"আপনি কি লাইফে আপনার শত্রুতে অতিষ্ঠ? আপনি কি আপনার শত্রুকে শেষ করতে চান? এমনভাবে শেষ করে দিবো যাতে পুলিশ পর্যন্ত আপনাকে সন্দেহ করতে পারবে না, লাশ গুম করে দিবো। আপনি শুধু টাকা দিবেন.আপনার শত্রুকে নিঃশেষ করে দেওয়া আমার দায়িত্ব"!
হুমমম.ঠিক এমনই উপযাচিত প্রপোজালে ডিপ- ডার্ক ওয়েবে এমনও ওয়েবসাইট আছে যেখানে আপনার শত্রুকে শেষ করে দেবার কন্টাক্ট গ্রহন করা হয়; সোজা কথাতে ডিপ-ডার্ক ওয়েব ভিত্তিক অনলাইন কন্টাক্ট কিলিং ওয়েবসাইট যেটাকে Hitman Website বা Red Room নামে অভিহিত করা হয়। মূলত Hitman website এবং Red Room কার্যত অনেকটা একই রকমের তবে Red Room এ আপনি সারাসরি killer এর সাথে নিগোশিয়েট করে কন্টাক্ট করতে পারেন বা সুপারি দিতে পারবেন। এখানে সকল কাজই এনেনিমাস মুখোশের আড়ালে ক্রিপ্টোগ্রাফিক লেনদেনে চলে।
ডিপ ওয়েবে এমন বহু বহু ওয়েবসাইট আছে যেখানে আপনি টর কানেক্ট করে প্রবেশ করতে পারেন।
নিম্নোক্ত কিছু Red Room ওয়েবসাইট এড্রেস দেওয়া হলো.চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ভার্চুয়াল অপরাধ রাজ্যে!
★http://redroomfing27toi.onion/
★http://shadowznwuibgi7w.onion/
★http://llf6yyalipib4jau.onion/
★http://pgdnvi6nf26gbzgf.onion/dir/
শুধু কি লিংক দিলেই চলে.চলুন এমনই ভয়ংকর ওয়েবসাইটের দুটি স্ক্রিনশট দেখে নিই।
স্ক্রিনশট→
Red Room বা Hitman ওয়েবসাইট নিয়ে বহু জল্পনা কল্পনা বা রহস্য মিশে আছে যেমন সেখানে নাকি সবাই প্রবেশ করতে পারেনা কিংবা সেখানে প্রবেশ করলে আপনার আইপি এড্রেস ট্রাক করে আপনাকে খুঁজে বের করা হয় অথবা সত্যি সত্যিই কি সেখানে কাউকে খুন করার কন্টাক্ট দেওয়া যায়?
একজন নগণ্য ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে আমি নিয়ন আজ আপনাদের কিছু সত্য উন্মোচন করে দিচ্ছি.
(১) আপনি চাইলেই সাধারন যে কোন ডিপ-ডার্ক Hitaman/Red Room এ প্রবেশ করতে পারেন তাতে কেবলমাত্র Orbot কানেক্ট করে আপনি সাধারন ব্রাউজার বা Orfox দিয়ে তাতে ভিজিট করতে পারবেন
(২) শুধুমাত্র একটা ওয়েবসাইট কখনোই আপনার ডিভাইস হ্যাক করতে পারে না। মনে করুন আপনার Android হলো একটি Human Body যেখানে apk যদি সুপ্ত ভাইরাস হয় তবে তাকে ইনস্টল না করা অবধি আপনি আক্রান্ত হবেন না তথা হ্যাক হতে নিরাপদ থাকবেন। সুতরাং অহেতুক ভয় পাওয়া মানেই বোকামী মাত্র!
