই। আর সফট টা চাই পুরো পদ্ধতিসহ। প্লিজ জানান। আমার ই-মেইল [email protected]
Respected Sakil bai
Pls give me one soft copy. Wait and hope for your copy.
Email : [email protected]
[email protected]
Thanks
AL AMIN
From :
Kingdom of Bahrain
শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না। আরো জানতে চাই।Amar mail address = [email protected]
Please one copy
sakil vai ,
sobai pailo … are ami pailam na ken vai ..plz sakil vai 1 pic dan vai….plz .plz… ami kuiza pai nai ki korum vai ?amar mail address…[email protected]……vai suvas er pore underscore hobe ….eikhane uthe na ken buzlam na?
আশা করছি সফটওয়্যার টা আমি ও পাব আপনার কাছ থেকে।