হ্যাকিং করুন যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও (হ্যাকিং-পর্ব -দুই) Email & Facebook Hacking আপডেটেড ২০১০

হ্যাকিং বিষয়ক প্রথম যে টিউনটি করেছিলাম তা একটি সাধারন ট্রিকস এর উপর। অনেকেই বলেছেন এটাকে হ্যাকিং বলে না। আসলে হ্যাকিং বলতে সবাই এলগারিদমিক এবং খুব সহজেই করা যাবে এমন কিছুই আশা করেছিল। তবে হ্যাকিং বলতে যে কারো ব্যাক্তিগত এবং গোপনীয় কোন তথ্য আছে সেখানে বিনা অনুমতিতে প্রবেশকেই বোঝায় তা যে পদ্ধতিতেই হোক না কেন।

তবে আমার প্রথম পর্বটিতে আমি যেহেতু বলেছিলাম এ বিষয়ে নিয়মিত এবং আরো সুবিধাজনক হ্যাকিং এর ব্যাপারে টিউন করবো তারই ফলশ্রুতিতে এই টিউন তবে সংযতভাবেই করব। আজ বলবো একধরনের সফট এর কথা (অভিজ্ঞরা হয়ত জানেন) যা আপনাকে হ্যাকিং করতে সহায়তা করবে।

কী লগার

যেটার কথা বলব এ ধরনের সফটকে কী লগার বলা হয় যা ইনষ্টল করলে কম্পিউটারে কোন কোন কী প্রেস করা হয়েছে তার রেকর্ড থাকে এই সফটটি ইনষ্টল করলেই আপনি সহজেই দেখতে পারেন মেইল এ্যাড্রেস টাইপ করার পর কোন কোন কী প্রেস করা হয়েছে।

রিমোট কী লগার

লোকাল কীলগার আপনি যেমন আপনার কম্পিউটারে ইনষ্টল করে আপনার কম্পিউটারের কী রেকর্ড পেতে পারেন তেমনি রিমোট কীলগার দিয়ে রিমোট সিষ্টেমে নেটওয়ার্ক এর সহায়তায় যে কারো কম্পিউটারে ইনষ্টল করে দিয়ে তার নিয়মিত আপডেটও পেতে পারেন। সবই হবে এই সফট এর মাধ্যমে অনেকটা স্বয়ংক্রিয় উপায়ে। কিন্তু আমি এর বিস্তারিত বলব না। কারন সেটা অনেকের ক্ষতির কারন হবে।

ডাউনলোড

এভাবে আপনি খুব সহজেই যে কারো মেইল, ফেসবুক এমনকি ওয়েবসাইটও হ্যাকিং করতে পারেন। কিন্তু এই ধরনের সফট অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যার এর মধ্য পড়ে তাই বিভিন্ন সাইটে এই সকল সফট আপলোড করা হলেও তা খুব তাড়াতাড়িই আবার ডিলেট করে দেয়া হয়। আবার যেসব সাইটে পাওয়া যায় তারাও এগুলো ফ্রি দেয় না। তাই এগুলো পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। তবে আমি এ ধরনের নতুন দুটি অসাধারন সফট এর লিংক দেব।

তবে আমার কাছে এরকম আরো ভাল একটি প্রোগ্রাম আছে আমাকে মেইল করলে আমি এটা ও সাথে এর ব্যাবহার পদ্ধতি এবং বিস্তারিত দেব। তবে টেকটিউনসের নিয়মিত ব্যাক্তিরা যাদেরকে সবাই মোটামুটি চেনে এরকম বিশ্বস্ত এবং অবশ্যই বাংলাদেশী ব্যাক্তিদেরই দেব। তারপরও এর দ্বারা যে কোন ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আশা করছি সফটওয়্যার টা আমি ও পাব আপনার কাছ থেকে।

ভাই এটা আপনার কোন ধরনের মন মানসিকতা তা আমি বুঝলাম না। টিউন করেছেন ভালো কথা। তবে সফটওয়্যার টা দেওয়ার ইচ্ছা থাকলে এখানেই তা দিয়ে দেবেন। কিন্তু আপনি বলছেন আপনার কাছে মেইল করতে এবং সবাইকে দেবেন না এটা আবার কোন ধরনের কথা। আর যদি ঐ হাতে গোনা কয়েকজনকেই দেবেন তা হলে আর এখান ঢাক-ঢোল পিটিয়ে টেকটিনস এ দেওয়াআর কি দরকার ছিল? আপনি আপনার ঐ পরিচিত লোকদের কেই জানাতে পারতেন।আর ফাও ফাও সবাই কে ঐ সফটওয়্যার এর লোভ দেখালেন।আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
এবং এটাও আশা করি যে আমার কথাই কিছু মনে করেন নি।

শাকিল ভাই, আপনি তো দেখছি, বাংলাদেশীদের এইবার হ্যাকার বানিয়ে ছাড়বেন হাহাহাহাহাহা। যাই হোক ২০০০ এর দিকে আমি এরকম একটি সফটওয়্যার আমার পিসি তে ইন্সটল করেছিলাম, মাত্র কয়েক কিলোবাইটের অসাধারন একটি সফটওয়্যার, নাম কি টু কি, এখনো হয়তো র‌্যাপিড শেয়ার এ সার্চ করলে আপনার রিডার রা পেতে পারেন (আমি জানিনা আপনি এটারই লিংক দিয়েছেন কিনা, কারন অফিস হতে আপনার টিউন পড়ছি তাই কোন লিংক এ ক্লিক করতে ভয় করে) তবে বেশীর ভাগ এন্টি ভাইরাস একে ম্যাল ওয়ার হিসাবে ডিটেক্ট করতে পারে, আমার ম্যাকা ফি তো ইদানিং ওটা লাগালেই ডিলেট করে দিচ্ছে, ওটা ইউজ্‌ করার আগে আমার ম্যাকা ফি কে ডিসাবেল করতে হয়। আপনি আমাকে এখন বলেন, কিভাবে, ম্যাকা ফি কে আমি এমন ভাবে কনফিগার করতে পারি, যাতে ঐ সফটওয়্যার টা সে ডিলিট না করে। আপনাকে অগ্রিম ধন্যবাদ।