তবে নিজের তথ্য শেয়ার করা হতে বিরত থাকবেন কেননা একটা কম্পিউটার হতেও অতি সহজে আপনার ব্রেইনকে হ্যাক করা পসিবল যার দ্বারা আপনার লাইফ হ্যাম্পার করে আপনি নিঃশেষ হয়ে যেতে পারেন।
(৩) যেকোনো ওয়েবসাইট তার ইউজারের আইপি পেতেই পারে তবে শুধুমাত্র আইপি এড্রেস দিয়েই আপনাকে ট্রাক করা কিংবা আপনার ডিভাইস হ্যাক করা পসিবল নয়।
খেয়াল করুন আপনি Orbot ব্যবহার করার সময় আপনার প্রক্সি ফ্লাডিং হতে থাকে যার ফলে ফিল্টারিং করে আপনার রিয়েল আইপি পাওয়া প্রায় অসাধ্য হয়ে যায় তাও আবার বাংলাদেশের মোবাইল অপারেটর হতে ডাইমানিক আইপি এড্রেস থেকে আপনার থেবড়া ডিরেক্ট করা কতোটা কঠিন হতে পারে?
মূলত আপনি যদি কোন ওয়াফাই/ল্যানের ইউজার হন তবে আপনার রিয়েল আইপি হতে হয়তো আপনাকে খুঁজে বের করা সাহজসাধ্য [যেমনটি ওয়াইফাই এর বেলায় ip address > ip location > connected devices mac> user detect হয়]।
তাইবলে আজকাল ফেসবুকে যেমন কারো আইপি এড্রেস জানতে পারলেই ইসঠাটাসে (স্ট্যাটাসে) হ্যাকার হুমকি দেয় সেটা একটু মাথা খাটিয়ে ভাবলেই নিশ্চিত আপনি খিলখিলিয়ে হেসে উঠতেন (তাইবলে এমনটাও বলছি না যে আইপি এড্রেস হতে একেবারেই ট্রাকিং/ট্রেসিং পসিবল নয় তবে সেটা ডালভাত সমান সোজা নয় এই আরকি)।
(৪) সারফেস ওয়েবসাইটে যেমন স্ক্যাম হয় তেমনি ডিপ /ডার্ক ওয়েবসাইটেও আরও বেশী স্ক্যাম হয় তাই আদতে লেজিট Hitman website কোনটা সেটি খুঁজে পাওয়ায় কঠিন ব্যাপার।
(৫) আপনি যদি সত্যিকারের লেজিট ওয়েবসাইট খুঁজেও পান তবে তাতে যে পারফেক্ট ক্রাইম হবে এমনটা ভাববেন না, মনে রাখুন "প্রতিটি অপরাধ তার পেছনে কিছু না কিছু ছায়া রেখেই যায় সুতরাং অপরাধ করে পার পাওয়া যায় না"। আবার আপনি যে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সুপারি দিবেন এমনটাও সম্ভব নয় সুতরাং আপনার কমনসেন্স ব্যবহার করা আপনার একান্তই কর্তব্য।
(৬) Red Room বা Hitman website আদতে নেম সার্ভার সেটিংস একটি ডোমেইন ছাড়া আর কিছুই না তাই এটি যে অজেয় দূর্গ টাইপের এমন কিছু নয় বরং চাইলে সেটিও হ্যাক/ডিসট্রয় করা পসিবল[এই বিষয়টা সম্পর্কে আমি যে মহাজ্ঞানী এমনটা নয় তবে যতোটাই জানি সেটা পাবলিক প্লেসে নাইবা বললাম] আর এখানে এমন প্রক্সির প্যাচে নজরদারী করা কঠিন হলেও এফবিআই কিংবা তেমন সিকিউরিটি ইনটিলিজিয়েন্স যে তাতে পরোক্ষভাবে যুক্ত নয় এমনটাও ভাবনা ভুল [হয়তো জেনে অবাক হবেন যে এরিয়া ৫১ এর মতোই আমেরিকা তাদের এমন অনেক হিডেন ট্রাম্প কার্ড পকেটে রেখে দিয়েছে যেটা জানতে পারলে আপনার টেকনোলজির ওপর ঘেন্না জাগতো]।
উপরে এতোক্ষন আমার লেকচার পড়লেন কিন্তু আমি কে Hitman website বা Red Room নিয়ে এতো মন্তব্য করার? কি যোগ্যতা আছে আমার?!
