সুপ্রিয় টেকটিউনস এর বন্ধুগণ ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ কেমন আছেন সবাই,আসা করি ভাল…সবাই ভাল থাকুন এই কামনা করে আজকের টিউন।টিউন পড়ার আগে একটু দরকারি কথা বলেনেই আমাদের অনেকের মাঝে একটা ধারনা আছে যে হ্যাকিং জিনিশ টা খুব খারাপ কাজ। আমাদের অনেকের মাঝে প্রত্যেকটা ভাল এবং খারাপ দিক আছে। আমরা স্বভাবতই ভাল জিনিশটা জানবো এবং তার সাথে খারাপ দিকটা জানা ভাল কারন ওই জিনিশের খারাপ দিকটা জানতে হবে আমাদের নিরাপত্তার জন্য।তাই আমি যদি হ্যাকিং সম্পর্কে কিছুই না জানি তবে নিজেকে কিভাবে রক্ষা করবো? ঠিক এই কারনেই আমাদের দেশি ওয়েবসাইট গুলো প্রতিনিয়ত বিদেশি হ্যাকার দ্বারা আক্রান্ত হয়।
#বিভিন্ন কোম্পানী হ্যাকার রাখে তাদের কোম্পানীর নিরাপত্তার জন্য। তাই আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা ইন্টারনেট ব্যবহারকারীর হ্যাকিং সম্পর্কে নুন্যতম জ্ঞান থাকা উচিত। তবে হ্যাঁ আমাদের সবাইকে নৈতিকভাবে সবল থাকতে হবে যেন এটির ব্যাড ইউজ না করি। কারো ক্ষতি করার জন্য হ্যাকিং কাজে লাগানো যাবেনা। আসলে যদি ঠিক ঠাক বুঝা যায় তবে হ্যাকিং জিনিশ একটু জানলে আরো জানতে ইচ্ছা করে। হ্যাকিং শিক্ষা নেবার জিনিষ। অনেক কথা বললাম,চলুন দেখি কিকি সুবিধা আছে,
5-জীবন্ত আই.পি.:-
ধরন u User= admin
Password =admin or password
যদি প্রত্যাখ্যাত তারপর অন্য একটি জীবন্ত আই.পি.ক্লিক করুন।
6-যদি সাফল্য হয় তাহলে এই আই.পি.টির ব্যবহারকারীর (router) মানসমূহ পাতায় দেখাবে -
ব্যবহারকারীর নাম এবং চাবি সেখানে আবির্ভূত হবে।
File Size=7.47MB
File Size-284KB
( ইন্সটল হওয়ার পর ফাইল টি rar- Fileভাবে দেখাবে )
“আল্লাহ হাফেজ”।
আমি মঈন খাঁন। Design supervisor, Samsung To Build Terminal-3 Airport, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 610 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই সবাই কমেন্ট করে কিছু একটা জানতে চাচ্ছে আর আপনিতো ধন্যবাদ দিয়েই যাচ্ছেন। কি টিউন করলেন বুঝতে কষ্ট হচ্ছে।
টাইটেল পড়লাম, তারপর দেখি হ্যাকিং নিয়ে কিছু বললেন এরপর কিসব লিখলেন…..কিন্তু ক্রএ কি পাবো তাইতো বুঝলাম না।