আপনি কি মূর্খ নাকি। নিজেই অন্যের হাতে খারাপ জগন্য হাতিয়ার যা দ্বারা চুরি ছাড়া কিছুই হয়না, তুলে দিবেন,আবার বলবেন খারাপ কিছু হলে আপনি দায়ী না।
অবশ্যই আপনি দায়ী থাকবেন। এ হাতিয়ার দ্বারা যেইই অপরাধ করুক না কেন তার সমস্ত দায় আপনার কাধেই পড়বে। কারন আপনি ভাল করেই জানেন এর দ্বারা কোন
ভাল কাজই হয়না।এরপরত্ত যদি আপনি এ কাজে সহযোগিতা করেন তাহলে বলতেই হয় — অধিক বিদ্যা (অহংকারী বিদ্যা) মানুষকে অন্ধ করে ফেলে।

শাকিল ভাই এই ধরনের সফটওয়্যার নিয়ে না লেখাই ভাল।আমার ও মাঝে মাঝে কি-লগার নিয়ে টিউন করতে ইচ্ছা করে কিন্তু অনেকের ই ক্ষতি হবে এইটা ভেবে করিন।কারণ কি-লগার অনেক ভয়ঙকর।আপনাদের মত ব্যক্তিদের অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত

শাকিল ভাই আমাকে এককপি দিবেন প্লিজ

Level 0

amar abosso oi dita site-er kobor jana silo kintu tate taka laghe.tobe sakil vai amader apni bolte paren.

টেকটিউনস কতৃপক্ষ ইচ্ছে করলে এই টিউন মুছে দিতে পারে। তবে মানুষের জানার জন্য টিউনটি থাকা উচিত। তাতে সবাই আরো সতর্ক হবে।

Level 0

SAKIL CAN YOU GIVE ME A ONE COPY PLZ?????

Level 0

I AM SORRY. NOT SAKIL, ITS SAKIL BROTHER… EXTREMLY SORRY

দ্বিতীয় পর্ব থেকে আমরা হ্যাকিং এর কী শিখলাম?
কিছুই না।
তাহলে এ ধরণের টিউন করার দরকার কী?

Level 0

শাকিল ভাই, Give me also one copy pls. যে জানে এবং যে জানতে চায় তাকে help করা উচিত।

Level 0

শাকিল ভাই, Give me also one copy pls. যে জানে এবং যে জানতে চায় তাকে help করা উচিত। [email protected]

টেকটিউনস কতৃপক্ষ মুছবে কেন আপনি নিজেই মুছে দিন না। এসব আজেবাজে টিউন না থাকাই ভাল। শিরোনাম দিলেন কি আর ভেতরে লেখলেন কি। আপনি কি টেকটিউনসের পাঠকদের মদন পেয়েছেন। চুরি করবেন অথচ ধরা পরলে বলবেন আমি চোর না।

মামুন ভাই, আসলেই আপনি এক কান চিজ। বুঝে নিন আপনি কি ধরনের চিজ। That mean TUKRA…

শাকিল ভাই উপরের সুমন আর আমি কিন্তু এক ব্যক্তি নই, (সুমন নাম টা কমোন বলেই এত সমস্যা) যাই হোক মুল কথায় আসি, আমি উপরের সুমনের বক্তব্বের সাথে একেবারেই এক মত নই, বাজে টিউন বলতে যা বোঝায় এটা মোটেই সেটার মধ্য পড়েনা। সম্ভাব্য হ্যাকিং এর শিকার হওয়া থেকে রক্ষা পেতে হলেও এই জ্ঞান আপনাকে করবে সতর্ক। আমি মনে করি, সবাইকে যদি আগে থেকেই এই জ্ঞান বিতরন করে সতর্ক করে দেওয়া যায় সেটা আমাদের বেশির ভাগ মানুষের জন্য ভালো বই খারাপ নয়। @সুমন ভাই, কিছু মনে করবেন না, আমার নামও সুমন তাই আবার ভেবে বসেন না, আপনার নাম ভাঙ্গিয়ে এই মন্তব্য লিখছি (যেহেতু দুই জনের মন্তব্য সম্পুর্ণ বীপরিত ধর্মী ) @ অনামিকা, আপনার সাথে কিছুটা একমত হলেও পুরোটা না, এটুকু অন্তত অনেকে জানতে পারলো যে অনেকেই এসব বিপদজনক সফটওয়্যার এর আশ্রয় নিয়ে আপনার একাউন্ট হ্যাক করতে পারে, তাই এই সব ইনফরমেশন (সিক্রেট এনসার, ও অন্যান্য তথ্য) যত জটিল হয় ততই ভালো। তবে শাকিল ভাই, দিন দিন এই সব কায়দায় হ্যাকিং অনেক জটিল হয়ে উঠছে, এটা আমাদের সাধারন ইউজার দের জন্য কিছুটা সস্তির বিষয়, কারন ওয়েব সাইট গুলো ইমেজ রিডার আর রি-ট্রাই লিমিট কমিয়ে দেওয়ায় আমরা এখন আগের থেকে অনেক নিরাপদ… যাই হোক আপনার তথ্যের জন্য ধন্যবাদ। আশা করি অনেকেই তাদের ব্যক্তিগত/গোপনীয় বিষয় গুলি নির্বাচনে/ বিতরনে আরো সতর্ক হবেন। পিসি ইউজ্‌ করার আগে কিভাবে ডিটেক্ট করা যায়, যে ঐ পি সি তে কি লগার আছে কিনা, এই বিষয়ে আমি একটি টিউন করতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে পারছিনা, আপাতত এই কাজটি শাকিল ভাই করলে খুশি হব, ব্যপারটা অনেক টা সেই প্রবাদের মধ্যে পড়ে যাবে, চোর কে বলা চুরি করতে আর গৃহস্থকে বলা পুলিশ ডাকতে, অথবা সেই গানের মত, সরপ হইয়া দংশন কর, ওঝা হইয়া ঝাড়ো… হাঃ হাঃ হাঃ হাঃ