আমার তৈরী করা Red Room website হলো → http://tsvefew2jpo54yhz.onion
আমার তৈরী করা Hitman website লিংক→ http://apsvmkhpav7e4dpt.onion
[তাইবলে আবার আমার তৈরী করা ওয়েবসাইটগুলোতে কন্টাক্ট কিলিং এর সুপারি নেওয়া হয়না, আমি শুধু দেখাতে চেয়েছি যে আপনি চাইলে নিজেই সবকিছু করতে পারেন.শুধু প্রয়োজন আপনার স্বদিচ্ছা আর স্বপ্ন দেখার সাহসিকতা]
এটা তো আমার তৈরী করা ওয়েবসাইটের কেচ্ছা কাহিনী তবে আপনি কিভাবে এমন এমন একটা ওয়েবসাইট তৈরী করতে পারবেন?
ব্যাস কিচ্ছু না.এখান হতে index.html ফাইলটি ডাউনলোড করে আপনার অনিয়ন হোস্টিং এ আপলোড করে দিন.ব্যাস রেডি আপনার ভয়ংকর Hitman Website [ফাইলটি আমার তৈরী করা তাই নিজে ব্যবহার করতে আপনি মোডিফাই করে নিতে পারেন]।
আপনারা হয়তো জেনে থাকবেন যে Red Room এ সরাসরি killer এর সাথে চ্যাটিং-কনভারসেশন করা যায়, তাহলে এমনটা কিভাবে তৈরী করবেন?
দেখুন আপনার index ফাইলটি কিন্তু আপনার ওয়েবসাইটের হোমপেইজ হিসেবে শোডাউন হচ্ছে; আবার আপনার সাইটে এমন চ্যাটিং-কনভারসেশন-পেমেন্ট ইত্যাদি কনটেন্টগুলো যুক্ত করতে আপনি ওয়ার্ডপ্রেসের শরণাপন্ন হতে পারেন, সেক্ষেত্রে ঐ একই ডিরেক্টরিতে আলাদা করে wordpress.zip ফাইলটি আপলোড করে unzip করুন> WordPress ইনস্টল করুন> আপনার সাইটে আপনার কাঙ্খিত কনটেন্ট পেতে থিম ও প্লাগিন ইনস্টল এবং এক্টিভ করুন.ব্যাস কাজ প্রায় শেষ। এবার আপনার ঐ index ফাইলটি এভাবে এডিট করুন যেন নির্দিষ্ট অপশনগুলোতে আমার ঐ ওয়ার্ডপ্রেসটির নির্দিষ্ট কনটেন্ট ক্রিয়াশীল হয়।
[উপরের কিছু লেখা হয়তো আপনার মাথার উপর দিয়ে গিয়েছে তাইনা? আমি জানি. আর ইচ্ছে করেই কিছু বিষয় আমি ক্রিস্টাল ক্লিয়ার করে বোঝায়নি যেন তাতে অসৎ মানুষেরা এটাকে পুজি করে নিজেদের এবং পারিপ্বার্শিক অন্যান্য মানুষের ক্ষতির কারন না হয়; জীবনের মূল্যের কোন অলটারনেটিভ হয়না! তবে যাদের একটু হলেও ওয়েবসাইট বিষয়ে নূন্যতম জ্ঞান আছে তারা আশা করি অতি সহজেই আমার লেখার মর্মার্থ বুঝতে সক্ষম হবেন]।
শেষকথা: সুপার কম্পিউটার এখনো আবিষ্কৃত না হলেও আপনার আমার সাবার কাছেই একটা ন্যানোটেকনোলজির সুপার কম্পিউউটার আছে সেটা হলো ব্রেইন.এটাকে সাঠিকভাবে কাজে লাগান তাহলে লাইফটাই পাল্টে যাবে।
ফেসবুকে আমি→ নিশান আহম্মেদ নিয়ন
আল্লাহ হাফেজ
আমি নিশান আহম্মেদ নিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
কোন ডাউনলোড লিংক/যেকোনো লিংক কাজ না করেলে অনুগ্রহ করে নির্দিষ্ট করে টিউমেন্টে আমাকে জানাবেন, আমি লিংক আপডেট করে দিবো ইনশাল্লাহ