নিয়নবাতি [পর্ব-১১] :: আসুন Paypal Account হ্যাকিং শিখি

Paypal বাংলাদেশের জন্য একটি তামাশার খোরাক বিশেষত Zoom কে Paypal বলে চালিয়ে নেওয়া যেন সুন্দরী বোনকে দেখিয়ে কালো বোনকে বিয়ে দেওয়া আরকি!
যাই হউক আজ আমরা আলোচনা করবো অন্যের Paypal Account হ্যাকিং বিষয়ে। আমরা জানি Paypal Account এর মাধ্যমে একে অপরের মাঝে ট্রানজেকশন করা যায়, ব্যাংক হতে উইড্রো করা যায়, পেমেন্ট করা যায় এবং প্যান কার্ড ব্যবহার করা যায়। আজ আমরা ফিশিং এর মাধ্যমে অন্যের Paypal Account হ্যাক করা শিখবো।

Paypal Account হ্যাকিং করতে Deep Website কেন?
আমরা জানি যে ডার্ক/ডিপ ওয়েবসাইট তথা অনিয়ন লিংকগুলোতে ঢুকতে গেলে আপনাকে Tor এর সহায়তা নিতে হয় তথাপি ফিশিং এর ক্ষেত্রে ভিক্টিম কেন নিজে উপযাচিত হয়ে এমন ঝামেলার কাজ করবে?
আসুন উত্তরগুলো খুঁজি.
(১) ফিশিং এর ক্ষেত্রে ডোমেইন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন http://www.facebook.com এবং http://www.faccbook.com দেখতে এতোটাই সিমিলার যে তাতে ভিক্টিম ফেঁসে যাবার সম্ভাবনা খুউব থাকে, যদিচ বিষয়টা পুরোপুরি সোস্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপর নির্ভর করে।
তো paypal এর ক্ষেত্রে যদি আপনি সারফেসে http://www.blablabla.com টাইপের ফিশিং সাইট তৈরী করেন তবে সেটা দেখলেই সন্দিগ্ধ হওয়া স্বাভাবিক, অপরদিকে অনিয়ন লিংকগুলো স্বাভাবিকভাবে এমনিতেই ভুতুরে টাইপের হয়ে থাকে তাই ভিক্টিমকে ভালোভাবে মোটিভেট করতে পারলে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা থাকবে।
(২) কমবেশী আমাদের সকলেরই ডার্ক-ডিপ ওয়েবসাইট সম্পর্কে আগ্রহ আছে, আমরা মনে করি সেখানে না জানি কতো কি আছে?!
সেই আগ্রহ আর কৌতূহল'কে খাটিয়ে যদি বলেন "এটি paypal এর Dark Web Link যেখান হতে ১০০ ডলার ফ্রি পাওয়া যায়" তাহলে লোভ আর সোস্যাল ইঞ্জিনিয়ারিং মিলে সত্যিই কিন্তু হ্যাকিং পসিবল!
মূলত ডার্ক/ডিপ ওয়েবসাইট শুধুমাত্র ফিশিং এর ক্ষেত্রে সোস্যাল ইঞ্জিনিয়ারিং তথা ভিক্টিমকে একটু নতুন আঙ্গিকে সাইকোলজিক্যালি মোটিভেট করতে ব্যবহার করা হচ্ছে; হ্যাকিং জিনিসটা নির্ভর করে আপনার ব্রেইনের ওপর তাই প্যানিক হবেন নাকি পাওয়ারফুল হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার!
[উল্লেখ্য এই মেথড খাটিয়ে আপনি সারফেসেও এমন ফিশিং সাইট তৈরী করতে পারবেন]

ফিশিং ওয়েবসাইট তৈরী করুন:
সবার আগে https://www.mediafire.com/download/l67y77crtmwlxyl এখান থেকে ফিশিং স্ক্রিপ্ট'টি ডাউনলোড করে নিন[অলটারনেটিভ ডাউনলোড লিংক→ https://www.datafilehost.com/d/86c2e15f] এবার https://hosting.danwin1210.me এই ওয়েবসাইটে যান এবং Register করে নতুন একটি ওয়েবসাইট তৈরী করুন। এবার File Manager এ গিয়ে www ডিরেক্টরি'তে থাকা html ফাইলটি ডিলেট করে দিন; উপরের choose file অপশন হতে ডাউনলোড করা ঐ ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দিন।
স্ক্রিনশট→

এবার zip ফাইলটি মার্ক করে unzip করুন→

পূর্বের zip ফাইলটি মার্ক করে Delete করে দিন→

এবার আপনার সাইটে প্রবেশ করুন, দেখুন আপনার paypal ফিশিং রেডি→

এবার তাতে ভিক্টিম লগিন হলে আপনার হোস্টিং সার্ভারের cat, fat এবং ip ফাইলের ক্ষেত্রে ভিক্টিমের ইউজার মেইল, পাসওয়ার্ড, আইপি এড্রেস এমনকি ভিক্টিম ব্রাউজারের সকল তথ্য পেয়ে যাবেন।
স্ক্রিপ্ট'টির উল্লেখযোগ্য দিক হলে সাধারন হোস্টিং এর ক্ষেত্রে এটি রিডাইরেক্ট হয়ে পেপাল এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়।

একটু এডভান্স: আপনি যদি একই ল্যানে এক্টিভ থাকা অন্যান্য ইউজারের পেপাল একাউন্ট হ্যাক করতে চান তবে আপনার লোকাল হোস্টে উক্ত স্ক্রিপ্ট'টি ফাইল ফরম্যাটে আপলোড করুন এরপর cain ও abel সেটিংস করুন তাহলে ভিক্টিম যখন paypal এর অফিসিয়াল সাইটে ঢুকতে যাবে তখন আপনার উক্ত ফিশিং লিংকটি পাবে এবং তার আইডি পাসওয়ার্ড Xampp ফোল্ডার htdocs এ সেইভ হয়ে যাবে।

শেষকথা: হ্যাকিং মানে স্মার্ট হওয়া, সেটা নির্ভর করে আপনার ব্রেইনের ওপর আপনার কম্পিউটারের ওপর নয় সুতরাং আহমিকা এবং পরশ্রীকাতরতা ছেড়ে যিনি টেকনোলোজিতে আগ্রহী তারই হ্যাকার হওয়ার যোগ্যতা আছে.ইন্টারেস্টিংলি ভালো ব্যবহার করাও এক প্রকার সাইকোলজিক্যাল হ্যাকিং।

ফেসবুকে আমি→ নিশান আহম্মেদ নিয়ন

আল্লাহ হাফেজ

Level 2

আমি নিশান আহম্মেদ নিয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 27 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কোন ডাউনলোড লিংক/যেকোনো লিংক কাজ না করেলে অনুগ্রহ করে নির্দিষ্ট করে টিউমেন্টে আমাকে জানাবেন, আমি লিংক আপডেট করে দিবো ইনশাল্লাহ