যাই হোক শাকিল ভাই, এই সফট টি কি শুধু ক্রাইম করার জন্য সবাই ব্যবহার করবে ? এখানে অনেক লোক আছে যারা এই সফট এর সঠিক ব্যবহার করতে জানে।

এক পিছ মাত্র- [email protected]

Level 0

কিলগিং কে হ্যাকিং বলা চলেনা। কারো নেট ওয়ার্কের দূর্বলতা কে কাজে লাগিয়ে পিসিতে প্রবেশ করার পথ তৈরী করে এক্সেস করতে পারাই আসল হ্যাকিং

শাকিল ভাই……আপনাকে ফোন করেছিলাম কাল রাত আপনি অসুস্থ ছিলেন ।এবার ফোন করলে আপনাকে পাব……………মেইল করলাম আপনাকে একটা………হ্যাকিং যে নিজ চেষ্টা করতে পারবে সেই হবে আসল হ্যাকার……………বস এ নিয়ে আর টিউন দিয়েন না……………।ধন্যবাদ

আসলেই key-logger জিনিসটা বেশি সুবিধার না, এটা নিয়ে কিছু না বলাই ভাল। আমিও এটা নিয়ে টিউন করতে যেয়েও করিনি, যাই হোক শাকিল ভাই, আপনাকে এই হ্যাকিং এর বিষয়ে টিউন করতে আমি অনুৎসাহিত করেছিলাম, আপনি তাও করেছেন, যাক ভালই হয়েছে, সবাই কিছুটা আইডিয়া পেয়েছে। আমি মর্মর এর সাথে একমত ‘হ্যাকিং যে নিজ চেষ্টা করতে পারবে সেই হবে আসল হ্যাকার……………’

ভাই শাকিল, আপনার টিউনের মন্তব্যে যা দেখছি, তাতে মনে হচ্ছে, সবার মনের মাঝেই “আছতাখ-ফিরুল্লাহ— পাবো কোথায়?” একটা ভাব। মূল কথা হচ্ছে- জ্ঞানের জন্য সূদুর চীনে যাও। জ্ঞান অর্জন করা কোন খারাপ কাজ নয়, তবে তার ব্যাবহার কোন ক্ষেত্রে হচ্ছে সেটাই বড় কথা। আমরা যত বেশি জানব ততোই আমাদের প্রযুক্তি ব্যাবহার ও ক্ষেত্র সম্পর্কে বিচার বোধ বাড়বে। সব কিছুরই ভালো মন্দ দুটো দিক থাকে। কম্পিউটার ব্যাবহারকারীরা যদি মনে করেন সারাজীবন একই ধারার নিরাপত্তা ব্যাবস্থা দ্বারাই সন্তষ্ট থাকবেন। তবে তা-হবে ভুল। কারণ, কোন দেশি টেকটিউনার নয়, বাইরের কোন হ্যাকার আপনার নিরাপত্তা ব্যবস্থাকে ভাংতে সদা প্রস্তুত। আবার তারাই আপনার কম্পিউটারের সুরক্ষার জন্য নতুন নতুন Security Software দিচ্ছে। আপনি শুধু টিকিট কেটে তাদের ছবিই দেখবেন। নিজের দেশের ছবি আর “অস্কর” পারে না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়।

ভাই শাকিল, কাউকে না কাউকে তো শুরু করতেই হবে, আপনিই না’হয় হলেন সেই লিডিং পারসন। আপনার টিউনসে মূল বক্তব্যের পাশা-পাশি এর সুবিধা ও সঠিক ব্যবহার সম্পর্কে লিখবেন। আমার দেশে এসব সাইবার ক্রাইম মনে করা হলে ও পাশ্চাত্যে এসব পাঠ্য পুস্তুকেরই অংশ। তারা তাদের ভবিষ্যত প্রজন্মকে সব শিক্ষাই দেয়, আবার আইন দিয়ে তা সংযত রাখে। আপনি বোমা মেরেও তাদের কালচার বন্ধ করতে পারবেন না। হ্যাকারের কার্যপরিধী জানা থাকলে, একজন ব্যবহারকারীও সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। শাকিল ভাই-ই যদি বিশ্বের একমাত্র হ্যাকার হয়ে থাকেন, তাহলে অবশ্য আলাদা কথা।

Level 0

Sakil vai boss plz… 1 pic den [email protected]….suvas er pore underscore hobe .keno nai buzlam na …sakil vai plz plz ….1 pic den vai…..ami just sikhar jonno cai….plz…..apnar phone number ta ki vai…….?

