“ওয়েব সাইটের যে কোন কনটেন্ট আপনি নিজেই ইডিট করতে পারবেন। সুতরাং শুধু মাত্র স্কিনশট কে কেন বিশ্বাস করবেন?”
আশাকরিয়া আমি অধমকে কিছু লেখার জ্ঞান তিনি দান করেছেন।
টেকটিউনস এ বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন?আমি আপনাদের দোয়ায় ভাল আছি আমি সবসময় টিউন করতে পারি না তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সবর্দা চেষ্টা করি ইউনিক কিছু করার যা নতুন পুরাতন সবাই তার থেকে কিছু শিক্ষা গ্রহন করতে পারে।
আমরা সাধারনত দেখে থাকি যে কোন ওয়েব সাইকে কিংবা ফেইসবুকে ম্যাসেঞ্জার, স্ট্যাটাস কিংবা টিউমেন্ট বিভিন্ন কিছু কনটেন্ট থাকে যা যে কেউই কিন্তু ফেইক করে আপনাকে স্কীন সট দিতে আপনার বিশ্বাস নষ্ট করতে পারে। সুতরাং তার থেকে সাবধান হওয়ার জন্যই আজকের এই টিউন।
কাজের ধাপ ঃ
সোর্স কোডঃ javascript:document.body.contentEditable = ‘true’; document.designMode=’on’; void 0
আপনি যে কোন ওয়েবের কনটেন্ট ইডিট করতে পারবেন এই কোড টি ব্যবহার করে যেমন- আমি আপনাদের বুঝানোর সুবিধার্থে ইডুকেশন বোড এ গেলাম
উপরে দেখা যাচ্ছে Education Board result। এখন আমি যদি চাই এই পেইজ এর সকল কিছু ইডিট করতে তাহলে শুধু মাত্র আমার উপরের কোডটি কপি করে পেষ্ট করে দিলেই হবে। যেমন:
কোডটি কপি করে পেষ্ট করলে Javascript: এই অংশটুকু থাকবে না তাই এখানে লেখে দিতে হবে উপরের ছবিটির মত করে ব্যাস কাজ শেষ এখন আপনি নিমিষেই যে কোন কনটেন্ট ইডিট করতে পারবেন। যে অংশ গুলো লাগ বাউন্ডারী করা আছে সেগুলো এডিট করা হয়েছে।
উপরের লাল অংশটুকু আমি ইডিট করেছি দেখুন এটা বুঝাই যাবে না যে ফেইক এডিটিং।
টেক্স এর নিচে লাল দাগ বন্ধ করার জন্য-
উপরের মত যদি লাল দাগ আসে তাহলে নিম্মের ছবিটির মত করে বন্ধ করতে হবে।
Setting>Search>language>Spell check
এখানে এসে সবুজ মাকটি অফ করে দিতে হবে। তাহলেই আর টেক্স এর নিচে লাগ দাগ আসবে না।
এই পোষ্টটি শুধু মাত্র সচেতনা বৃদ্ধি করার জন্য করা হযেছে। সুতরাং এর অপব্যবহার কোন ভাবেই এডমিন এর উপর বর্তাবে না।
যে কোন সমস্যায় আমাকে নক করতে
ফেইসবুকে আমি fb.com/rahat46
আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D