Level 0

thank you brother…….very very very muchhhhhhhhh

Level 0

SAKIL Vai
my mail address is [email protected]
Please send one copy to me.
Thanks to inform

Mehedi Hasan ভাই এর মন্তব্য এক কথায় অসাধারন বলা যায়। আমি ব্যক্তি গত ভাবে Mehedi Hasan ভাইর মন্তব্য এর সাথে এক মত।

এই সফটওযার প্রাই এক বছর আগে থেকে ব্যবহার করি।

শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না। আরো জানতে চাই। আর সফট টা চাই ইমেই = [email protected]

আমার মনে হয় এরকম টিউন আরও দরকার। আসলে হ্যাকিং করা জানাটা হ্যাকিং ঠেকাতে খুবই প্রয়োজন। চোর ধরতে হলে চোরের বৈশিষ্ট্য জানতে হবে। যে ভাল সে চুরি করতে জানলেও চুরি করবে না। ভাইরাস আর এন্টি ভাইরাস কম্পানিগুলো কত টাকাই না কামাইতাছে। তারা আপনার নাইট হ্যাক করলে আপনি কি করবেন?
আমাদের দেশী কোন ভাইরাস আর এন্টিভাইরাস কম্পানী বা হ্যাকার খুব দরকার। মনে রাখবেন, পৃথিবী জ্ঞানীদের হাতের মুঠোতে। ভাইরাস , এন্টিভাইরাস , হ্যাকিঙের উপর এদেশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকা উচিত।
কিছুদিন আগে দুই ছেলেকে রেবের সাইট হ্যাক করার দায়ে জেলে পুরা হয়। আসলে যে বেটা এই সাইট বানিয়েছে বা হোস্ট করেছে তাকে জেলে নেয়া দরকার।

Level 0

শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না। আরো জানতে চাই।Amar mail address [email protected]
Please one copy………….

শাকিল ভাই, মনে হয় হ্যাকিং করার প্রোগ্রামগুলো না দিয়ে বরং কি কি ভাবে ও কি কি প্রোগ্রাম দিয়ে হ্যাকিং করা হয় তা নিয়ে লিখলে ভাল হয়, তাতে করে আমারা অনেক কিছুই শিখতে পারবো ও সতর্ক হতে পারবো…….

ধন্যবাদ.. আর পর্ব গুলো চালিয়ে যান….

শাকিল ভাই জটিল একটা মানুষ!!

Level 0

শাকিল ভাই

আপনি মেইল চেক করেন না?

শাকিল ভাই,

একটা কথা না বলে থাকতে পারলাম না:

“চ‌োরায় না শুনে ধর্মের কাহিনী”

আমি উপরের অনেকের সাথেই একমত, এসব শেখানো ঠিক না। আপনি মাস্তানের হাতে তুলে দিলেন পিস্তল আর বললেন গুলি সে করেছে, আমি শুধু তাকে পিস্তল দিয়েছি আর তা চালাতে শিখিয়েছি। এটা যেমনই খোড়া তেমনই খোড়া তেমনই খোড়া আপনার “এর দ্বারা যে কোন ক্ষতি সাধিত হলে তার জন্য আমি দায়ী থাকব না।”

Level 0

শাকিল ভাই আপনি লিখে যান । আমাদের সমস্যা একটাই আমরা এই পৃথিবীর এক গণ্ডির মধ্যে থাকতে ভালবাসি । আমরা নিয়ম ভঙ্গ করতে পারি না বা কেউ কেউ আমাদর নিয়ম ভাঙ্গতে দেয় না । আপনি লিখে যান…………………….

Level 0

শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না । বাজে মন্তব্যকে বেল দিয়েন না । আরো জানতে চাই। আর সফট টা চাই পুরো পদ্ধতিসহ। প্লিজ জানান। আমার ই-মেইল [email protected]

Level 0

আমার প্রশ্ন সকলকে আপনি আপনার বিবেককে একবার জিজ্ঞেস করুন এই টিউন দ্বারা আপনি কতটুকুন ক্ষতিগ্রস্থ বা লাভবান হলেন? এই টিউনটি কতটুকু সফল? উত্তরটা নিজের কাছেই রাখুন। এবং নিজেই ভাবতে থাকুন নিচের কথাগুলো।
আমরা বাঙ্গালী। আমি গর্বিত আমার জাতিকে নিয়ে। স্রষ্টা আমাদের সকলকেই মেধা দিয়েছেন। আমরা এর ব্যবহার করছি। আমরা জ্ঞান-বিজ্ঞানে প্রযুক্তিতে সবদিকে এগিয়ে চলছি। আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জল। তা এই পোস্টের মন্তব্যগুলো দেখলেই বুঝা যায়। যারা এই পোস্টের পক্ষে বলছেন এবং যারা বিপক্ষে বলছেন সবাই বিচার করুন বিপক্ষের এবং পক্ষের মন্তব্যগুলো কেমন? একদিকে যেমন কাজ করছে নিরাপত্তাহীনতা এবং ভয় অন্যদিকে তেমনি কাজ করছে জানার এবং নতুনের আনন্দ। এখানে আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছিনা আমার প্রশ্ন হল আমরা আর কত পিছিয়ে থাকব? আরেকজনের ক্ষতি করার জন্য যে পোস্ট আমি অবশ্যই এর বিরোধিতা করি। আমার ব্যাক্তিগত সম্পদে কেউ হাত দিলে আমার অবশ্যই খারাপ লাগবে এমনকি আমার বিরাট ক্ষতি হতে পারে। কিন্তু এটা যে করে তার যে কত সন্মান তা আমি না বললেও চলবে নিজেই একবার চোখ মেলে দেখুন। শাকিল ভাই এখানে আসল জিনিসটা এড়িয়ে গেছেন কারন তিনি জানেন এটা দিলে তার নিজের ক্ষতি হতে পারে সেই ভয়ে। শাকিল ভাই ফেসবুক একাউন্ট হ্যাক করতে পারেন এর জন্য আমি আজ আসলেই গর্বিত। আমাদের উচিত টেকটিউনস এর সদস্য হিসেবে তাকে সন্মান জানানো। কারন সাধারণের চাইতে টেকি সর্ম্পকে আমরাই ভাল বুঝি। আমরা আমাদের ঘরের অবস্থা জেনেও যদি তাকে অপবাদ দিই তাহলে হয়ত এরকম একটা মেধা আমরা অচিরেই হারাতে পারি। আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া। সামরিক প্রশিক্ষন দেওয়া হয় দেশ ও জাতিকে রক্ষার জন্য আর বিডিআর জোয়ানরা তার অপব্যবহার করেছে। তাই বলে কি প্রশিক্ষন এখন বন্ধ? ভাই আমি আমার দেশকে এগিয়ে নিতে চাই আপনি কি চান??

সবাইকে ধন্যবাদ। যারা আমাকে অনুরোধ করেছেন তাদেরকে আমি এই সফটটা পাঠিয়ে দেব। আর আমকে কেউ হ্যাকার বইলেন না।
@ অনামিকা- ভাই এভাবে সবকিছু জানালে বিপদ হবে। আর আপনি যে অনামিকা না ইসমাইল এটা জানতে হ্যাকার হওয়ার দরকার নেই।
@ ইমন – আমি মেইল চেক করি এবং তার উত্তর দেই তবে আমার অনেক মেইল আসে হয়ত দু-একটা বাদ পড়তে পারে। আপনার কোন মেইল আছে কিনা আমি দেখছি।
@ guru – আপনি যখন ফোন দিয়েছিলেন আমি তখন আরেকটা ফোনে ব্যাস্ত ছিলাম তাই পরে করতে বলেছি এখন করতে পারেন।

Level New

বাহ ভালোইতো ……………. সবাই দেখি হ্যাকিং শিখতে চায়।শাকিল ভাই কী লগার এবং রিমোট কীলগারের ব্যবহার আমার জানা আগেই তাই বলতে পারলাম না যে নতুন কিছু শিখেছি।আর হ্যা আমার কাছে ফ্রি ডাউনলোডের লিংক আছে যদি আপনি বলেন দিতে পারি।
আর যারা হ্যাকিং শিখতে চায় তাদেরকে বলছি আমার ১০০ নম্বার টিউনটা হবে জোস কিছু হ্যাকিং নিয়ে যা অনেকেরই অজানা!!

Level 0

I need that please send me
[email protected]

মইন ভাই ধন্যবাদ আপনাকে। আমার কাছেও আছে দেইনি আপনিও দিয়েন না সবাইকে। তাড়াতাড়ি সেঞ্চুরী করেন নার্ভাস নাইনটিতে থেকে লাভ কি?

Level 0

Respected Sakil bai

Pls give me one soft copy. Wait and hope for your copy.

Email : [email protected]
[email protected]
Thanks
AL AMIN
From :
Kingdom of Bahrain

Level 0

শাকিল ভাই লিখে যান। বন্ধ করবেন না। আরো জানতে চাই।Amar mail address = [email protected]
Please one copy

Level 0

শাকিল ভাই,গুগল এডসেন্স নিয়ে সমস্যায় পরেছি।কিছু বুঝতে পারছি না কি করবো।একটু হেল্প করবেন।আমি আপনার ই-মেইল জানি না।নয়তো ই-মেইল করতাম।আপনাকে গুগল এর ই-মেইল গুলো পাঠাবো।আপনার ই-মেইল এড্রেস টা একটু দেন।আমার ই-মেইল: [email protected]

Level 0

sakil vai ,
sobai pailo … are ami pailam na ken vai ..plz sakil vai 1 pic dan vai….plz .plz… ami kuiza pai nai ki korum vai ?amar mail address…[email protected]……vai suvas er pore underscore hobe ….eikhane uthe na ken buzlam na?

যারা মেইল এ্যাড্রেস দিয়েছিল তারা সবাই পেয়েছেন আশা করি। আর আমার মেইল হল [email protected]

Level 0

Boss Sakil vai, I pcs pls…. [email protected]

Level 0

শাকিল ভাই,
আমাকে এক কপি দেয়া যায় কি? যদি সম্ভব হয় তাহলে দিবেন আশা রাখি। আপনাকে মেইল করলাম দেখবেন প্লিজ।
আমার ই-মেইল এড্রেসঃ [email protected]

Level 0

হ্যাকিং করা শেখানো আর হ্যাকিং থেকে সতর্ক করা কি এক জিনিস ?
আমি এখন ভাবছি, যারা একটু বেশী পাকনা, অল্প বিদ্যা ভয়ংকরি টাইপ এর, তারা এই টিউন টা পড়ে Inspired হলে এর ফলটা কি দাড়াবে?

sakil vai amar ak pis darker Email: [email protected]
khata dilam valo kaje use korbo.

Level 0

শাকিল ভাই আমাকে এককপি দিবেন প্লিজ।আমার মেইল ঠিকানা:[email protected]
ভাই আশায় থাকলাম

শাকিল ভায় আমাকে এক কপি পাঠিয়ে দিন।আমার ইমেইল [email protected] শাকিল ভায় বিদ্যা মানুষকে মহত্‍ করে তোলে।দয়া করে পাঠাবেন।আপেক্ষা করতে থাকলাম।

শাকিল ভাই,
হ্যাকিং প্রোগ্রামটি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু ভাই Yahoo mail থেকে ডাউনলোড নেয় না ভাইরাস দেখায়। আশা রাখি আপনার কাছ থেকে আবার সহযোগিতা পাবো। ভাই আমি এরকম একটা মাল্টিবুট ডিভিডি তৈরী করতে চাই, তাই আপনাকে একটা লিংক দিলাম। দেখবেন প্লিজ! আর টিউনটা করবেন।
http://forum.esoft.in/operating-system/52001-windows-deluxe-edition-v-1-0-multi-bootable-dvd-april-2009-a.html

ধন্যবাদ।

Shakil bhai for multiboot dvd please see this link:
http://forum.esoft.in/operating-system/52001-windows-deluxe-edition-v-1-0-multi-bootable-dvd-april-2009-a.html

I want to create same as one. Plz help me, boss.
Thank you.

Level 0

Shakil Bhaiya!!! Don’t 4get 2 send me also……………..my email > [email protected]

Level 0

শাকিল ভাই মেইল করবেন plz
[email protected]

Level 0

শাকিল ভাই আপনি কি আমার request ভূলে গেছেন ……
ple ভাই আমাকে এককপি দিন।আমার মেইল ঠিকানা:[email protected]
ভাই আশায় থাকলাম

Level 0

Sakil bhai rocks. amar jonno 1 copy pls. [email protected]. thanks for ur post.

Level 0

ভাইয়া আমাকে এক কপি দিবেন plzzzzzzzz………………………[email protected]

আমি শাকিল ভাইয়ের দৃষ্টি আর্কষন করছি। আপনি যাদেরকে সফটওয়্যারটা দিয়েছেন তারা যেন ভাল মানুষের ক্ষতি না করে।
আমি টিউনার ভাইদের বলছি যারা যারা হ্যাক করতে জানেন অযথা ভাবে করো ক্ষতি করবেন না।
আর যারা ক্ষতি করবে মনে রাখবেন তারা হলো ——- ঘরের শত্রু বীভিষন।
আর তাই বলছি হ্যাকার থেকে সবাই সাবধানে থাকুন।

শাকিল ভাই ১ম চেস্টায় facebook হেক করছি

শাকিল আরেফিন ভাই আমি সফটওয়্যারটা চাই। আমার মেইল এড্রেস [email protected]। দয়া করে মেইল করুন অথবা আপনার মেইল এড্রেসটা আমাকে দিন।

Level 0

আপনার এই সফটওয়্যারটা টেকটিউনসর কোন টিউনার ব্যবহার করে আমার ক্ষতি করেছে প্রাতারনা করেেছ

Level 0

would you mind to send me the software on [email protected] please..?

Level New

শাকিল ভাই আমাকে সফটওয়্যারটা দিবেন প্লীজ।
মেইল- [email protected]

http://www.livecafe.co.cc

শাকিল ভাই,কেমন আছেন। আমার এই সফটওয়্যার টা খুব দরকার। কথা দিচ্ছি কার ক্ষতি করব না। প্লিস আমাকে ১ কপি সেন্ড করবেন এই এড্রেসে [email protected] আমি খুব উপক্রিত হব।
http://www.babu1.nexo.com

[email protected]

আমি নিজেও হ্যাকিং নিয়ে অনেক ঘাটাঘটি করি। সেটা নিজের এবং আমার পরিচিত মানুষদের নিরাপত্তার স্বার্থে। হ্যাকিং করেছি তবে কারো ক্ষতি করিনি। আমিও বেশ কিছু তথ্য হয়ত ষেয়ার করতে পারি আপনার সাথে। পারলে সফটওয়্যার পাঠিয়ে দিয়েন। আর আশা করি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আমাদের।

অগ্রিম অসংখ্য ধন্যবাদ! অনুগ্রহ করে আমাকে বিস্তারিত জানান এই ঠিকানায়: [email protected]

Level 0

Shakil bhai, Jodi nirapod mone koren amake 1 copy sent korben, plz.
[email protected]

শাকিল ভাই সালাম, আপনার টিউনটা পড়ে খুব ভালোলাগলো। দয়া করে আমার জন্য এক কপি পাঠাবেন। [email protected]

শাকিল ভাই ভাই ভাই প্লিজ ভাই আমাকে এক কপি দেন ভাই আশায় থাকলাম।[email protected]

AMAR JANNE EKTA Please…………….. [email protected]

ভাইয়া সফটওয়ারটা পেলে খুব খুশি হতাম এবং চির কৃতজ্ঞ থাকবো।

সানতো হাবিব

খুলনা।

[email protected]
Cell: +8801715769357

শাকিল ভাই,
দয়া করে আমাকে এক কপি সফটওয়্যার দিলে খুবই উপকৃত হব। কারণ আমার মনে এ রকম আশা পূর্ব থেকেই জন্মে আছে, যা এখনও বাস্তবায়নের লক্ষণ দেখা যায় নি। সত্যি কথা বলতে কি ভাই, অনেকেই আপনাকে Request করছে কাকে দিবেন আর না দিবেন সেটা সম্পুর্ন আপনার একান্ত ব্যক্তিগত ব্যপার। তবে আমার বুড়ো আশা-আকাংখা আপনার কাছে ব্যক্ত করলাম। যদি দেওয়া চলে দিবেন আর না হলে দিবেন না। সবার মত আমিও একজন ভিক্ষুক। আমি তো আপনার একান্ত পরিচিত বা আপন জন নই যে, আমি আপনাকে একটু বিরক্ত করলাম আর আপনি বিরুক্ত সহ্য করলেন, তাই না ভাইয়া?

শাকিল ভাই,
দয়া করে আমাকে এক কপি সফটওয়্যার দিলে খুবই উপকৃত হব। কারণ আমার মনে এ রকম আশা পূর্ব থেকেই জন্মে আছে, যা এখনও বাস্তবায়নের লক্ষণ দেখা যায় নি। সত্যি কথা বলতে কি ভাই, অনেকেই আপনাকে Request করছে কাকে দিবেন আর না দিবেন সেটা সম্পুর্ন আপনার একান্ত ব্যক্তিগত ব্যপার। তবে আমার বুড়ো আশা-আকাংখা আপনার কাছে ব্যক্ত করলাম। যদি দেওয়া চলে দিবেন আর না হলে দিবেন না। সবার মত আমিও একজন ভিক্ষুক। আমি তো আপনার একান্ত পরিচিত বা আপন জন নই যে, আমি আপনাকে একটু বিরক্ত করলাম আর আপনি বিরুক্ত সহ্য করলেন, তাই না ভাইয়া? আমার ইমেইল [email protected]

ভাই আমি কি দোষ করলাম….?
আমারে দেয়া যায় না ?

Ar koto vabe chaile apni daya kore diben ?

Please……

Thanks.
[email protected]

    আমি আপনাকে অনেক আগেই দিয়েছি আর সকলকে দিয়েছি তবে টিউনের এতদিন পর মন্তব্য দেখা হয় না তাই দেরী হতেই পারে।

    Pai ni bolei to bolchhi.
    Please send it again. Please…

    [email protected]
    [email protected]

    Level New

    সাকিল ভাই এইটা কি কইলেন !!!! রাতে তো আমার ঘুম আসবেনা রে ভাই!!!!! আমারে এক কপি ভাই দয়া কইরা দিবেন!!!! নাহলে আজও রাইতে ঘুম আসবেনা ভাই। আমি ইনটারনেটে সারাদিন ইমেইল,ফেসবুক হাক এর জনন পাগল হইয়া ঘুইরা বেড়াই। ভাই আমারে এক কপি দিবেন নইলে
    আমি সেস!!!
    [email protected]
    or
    [email protected]

    Level 0

    আমার ও এক কপি দরকার
    [email protected]
    luckyfmtt[at]gmail.com

শাকিল ভাই আমার জন্য ১কপি প্লিজ… [email protected]

কে যেন একজন বলছে যে, এই হ্যাকিং সফটওয়্যার দিয়া কোন ভাল কাজ হয় না। কথাটা কিছুটা ভুল। কারন আমরা চাইলে Facebook এর Fake ACcount গুলা খুব সহজেই নষ্ট করতে পারি। এই ফেক একাউন্ট গুলার ভয়াবহতা আমি নিজের চোখেই দেখেছি। তাই যদি এমন কোন সফটওয়ার থাকে যা দ্বারা খুব সহজেই প্রতিপক্ষকে না জানিয়ে হ্যাক করা যায় তাহলে ভালো হয়। আশা করি এই সফট এর লিংক আমি পাবো। ধন্যবাদ

[email protected]

My site>
http://facebookhelpcenter.blogspot.com/

Level 0

শাকিল ভাই, আমাকে Software গুলি দেন, আর কিভাবে আমি এগুলি দিয়ে সফলভাবে আপনার মান রাখতে পারি Hack করে ভাল Hacker হতে দয়া করে দীক্ষা দিয়েন। আপনার জ্ঞানী মতামত আর e-mail, download link আমাকে [email protected] এ পাঠাতে সদয় হবেন আশা করি।

আল্লাহর দোহাই লাগে আকাম-কুকাম শিখাইয়েন না। জ্ঞানপাপীর চেয়ে মূর্খ ভালো।

শাকিল ভাই আমাকে এককপি দিবেন প্লিজ। আমি এ জিনিসটা কি ভাবে কাজ করে দেখতে চাই। Please দিবেন
আমার মেইল ঠিকানা: [email protected]

শাকিল ভাই আপনার লেখার পাসওয়ার্ড দরকার।প্লিজ মেইল করেন [email protected]

Level 0

ভাই আপনার পর্ব এক এর পাসওয়ার্ড পাওয়ার জন্য কয়েকটা ইমেল করছি পাসওয়ার্ড পাই নাই । এইটা কি পাব ? [email protected]

plz send 1 copy 4 me, thanks in advance shakil bro
Bro send the file as .zip or .rar……………..plz plz send me the soft

[email protected]

শাকিল ভাই জব্বর জিনিস।আমাকে একটা কপি দিলে খুশি হতাম। চালিয়ে যান

Level 0

ভাই, আমার জন্য একটা কপি কি দিতে পারেন?
[email protected]

Shakil Vai Amake 1 Copy Diben. Please..
[email protected]

আমাকে একটা কপি দিবেন please
[email protected]

vai amak o 1 copy diven. [email protected]

Level 0

shakil vai amare chinen nai!!!! ….. vai amare den plzzzzzz……………….. [email protected]

Level 0

ভাই জান আমারে কি এক কপি দেয়া যায় না। [email protected]

আমাকে এক কপি দিলে খুশী হতাম।[email protected]

আমাকেও এক কপি দিলে খুশী হতাম।[email protected]

Level 0

ভাই জান , আমি কি এক কপি পাইনা?
আমকে এক কপি দিলে খুশী হব
pls pls pls….

[email protected]
[email protected]
[email protected]

দেরি করছি বলে ক্ষমা চাই। আমার কপি দিয়া দ্যান ভাই। খুউব খুশি হইব!!!!!!!!!!!!!!!!!! [email protected]

Hi Shakil vi hru? Pls can u send me a copy just 4 fun 🙂
E-mail : [email protected]

Level 2

bai amar lagbe…… ( [email protected] )

Boss, i need ths soft, pls send it to me,
[email protected]

Thanks for the TIps

শাকিল ভাই আমাকে একটা দিবেন দয়া করে.

[email protected]

আমার ভাইয়া দরকার ছিল যদি দিতেন খুশি হতাম এবং উপকৃত হতাম।

[email protected]

Shakil vai pls amar jonno akta send korban doya koray

Shakil Vai doya koray amar jonno akta send korlay khub eeeeeeeei upokrito hotam
[email protected]

Level 0

আমি মনে হয় পিছনে পরে গেলাম দয়া হইলে দিয়েন ভাই…
[email protected]

শাকিল ভাই আমার জন্য এক কপি দিলে চির কৃতজ্ঞ থাকিতাম।আমার মেইল আইডি হলঃ [email protected]

ভাই আমি মনে হয় সিরিয়াল এ পিছে পোরলাম । ভাই আমাকে ও দিয়েন [email protected]

ভাই প্লিজ একটা কপি দেন [email protected]

Level 0

ভাইয়া আমার জন্য এক কপি সেন্ড করেন pls

Level 0

ভাইয়া আমার জন্য এক কপি সেন্ড করেন pls । [email protected]

শাকিল ভাইয়া ,আমার দরকার ওয়েবসাইট এর জন্ন।।তাই আমাকে দিলে খুশি হব
আমার ইমেইল id : [email protected]

shakil vaia ami mayb kokhonoi apnake boltam na ei soft dewar jonno,bt ami akjoner id hack korte chaitesi karon o amar id disable kore dise.apni jodi soft den,taile chiroooooooooooooooooooooooooooooooooooo kritoggo thaktam.r jodi dite nao chan,dn apni nije id ta disable/hack kore dan.email me:[email protected]

ভাইয়া আমি ত নতুন তাহলে আমি কি পাবোনা?? কষ্ট লাগ্লো শুনে…… যদি দয়া হয় তাহলে পাথাবেন [email protected]

pls ভাইয়া আমার জন্য এক কপি সেন্ড করেন pls ([email protected])

shakil vi thanks for your good post in TT.

pls send a copy to my mail with details. because i need to recover my one of mail id which was hacked by hacker. pls pls
[email protected]

Level 0

শাকিল ভাই জব্বর জিনিস।আমাকে একটা কপি দিলে খুশি হতাম। চালিয়ে যান
[email protected]

আমি জানি আমাকে দিবেন, টিটির সবাইকে আপনি নিশ্চয়ই ভালোবাসেন
[email protected]

Level 0

সাকিল ভাই আমার জন্য এক কপি দিবেন [email protected]

Level 0

hello bro , ami techtunes akjon big fun plz bhai amar sikha onek issa o jorori plz amare akta deben gt id- [email protected]

Level 0

শাকিল ভাই, Give me also one copy pls

Level 0

Boss Shakil vi what is your email id need to talk………..and give me a copy
in my email…[email protected]

Level 0

ভাই আমাকে mail করেন [email protected]

assalamu alaikum.shakil vi boddo deri holo .khoma korun amai.jodi paren amake 1 copy din.kritoggo thakbo. My address [email protected] asha kori firabenna.thank’s

Boss Amar Jonno Akta Link Send Korun…
Mail ID:- [email protected]

Level 0

ভাই এতদিন পর মেইল করছি জানিনা পাব কি না? তবে আশা করতেছি পাব।
[email protected]

শাকিল vai ato din por commentl korlam karon ami tt te akkare new kamar ajonno let tobe asha diben amar mail [email protected]

শাকিল ভাই আমারও এক কপি লাগবে ,দয়া করে কি আমাকে এক কপি দেয়া যাবে ? আমি techtunes এ নতুন ইউজার । আপনার টিউন গুলা আমার অনেক ভালো লাগে। প্লিজ একটু দেখবেন।
my id ; [email protected]

Level 0

আরেফিন ভাই
আপনার পোস্ট খুব ভাল লেগেছে। আমি হ্যাকিং এর ব্যাপারে খুব ইন্টারেস্টেড। আমার মনে হচ্ছে আপনি আমাকে ভাল কিছু টিপস দিতে পারবেন। আমি কি আপনার ইমেইল অ্যাড্রেস পেতে পারি? অথবা আপনি আমাকে মেইল করতে পারেন: [email protected]

Level 0

shakil vai anar tun ta onek opokari amader onek opokare asbe,give me 1 copy plzzzzzzzzzzzz amar emil [email protected]

শাকিল ভাই, আমাকে এক কপি সফটওয়্যার দিলে খুবই উপকৃত হব। আমি আপনার পরিচিত নই ,তাই বলে কি আমি সফটওয়্যারটা পাব না? যদি আপনার একটু দয়া হয় এই অপরিচিত ছোট ভাইকে তাহলে ভাই প্লিজ আমাকে এক কপি সফটওয়্যার দিয়া উপকৃত হব……… আমার এমেইল [email protected]

শাকিল ভাই, আমরা প্রবাসী বাংলাদেশি ভাই আমরা সারাদিন কাজে ব্যাস্ত থাকি তাই নিয়মিত টেকটিউনস এ থাকতে পারি না তাই বলে কি আমরা পাবনা…ভাই কারো ক্ষতি করার জন্য চাইছি না…।plaese please

[email protected]

Level 0

শাকিল ভাই@ আপনার টিউন গুলি মনোযোগ দিয়ে পড়ছি খুবই ভালো লাগছে।ভাই আমিই মনে হয় শেষ ব্যক্তি যে আপনার কাছ থেকে সফটওয়্যারটা চাচ্ছি।আপব্যাবহার করবো না।দিলে খুবি খুশি হব।

[email protected]

Level 0

Vai jodi doya kore amk diten………… [email protected]

Level 0

Shakil vai doya kore amk dan plzzzzzzzzzzz…….. [email protected]

Level 0

শাকিল ভাই …আপনি জানেন জ্ঞান ই আলো ..আপনি আপনার জ্ঞান সকলের মাজে বিতরন করতে পারেন…আল্লাহ সকলের বিবেক বুদ্ধি দিয়াছেন…।কেও যদি জ্ঞান এর অপবাবহার করে তার জন্য সে নিজে দাই।

Level 0

আমার mail….
[email protected]

Level 0

[email protected] vai sof ta den plzz

ভাই আমাকে ১ কপি দেন [email protected]

ভাই আমাকে ১ কপি দেন [email protected]

nur(under line)sdf হবে।